Ref No. NDDM/ESTT/4517
North Dum Dum Municipality invites applications for the following posts.
Post: Mazdoor, Peon, Helper, Ambulance Attendant, GDA.
Total vacancy: 60. Mazdoor 37, Peon 9, Helper 9, Ambulance Attendant 1, GDA 4.
Eligibility: The Candidates shall be able to read and write Bengali or Nepali language and have passed class VIII.
Age limit: 18 to 40 years (as on 1st November, 2021).
Salary: 17000/-
Last Date of Online Application: 30 October, 2021
…………………………………………………..
উত্তর দমদম পৌরসভায় মজদুর, পিওন, হেল্পার, অ্যাম্বুল্যান্স অ্যাটেন্ড্যান্ট, জিডিএ পদে ৬০ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীদের অষ্টম শ্রেণি পাশ হতে হবে৷ বাংলা / নেপালি ভাষায় লিখতে ও পড়তে জানতে হবে৷ সুস্বাস্থ্যের অধিকারি ও ভালো খেলোয়াড় প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ বয়স: ১ নভেম্বর, ২০২১ এর হিসেবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে (রাজ্যের ওবিসি প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন)৷ শারীরিক প্রতিবন্ধা প্রার্থীদের বেলায় বয়সের ঊধর্বসীমা ৪৫ বছর৷ দরখাস্ত পাঠাতে হবে ৩০ অক্টোবর, ২০২১ বিকেল ৪টের মধ্যে৷
পদ অনুযায়ী শূন্যপদ: (১) মজদুর: ৩৭ (জেনাঃ ৮, জেনাঃ ইসি ৭, জেনাঃ শারীরিক প্রতিবন্ধী ১, জেনাঃ দক্ষ খেলোয়াড় ১, তঃজাঃ ৪, তঃজাঃ ইসি ৪, তঃজাঃ প্রাক্তন সমরকর্মী ১, তঃউঃজাঃ ১, তঃউঃজাঃ ইসি ১, তঃউঃজাঃ প্রাক্তন সমরকর্মী ১, ওবিসি-এ ১, ওবিসি-এ ইসি ৩, ওবিসি-এ প্রাক্তন সমরকর্মী ১, ওবিসি-বি ১, ওবিসি-বি ইসি ১, ওবিসি-বি প্রাক্তন সমরকর্মী ১)৷ (২) পিওন: ৯ (জেনাঃ ১, জেনাঃ ইসি ১, জেনাঃ প্রাক্তন সমরকর্মী ১, জেনাঃ শারীরিক প্রতিবন্ধী ১, তঃজাঃ ১, তঃজাঃ ইসি ১, তঃউঃজাঃ ১, ওবিসি-এ ১, ওবিসি-বি ১)৷ (৩) হেল্পার: ৯ (জেনাঃ ১, জেনাঃ ইসি ১, জেনাঃ প্রাক্তন সমরকর্মী ১, জেনাঃ শারীরিক প্রতিবন্ধী ১, তঃজাঃ ১, তঃজাঃ ইসি ১, তঃউঃজাঃ ১, ওবিসি-এ ১, ওবিসি-বি ১)৷ (৪) অ্যাম্বুল্যান্স অ্যাটেন্ড্যান্ট: ১ (অসংরক্ষিত)৷ (৫) জিডিএ: ৪ (জেনাঃ ১, জেনাঃ ইসি ১, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)৷
বেতনক্রম: ১৭,০০০ টাকা ও অন্যান্য ভাতা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবেwww.northdumdummunicipality.org ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি সই করে আঠা দিয়ে লাগাতে হবে৷ দরখাস্তের ফি ২৫০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ১০০ টাকা) ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে৷ ব্যাঙ্ক ড্রাফট হবে“CHAIRMAN, NORTH DUMDUM MUNICIPALITY, payable at KOLKATA” -এর অনুকূলে৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে তার সঙ্গে আনুষঙ্গিক নথিপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি একটি মুখবন্ধ করা খামে ভরে নিজে গিয়ে বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে এই ঠিকানায় পাঠাতে হবে —To The Chairperson, Board of Administrators, North Dum Dum Municipality, 163, M.B. Road, Birati, North 24 Parganas, Kolkata – 700051৷ প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website:
https://www.wburbanservices.gov.in/page/recruitment
Get details: