Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

NTA UGC NET Dec & June 2022 NOTIFICATION IS DECLARED / নেট পরীক্ষার মাধ্যমেকয়েকশো জুনিয়র রিসার্চ ফেলো ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর

Opening of the online portal for submission of Online Application Form for UGC-NET December 2021 and June 2022 (merged cycles).

Post: Assistant Professor, Junior Research Fellowship.

Eligibility:  Candidates who have secured at least 55% marks (without rounding off) in Master’s Degree or equivalent examination from universities/institutions recognized by UGC. OBC (NCL), SC, ST, PWD, Third gender category candidates who have secured at least 50% marks (without rounding off) in Master’s Degree or equivalent examination shall also be applicable.

Age: Post wise different.

Last Date of Online Application: 20th May, 2022 up to 11:50 pm.

………………………………………

পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে  জুনিয়র রিসার্চ ফেলোশিপ ও সহকারী অধ্যাপক হওয়ার পরীক্ষা ‘ইউজিসি নেট’- এর জন্য যোগ্য প্রার্থীদের থেকে অনলাইনে আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে৷ ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) পরীক্ষা দেবার জন্য অনলাইনে দরখাস্ত করতে হবে ২০মে, ২০২২ বিকেল ৫টার মধ্যে৷ বয়স: জুনিয়র রিসার্চ ফেলোশিপ পদের ক্ষেত্রে বয়স হতে হবে ১ জুন, ২০২২-এর হিসেবে ৩১বছরের মধ্যে (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা / মহিলা আবেদনকারীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন) ওবিসি (নন-ক্রিমি লেয়ার) প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন৷ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের ক্ষেত্রে বয়সের কোনো ঊধর্বসীমা নেই৷

শিক্ষাগত যোগ্যতা: ৫৫% নম্বর সহ এম.এসসি বা সমতুল ডিগ্রি / ইন্টিগ্রেটেড বি.এস-এম.এস / বি.এস – ৪ বছর / বি.ই / বি.টেক / বি.ফার্মা / এমবিবিএস পাশ হতে হবে (তঃজাঃ / তঃউঃজাঃ, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৫০% নম্বর)৷ ৫৫% নম্বরসহ বি.এসসি (অনার্স) বা সমতুল পাশ অথবা এম.এস – পিএইচডি প্রোগ্রামে নথিভুক্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৫০% নম্বর)৷ যে সকল ছেলেমেয়েরা মাস্টার ডিগ্রির চূড়ান্ত বর্ষে পড়ছেন বা পরীক্ষার ফল প্রকাশে দেরি আছে তারাও দরখাস্ত করতে পারবেন (আর এ ক্যাটেগরি হিসেবে)৷  যে সব পিএইচডি প্রাপ্ত প্রার্থীরা ১৯৯১ সালের ১৯ সেপ্ঢেম্বর-এর আগে মাস্টার ডিগ্রি পাশ করেছেন তাঁরা নেট পরীক্ষায় বসার ক্ষেত্রে ৫০% নম্বরের সুযোগপাবেন৷ কোড সহ নেট-এর বিষয় তালিকা হল-ইকোনমিক্স 801), পলিটিক্যাল সায়েন্স 802), ফিলোজফি 803), সাইকোলজি 804), সোশিয়োলজি 805), হিস্ট্রি 806), অ্যানথ্রোপলজি 807), কমার্স 808), এডুকেশন 809), সোশ্যাল ওয়ার্ক 810), ডিফেন্স অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ 811), হোম সায়েন্স 812), পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন 813), পপুলেশন স্টাডিজ 814), মিউজিক 815), ম্যানেজমেন্ট 816), মৈথিলি 817), বেঙ্গলি 818), হিন্দি 819), কন্নড় 820), মালয়ালম 821), ওড়িয়া 822), স্কাল্পচার 823), সংসৃকত 824), তামিল 825), তেলুগু 826), উর্দু 827), অ্যারাবিক 828), ইংলিশ 829), লিঙ্গুয়িস্টিক 830), চাইনিজ 831), ডোগরি 832), নেপালি 833), মণিপুরি 834), আসামিজ 835), গুজরাতি 836), মারাঠি 837), ফ্রেঞ্চ 838), স্প্যানিস 839), রাশিয়ান 840), পার্সিয়ান 841), রাজস্থানি 842), জার্মান 843), জাপানিজ 844), অ্যাডাল্ট এডুকেশন / কন্টিনিউয়িং এডুকেশন 845), অ্যান্ড্রাগজি / নন ফরমাল এডুকেশন 846), ফিজিক্যাল এডুকেশন 847), আরব কালচার অ্যান্ড ইসলামিক স্টাডি 848), ইন্ডিয়ান কালচার 849), লেবার ওয়েলফেয়ার / পার্সোনেল ম্যানেজমেন্ট / ইন্ডাস্ট্রিয়াল রিলেশন / লেবার অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার / হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট 850), ল 851), লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স 852), বুদ্ধিস্ট 853), কমপ্যারেটিভ স্টাডি অফ রিলিজিয়ন 854), মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম 855), পারফর্মিং আর্টস – ডান্স / ড্রামা / থিয়েটার 856), মিউজিয়োলজি অ্যান্ড কনজারভেশন 857), আর্কিওলজি 858), ক্রিমিনোলজি 859), ট্রাইবাল অ্যান্ড রিজিয়োনাল ল্যাঙ্গুয়েজ / লিটারেচার  860), ফোক লিটারেচার 861), কমপ্যারেটিভ লিটারেচার 862), সংসৃকত ট্রাডিশনাল সাবজেক্ট 863), জ্যোতিষ 864), সিদ্ধান্ত জ্যোতিষ 865), নব্য ব্যাকরণ 866), ব্যাকরণ 867), মীমাংসা 868), নব্য ন্যায় 869), সাংখ্য যোগ 870), তুলনাত্মক দর্শন 871), শুক্লা যজুর্বেদ 872), মধব বেদান্ত 873), ধর্মশাস্ত্র 874), সাহিত্য 875), পুরাণ ইতিহাস 876), অগম 877), উইমেন স্টাডিজ 878), ভিজ্যুয়াল আর্টস 879), ড্রয়িং অ্যান্ড পেইন্টিং 880), কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন 881), কোঙ্কনি 882), কাশ্মীরি 883), পালি 884), ফরেন্সিক সায়েন্স 885), সোশ্যাল মেডিসিন অ্যান্ড কমিউনিটি হেলথ 886), জিয়োগ্রাফি 887), হিস্ট্রি অফ আর্ট 888), অ্যাপ্লায়েড আর্ট 889), গ্রাফিক্স 890), ইলেকট্রনিক সায়েন্স 891), এনভায়রনমেন্টাল সায়েন্স 892), ইন্টারন্যাশনাল অ্যান্ড এরিয়া স্টাডিজ 893), প্রাকৃত 894), হিউম্যান রাইটস অ্যান্ড ডিউটিস 895), ট্যুরিজম অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট 896), পঞ্জাবি 897), অদ্বৈত বেদান্ত 898), বোড়ো 899), সাঁওতালি 900)৷

স্টাইপেন্ড: ন্যাশনাল এলিজিবিলিটি টেস্টের দ্বারা নির্বাচিত জুনিয়র রিসার্চ ফেলোশিপ প্রার্থীরা প্রতি মাসে ৩১,০০০ টাকা স্টাইপেন্ড পাবেন ২ বছরের জন্য৷ ২ বছর জুনিয়র রিসার্চ ফেলোশিপ পদে থাকার পর প্রার্থী যদি পিএইচডি হিসেবে রেজিস্টার্ড হয় তাহলে স্টাইপেন্ড বেড়ে হবে ৩৫,০০০ টাকা৷

প্রার্থী বাছাই পদ্ধতি: পরীক্ষা হবে অনলাইনে দু’টি পেপারে অবজেক্টিভ টাইপ ও মাল্টিপল চয়েজ প্রশ্ণপত্রে৷ পরীক্ষা চলাকালীন কোনও বিরতি থাকবে না৷ পরীক্ষা হবে কম্পিউটার টাইপ বেসড প্রশ্ণপত্রে৷ পরীক্ষার সময়সীমা হবে ৩ ঘণ্টা৷ প্রথম শিফটের সময়সীমা হবে সকাল ৯.৩০ থেকে দুপুর ১২.৩০ পর্যন্ত৷ দ্বিতীয় শিফটের সময়সীমা হবে দুপুর ২.৩০ থেকে বিকাল ৫.৩০ পর্যন্ত৷ নেগেটিভ মার্কিং থাকবে৷ পরীক্ষায় পাওয়া মোট নম্বরের উপর ভিত্তি করে জুনিয়র রিসার্চ ফেলোশিপ ও সহকারী অধ্যাপক পদের ক্ষেত্রে যোগ্যতা বিচার করা হবে৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে https://ugcnet.nta.nic.in  ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি জেপিজি / জেপিইজি ফরম্যাটে ১০ কেবি থেকে ২০০ কেবি ও সই জেপিজি / জেপিইজি ফরম্যাটে ৪ কেবি থেকে ৩০ কেবি ফাইল সাইজের মধ্যে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ১১০০ টাকা (ওবিসি-এনসিএল প্রার্থীদের জন্য ৫৫০ টাকা ও তঃজাঃ/ তঃউঃজাঃ/ শারীরিক প্রতিবন্ধী / রূপান্তরকামী প্রার্থীদের জন্য ২৭৫ টাকা) দরখাস্তের ফি জমা দিতে হবে অনলাইনে ক্রেডিট / ডেবিট কার্ড / নেট ব্যাঙ্কিং / ইউপিআই -এর মাধ্যমে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া / কানাড়া ব্যাঙ্ক / এইচডিএফসি ব্যাঙ্ক / আইসিআইসিআই ব্যাঙ্কে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official websitehttps://ugcnet.nta.nic.in

Get detailsClick Here

Share it :