Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

Nil Ratan Sircar Medical College – 6 / নীলরতন সরকার মেডিক্যাল কলেজে ল্যাবরেটরি অ্যাটেন্ড্যান্ট

Memo. No. NMC/7524

Applications are invited eligible candidates for filling up six (06) vacant post of Laboratory Attendant (Erstwhile Dome) for working in the Mortuary at NRS Medical College.

Post :Laboratory Attendant (Erstwhile Dome).

Eligibility :(A)Essential Qualification :  Class VIII pass. (B) Preferential Qualification : Preference will be given to the candidate belonging to Dome community by cast and having working experience in any Mortuary/Morgue.

Age :As on 01.12.2020 : Minimum-18 years and maximum-40 years (Upper age limit is relaxable by 05 years for SC/ST and 03 years for OBC category).

Total Vacancy :6.

Salary :Pay level 1 of the Pay Matrix of ROPA-2019

Application closing date :31.12.2020 (By Registered / Speed Post).

Website :http://nrsmc.edu.in/

…………………………………………………………………………………………………………….

কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজে ‘ল্যাবরেটরি অ্যাটেন্ড্যান্ট’ পদে ৬ জন ছেলেমেয়ে নিয়োগ হবে৷ দরখাস্ত পাঠাতে হবে ৩১ ডিসেম্বর, ২০২০ বিকেল ৪টের মধ্যে৷

শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণি পাশ হতে হবে৷ আঞ্চলিক বাসিন্দা এবং মর্গে কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ বয়স : ১ ডিসেম্বর ২০২০-এর হিসেবে প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে (তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীরা ৫ বছর এবং ওবিসি প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবনে)৷ শূন্যপদ : ৬৷ বেতন : প্রার্থীরা পে-লেভেল ১ অনুযায়ী বেতন পাবেন৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে www.wbhealth.gov.in বা nrsmc.edu.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে তার সঙ্গে আনুসঙ্গিক নথিপত্রের প্রতিলিপ (জন্ম তারিখের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে), ভোটার কার্ড / রেশন কার্ড / অধার কার্ড) একটি মুখবন্ধ করা খামে ভরে স্পিড পোস্টে / রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় -The Principal, NRS Medical College, 138, AJC Bose Road, Kolkata – 700 014৷ আবেদনের খামের উপর যে পোস্টের জন্য আবেদন করছেন তার নাম ক্যাপিটাল লেটারে লিখতে হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি : প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা, ইন্টারভিউ এবং প্র্যাক্টিক্যাল সমীক্ষার মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যর জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Click Here To Download The Official Notification : Click Here

Share it :