Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

Notice of Examination for Indian Forest Service Examination, 2022 and Civil Service Examination,2022 / ইউপিএসসি’র সিভিল সার্ভিস ও ফরেস্ট সার্ভিস পরীক্ষার মাধ্যমে৯১৭ অফিসার নিয়োগ

Union Public Service Commission invites online applications to engage officers through Indian Forest Service Examination,2022 and Civil Service Examination,2022.

Post: Officers.

Vacancy: 917. Indian Forest Service Examination,2022 – 151, Civil Service Examination,2022 – 816.

Eligibility: 917. Indian Forest Service Examination

Age limit: 21 to 32 Years (as on 01/08/2022).

Last Date of Online Application: 22nd February 2022 till 6 pm.

………………………………………………………………………………………..

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ‘সিভিল সার্ভিস এক্সামিনেশন, ২০২২’ ও ‘ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস এক্সামিনেশন, ২০২২’-এর মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকে ৯১৭ জন অফিসার নিয়োগ করবে৷ জেনারেল প্রার্থীরা সর্বাধিক ৬ বার, ওবিসি ও প্রতিবন্ধী প্রার্থীরা সর্বাধিক ৯ বার এই পরীক্ষায় বসতে পারবেন৷ তপশিলি প্রার্থীরা যতবার খুশি এই পরীক্ষায় বসতে পারেন৷  প্রিলিমিনারি পরীক্ষায় বসা মানেই পরীক্ষা দিয়েছেন বলে ধরা হবে৷ সিভিল সার্ভিস ও ফরেস্ট সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা একসঙ্গে  ৫ জুন, ২০২২-এ হবে৷ মেইন পরীক্ষা আলাদা হবে৷

শিক্ষাগত যোগ্যতা : সিভিল সার্ভিস পরীক্ষার বেলায় — যে কোনো শাখায় গ্র্যাজুয়েট৷ফরেস্ট সার্ভিস পরীক্ষার বেলায় — এগ্রিকালচার, ফরেস্ট্রি বা ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট অথবা অ্যানিম্যাল হাজবেন্ড্রি অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স, বটানি, কেমিস্ট্রি, জিওলজি, ম্যাথমেটিক্স, ফিজিক্স, স্ট্যাটিসটিক্স ও জুলজি একটি বিষয় নিয়ে গ্র্যাজুয়েট৷ মোট শূন্যপদ : ৯১৭৷ এর মধ্যে সিভিল সার্ভিস ৮১৬ ও ফরেস্ট সার্ভিস ১৫১৷ বয়স: ১ আগস্ট, ২০২২ অনুযায়ী, ২১ থেকে ৩২ বছরের মধ্যে৷ অর্থাৎ, জন্ম তারিখ হতে হবে ২ আগস্ট, ১৯৯০ থেকে ১ আগস্ট, ২০০১-এর মধ্যে (তপশিলি জাতি, তপশিলি উপজাতি প্রার্থীরা ৫ বছর, ওবিসি প্রার্থীরা ৩ বছর , প্রাক্তন সমরকর্মী প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন)৷

আবেদন করার পদ্ধতি :  দুটি পরীক্ষার ক্ষেত্রেই একবারই দরখাস্ত করতে হবে অনলাইনে ২২ ফেব্রুয়ারি,২০২২ সন্ধ্যা ৬টার মধ্যে http://www.upsconline.nic.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি জেপিজি ফরম্যাটে ৩ কেবি থেকে ৪০ কেবি ও সই জেপিজি ফরম্যাটে ১ কেবি ফাইল সাইজের মধ্যে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ১০০ টাকা অনলাইনে ভিসা  / মাস্টার / রুপে ক্রেডিট বা ডেবিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিং অথবা অফলাইনে এসবিআই-এর যে কোনো শাখায় জমা করতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী, মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর দরখাস্তের এক কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷ প্রার্থী বাছাই পদ্ধতি : প্রার্থী বাছাই হবে প্রিলিমিনারি (লিখিত) পরীক্ষা, মেইন পরীক্ষার (লিখিত ও ইন্টারভিউ) মাধ্যমে৷ প্রিলিমিনারি লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ ৫ জুন, ২০২২৷ দুটি পরীক্ষার ক্ষেত্রে প্রিলিমিনারি পরীক্ষা এক সঙ্গেই হবে৷ এই প্রিলিমিনারি পরীক্ষা হবে অবজেকটিভ মাল্টিপল চয়েজ টাইপের মোট ৪০০ নম্বরের ২টি পেপারে৷ প্রথম পেপারে থাকবে এই সব বিষয় : (১) জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ের ওপর সাম্প্রতিক ঘটনা (২) ভারতীয় ইতিহাস ও ভারতের স্বাধীনতা সংগ্রাম (৩) ভারত ও বিশ্বের ভূগোল (৪) ভারতীয় রাষ্ট্রনীতি ও তাৎপর্য — সংবিধান, পলিটিক্যাল সিস্টেম, পঞ্চায়েতি রাজ, পাবলিক পলিসি, অধিকার (৫) অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন— দীর্ঘস্থায়ী উন্নয়ন, দারিদ্র্য, অন্তর্ভুক্তিকরণ, প্রাকৃতিক বৈচিত্র্য, সামাজিক ক্ষেত্রে উদ্যোগ (৬) পরিবেশের ভারসাম্য, আবহাওয়ার পরিবর্তন ও জীববৈচিত্র্য (৭) সাধারণ বিজ্ঞান৷ দ্বিতীয় পেপারে থাকবে এই সব বিষয়ে : (১) কম্প্রিহেনশন (২) জনসংযোগ দক্ষতা সহ ব্যক্তিত্ব দক্ষতা (৩) লজিক্যাল রিজনিং ও অ্যানালিটিক্যাল এবিলিটি (৪) সিদ্ধান্ত নেওয়া ও সমস্যার সমাধান (৫) জেনারেল মেন্টাল এবিলিটি (৬) বেসিক নিউমারেসি (সংখ্যা ও তার সম্পর্ক, দ্রাঘিমাংশ) মাধ্যমিক লেভেলের, ডেটা ইন্টারপ্রিটেশন (চার্ট, গ্রাফ, টেবিল, ডেটা সাফিসিয়েন্সি) মাধ্যমিক লেভেলের৷ প্রতিটি পেপারে ২০০ নম্বরের পরীক্ষা হবে৷ সময় থাকবে ২ ঘণ্টা৷ প্রশ্ন হবে ইংরেজি ও হিন্দিতে৷ এই পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে৷ প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৩৩ নম্বর কাটা যাবে৷ প্রিলিমিনারি পরীক্ষায় সফল হলে মেইন পরীক্ষার জন্য ডাকা হবে৷ ‘সিভিল সার্ভিস’ মেইন পরীক্ষায় থাকবে ৬০০ নম্বরের ২টি কোয়ালিফাইং পেপার ও ১৭০০ নম্বরের ৭টি মেধাভিত্তিক পেপার৷ কোয়ালিফাইং পেপারে আছে (১) ১ম পত্র : ভারতীয় ভাষার যে কোনো একটি ভাষা পেপার—৩০০ নম্বর (মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ স্কিল) (২) ২য় পত্র : ইংরেজি — ৩০০ নম্বর৷ মেধাভিত্তিক পেপারগুলি হল — (ক) ১ম পত্র : প্রবন্ধ লেখা-২৫০ নম্বর (খ) ২য় পত্র : জেনারেল স্টাডিজ –  (ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতি, বিশ্বের ভূগোল ও বিশ্বের ইতিহাস) – ২৫০ নম্বর (গ) ৩য় পত্র : জেনারেল স্টাডিজ –  (সংবিধান, রাষ্ট্রনীতি, সামাজিক বিচার ও আন্তর্জাতিক সম্পর্ক)-২৫০ নম্বর (ঘ) ৪থ পত্র : জেনারেল স্টাডিজ- ৩ (প্রযুক্তি, অর্থনৈতিক উন্নয়ন, বায়োডাইভার্সিটি, এনভায়রনমেন্ট, সিকিউরিটি অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট)-২৫০ নম্বর (ঙ) ৫ম পত্র : জেনারেল স্টাডি– ৪ (এথিক্স, ইন্টিগ্রিটি ও অ্যাপ্ঢিটিউড)-২৫০ নম্বর (চ) ৬ষ্ঠ পত্র : ঐচ্ছিক বিষয়ের প্রথম পত্র-২৫০ নম্বর (ছ) ৭ম পত্র : ঐচ্ছিক বিষয়ের দ্বিতীয় পত্র-২৫০ নম্বর৷ ঐচ্ছিক বিষয় বাছতে হবে এই সব বিষয় থেকে — এগ্রিকালচার, অ্যানিম্যাল হাজবেন্ড্রি অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স, অ্যানথ্রোপলজি, বটানি, কেমিস্ট্রি, সিভিল ইঞ্জিনিয়ারিং, অর্থনীতি, কমার্স অ্যান্ড অ্যাকাউন্টস, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ভূগোল, জিওলজি, ইতিহাস, আইন, ম্যানেজমেন্ট, অঙ্ক, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেডিক্যাল সায়েন্স, দর্শন, ফিজিক্স, রাষ্ট্রবিজ্ঞান ও ইন্টারন্যাশনাল রিলেশন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, জুলজি, সাইকোলজি, সোশিয়োলজি ও স্ট্যাটিসটিক্স৷ উত্তর দেওয়া যাবে বাংলা ও ইংরেজি সহ ২২টি আঞ্চলিক ভাষায়৷ ঐচ্ছিক বিষয়ের প্রতিটিতে থাকবে ৩ ঘণ্টা সময়৷ ঐচ্ছিক বিষয় হিসেবে কম্বিনেশন বিষয় নিতে পারবেন এই সব বিষয় — (১) পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশন্স ও পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন (২) অঙ্ক ও স্যাটিসটিক্স (৩) ম্যানেজমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন (৪) কমার্স অ্যান্ড অ্যাকাউন্টেন্সি  (৫) এগ্রিকালচার, অ্যানিম্যাল হাজবেন্ড্রি ও ভেটেরিনারি সায়েন্স (৬) অ্যানথ্রোপলজি ও সোশিয়োলজি (৭) অ্যানিম্যাল হাজবেন্ড্রি, ভেটেরিনারি সায়েন্স ও মেডিক্যাল সায়েন্স (৮) সিভিল ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং৷ মেইন পরীক্ষায় সফল হলে ২৭৫ নম্বরের ইন্টারভিউ হবে৷ ফরেস্ট সার্ভিস মেইন পরীক্ষায় প্রথমপত্রে ৩০০ নম্বরের জেনারেল ইংলিশ, দ্বিতীয় পত্রে ৩০০ নম্বরের জেনারেল নলেজ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ পেপারের প্রতিটিতে ২০০ নম্বর করে থাকবে৷  অপশনাল বিষয় বাছতে হবে এই সব বিষয় থেকে— এগ্রিকালচার, এগ্রিকালচার ইঞ্জিনিযারিং, অ্যানিম্যাল হাজবেন্ড্রি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স, বটানি, কেমিস্ট্রি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ফরেস্ট্রি, জিওলজি, ম্যাথমেটিক্স, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফিজিক্স, স্ট্যাটিসটিক্স ও জুলজি৷ ইন্টারভিউতে থাকবে ৩০০ নম্বর৷ পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্র কলকাতা৷

নিয়োগ ক্যাডার: সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে নিয়োগ হবে এই সব ক্যাডারে— ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস ইন্ডিয়ান ফরেন সার্ভিস, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, ইন্ডিয়ান পি অ্যান্ড টি অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স সার্ভিস (গ্রুপ-‘এ’) ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস (গ্রুপ-‘এ’) ইন্ডিয়ান রেভেন্যু সার্ভিস (কাস্টমস অ্যান্ড সেন্ট্রাল এক্সাইজ, গ্রুপ-‘এ’) ইন্ডিয়ান ডিফেন্স অ্যাকাউন্টস সার্ভিস (গ্রুপ-‘এ’) ইন্ডিয়ান রেভেন্যু সার্ভিস (আই.টি, গ্রুপ-‘এ’) ইন্ডিয়ান অর্ডন্যান্স ফ্যাক্টরিস সার্ভিস (গ্রুপ-‘এ’, অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ক ম্যানেজার, অ্যাডমিনিস্ট্রেশন) ইন্ডিয়ান পোস্টাল সার্ভিস (গ্রুপ-‘এ’) ইন্ডিয়ান সিভিল অ্যাকাউন্টস সার্ভিস (গ্রুপ-‘এ’)  ইন্ডিয়ান রেলওয়ে অ্যাকাউন্টস সার্ভিস (গ্রুপ-‘এ’) ইন্ডিয়ান রেলওয়ে ট্রাফিক সার্ভিস (গ্রুপ-‘এ’) ইন্ডিয়ান রেলওয়ে পার্র্সেনেল সার্ভিস (গ্রুপ-‘এ’) পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি কমিশনার ইন রেলওয়ে প্রোটেকশন ফোর্স (গ্রুপ-‘এ’) ইন্ডিয়ান ডিফেন্স এস্টেটস সার্ভিস (গ্রুপ-‘এ’) ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস (জুনিয়র গ্রেড, গ্রুপ-‘এ’) ইন্ডিয়ান ট্রেড সার্ভিস (গ্রুপ-‘এ’) ইন্ডিয়ান কর্পোরেট ল সার্ভিস (গ্রুপ-‘এ’) আর্মড ফোর্সেস হেড কোয়াটার্স সিভিল সার্ভিস (গ্রুপ-‘বি’, সেকশন অফিসার্স গ্রেড), দিল্লি আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, দমন অ্যান্ড দিউ ও দাদরা অ্যান্ড নগর হাভেলি সিভিল সার্ভিস (গ্রুপ-‘বি’) দিল্লি আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, দমন অ্যান্ড দিউ ও দাদরা অ্যান্ড নগর হাভেলি পুলিশ সার্ভিস (গ্রুপ-‘বি’) পণ্ডিচেরী সিভিল সার্ভিস (গ্রুপ-‘বি’) পণ্ডিচেরী পুলিশ সার্ভিস (গ্রুপ-‘বি’)৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন http://www. upsconline.nic.in  ও http://www.upsc.gov.in ওয়েবসাইট৷

Official websitehttps://www.upsc.gov.in/

Get details: Indian Forest Service: Click Here

Civil Service: Click Here

Share it :