HQ Northern Command invites applications for recruitment to the following posts.
Post: Fireman, Civillian Motor Driver (Ordinary Grade), Cleaner, Fireman, Mazdoor.
Total Vacancy: 23
Eligibility: 10th with other things.
Age limit: Post-wise different
Pay scale: Post wise different
Last Date of Receipt of Application: 21st August, 2022
………………………………….
প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ হেড কোয়ার্টার নর্দার্ন কমান্ড ফায়ারম্যান, সিভিলিয়ান মোটর ড্রাইভার (অর্ডিনারি গ্রেড), মজদুর, ভেহিকেল মেকানিক, ক্লিনার পদে ২৩ জন নিয়োগ করবে৷ দরখাস্ত পাঠাতে হবে ২১ আগস্ট, ২০২২-এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) ফায়ারম্যান: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে ও সংশ্লিষ্ট কাজে দক্ষ হতে হবে৷ উচ্চতা হতে হবে কমপক্ষে ১৬৫ সেমি (তপশিলি উপজাতি প্রার্থীরা ২.৫ সেমি ছাড় পাবেন), বুকের ছাতি না ফুলিয়ে ৮১.৫ সেমি ও ফুলিয়ে ৮৫ সেমি, ওজন কমপক্ষে ৫০ কেজি হতে হবে৷ বয়স: ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৪ (জেনাঃ ৮, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৩)৷ বেতন: ১৯,৯০০ টাকা৷
(২) সিভিলিয়ান মোটর ড্রাইভার (অর্ডিনারি গ্রেড): মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে, সঙ্গে ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স ও কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫ (তঃজাঃ)৷ বেতন: ১৯,৯০০ টাকা৷
(৩) মজদুর: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ বয়স: ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ বেতন: ১৮,০০০ টাকা৷
(৪) ভেহিকেল মেকানিক: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে, সঙ্গে ইংরেজি ও হিন্দিতে সংখ্যা ও অক্ষর পড়ার সক্ষমতা এবং সংশ্লিষ্ট ট্রেডে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (তঃজাঃ)৷ বেতন: ১৯,৯০০ টাকা৷
(৫) ক্লিনার: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ট্রেডে দক্ষতা থাকা আবশ্যক৷ বয়স: ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (তঃজা)৷ বেতন: ১৮,০০০ টাকা৷
উল্লিখিত সব পদের বেলায় তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর, ওবিসি-এনসিএল ৩ বছর ও শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে এ৪ সাইজের কাগজে নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্ত পূরণ করার সময় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা প্রত্যয়িত পাসপোর্ট ছবি নির্দিষ্ট জায়গায় সেঁটে দিতে হবে৷ নির্দিষ্ট স্থানে সই করে ও আঙুলের ছাপ দিয়ে নির্দেশ অনুসারে পূরণ করা দরখাস্তের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়), জন্ম প্রমাণপত্র, ডোমিসাইল সার্টিফিকেট, আধার কার্ডের প্রত্যয়িত প্রতিলিপি ও নিজের নাম ঠিকানা লেখা একটি খাম (৪৫ টাকা মূল্যের পোস্টাল স্ট্যাম্পসহ) একত্রে অন্য একটি মুখবন্ধ খামে ভরে তার উপর “APPLICATION FOR THE POST OF” “ALONG WITH SELF & FATHER’S NAME” লিখে সাধারণ পোস্ট / স্পিড পোস্ট/ রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায়- “To The Commanding Officer 5171 ASC Bn (MT) PIN: 905171 C/O 56 APO”৷ দরখাস্তের বয়ান পাওয়া যাবে www.karmasanskriti.com ওয়েবসাইটে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: ফিজিক্যাল টেস্টে ও লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ ফায়ারম্যান পদের বেলায় শারীরিক সমক্ষমতার পরীক্ষায় ৯৬ সেকেন্ডের মধ্যে ১৮৩ মিটার দূরত্বে ৬৩.৫ কেজি ওজনের একজন মানুষকে বহন করে নিয়ে যেতে হবে, লং জাম্পের মাধ্যমে ২.৭ মিটার চওড়া গর্ত অতিক্রম করতে হবে (দু’পায়ে ল্যান্ডিং হতে হবে), হাত ও পায়ের সাহায্যে ৩ মিটার উঁচু দড়ি চড়তে হবে৷
Proforma: Click Here