Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

NMDC HIRING 168 APPRENTICES / এনএমডিসি লিমিটেডে ১৬৮ অ্যাপ্রেন্টিস

NMDC Limited is going arrange walk-in-interview to engage apprentices.

Posts: Apprentices

Total Vacancy: 168

Trade Apprentice- 130

Graduate Apprentice- 27

Technician (Diploma) Apprentice- 11

Eligibility: ITI/ Degree / Diploma in relevant trade / engineering stream.

Age Limit: 18-30 years as on 31.03.2022

Date of Interview: 10-25 March 2022.

……………………………………………………………………………………….

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা এনএমডিসি লিমিটেড ট্রেড অ্যাপ্রেন্টিস,  গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ও টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিস পদে ১৬৮ জন সরাসরি ইন্টারভিউের মাধ্যমে নিয়োগ করবে৷ বয়স হতে হবে ৩১ মার্চ, ২০২২-এর হিসেবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ ওবিসি ও তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা অ্যাপ্রেন্টিসশিপ নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) ট্রেড অ্যাপ্রেন্টিস : সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ শূন্যপদ: কোপা: ৪৭, মেশিনিস্ট: ৪, ফিটার: ১২, ওয়েল্ডার: ১৭, মেকানিক ডিজেল: ১৮ মেকানিক মোটর ভেহিকেল: ১২,  ইলেক্ট্রিশিয়ান: ২০৷

(২) গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস: সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় ৪ বছরের ডিগ্রি পাশ হতে হবে৷ শূন্যপদ: কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং: ১, সিভিল ইঞ্জিনিয়ারিং: ৭, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং: ১, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং: ৪, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং: ১, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং: ১, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং: ৭, মাইনিং ইঞ্জিনিয়ারিং: ৫৷

(৩) টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিস: সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় ৩ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ শূন্যপদ: সিভিল ইঞ্জিনিয়ারিং: ১, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং: ১, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং: ৪, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং: ৪, মাইনিং ইঞ্জিনিয়ারিং: ১৷

ট্রেনিং পিরিয়ড ও স্টাইপেন্ড: ১ বছরের ট্রেনিং চলাকালীন প্রতি মাসে অ্যাপ্রেন্টিসশিপ নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড পাওয়া যাবে৷

আবেদন করার পদ্ধতি: ইন্টারভিউতে অংশগ্রহণের জন্য ট্রেড অ্যাপ্রেন্টিস পদের প্রার্থীদের www.apprenticeship.india ওয়েবসাইটে ও অন্যান্য পদের প্রার্থীদের www.mhrdnats.gov.in ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ ট্রেড অ্যাপ্রেন্টিস পদের ইন্টারভিউ হবে ১০, ১১, ১২, ১৩, ১৪ মার্চ, ২০২২৷ গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদের ইন্টারভিউ হবে ১৫, ২১, ২২ মার্চ, ২০২২৷ টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিস পদের ইন্টারভিউ হবে ২৪, ২৫ মার্চ, ২০২২৷ নির্দিষ্ট দিনে সকাল ৯ টা থেকে বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত ইন্টারভিউ হবে এই ঠিকানায়-Baila Club, B.I.O.M, Kirandul Complex, Kirandul– Dist.-Dantewada (C.G.) – 494556৷ ইন্টারভিউয়ের সময় জীবনপঞ্জি (পাসপোর্ট ছবি সহ) এবং জন্ম প্রমাণপত্র (মাধ্যমিক সার্টিফিকেট), যোগ্যতার প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়) ইত্যাদি গুরুত্বপূর্ণ নথিপত্রের অরিজিনাল ও স্ব-প্রত্যয়িত প্রতিলিপি সঙ্গে নিয়ে আসতে হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন www.nmdc.co.in ওয়েবসাইট৷

Official Website: www.nmdc.co.in

Official Notification: Click Here

Share it :