Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

NTPC RECRUITING 48 TRAINEES / এনটিপিসি-তে ৪০ ট্রেনি

Advt. No. 05/2022

NTPC Limited invites application for the following post through GATE-2021.

Post: Engineering Executive Trainee

Total Vacancy: 40

Computer Science (CS)/Information Technology (IT)): 15 (UR-08, EWS-01, OBC-03, SC-02, ST-01)

Mining: 25 (UR-13, EWS-02, OBC-06, SC-03, ST-01)

Eligibility: Engineering degree in the relevant engineer branch with minimum 65% marks. Must have participated in GATE-2021 exam.

Age Limit: 27 years

Basic Pay: Rs. 40,000

Application Fee: Rs. 300 (SC/ST/PWD/XSM/Women are exempted)

Last Date of Online Application: 10 March 2022.

………………………………………………………………………………………

রাষ্ট্রায়ত্ত সংস্থা এনটিপিসি লিমিটেড গেট-২০২১ পরীক্ষার মাধ্যমে ইঞ্জিনিয়ারিং এক্সিকিউটিভ ট্রেনি পদে ৪০ জন নিয়োগ করবে৷ প্রার্থীকে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় কমপক্ষে ৬৫ শতাংশ নম্বর সহ (তপশিলি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ) বিই বা বিটেক / এএমআইই পাশ হতে হবে এবং অবশ্যই গেট-২০২১ পরীক্ষার্থী হতে হবে৷ বয়স হতে হবে ১০ মার্চ, ২০২২-এর হিসেবে ২৭ বছরের মধ্যে৷ ওবিসি-এনসিএল প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায় ৫ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর (তপশিলি হলে ১৫ বছর ও ওবিসি-এনসিএল হলে ১৩ বছর) বয়সের ছাড় পাবেন৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১০ মার্চ, ২০২২-এর মধ্যে৷

শাখা অনুযায়ী শূন্যপদ: (১) মাইনিং: ২৫ (জেনাঃ ১৩, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি-এনসিএল ৬, আর্থিকভাবে অনগ্রসর ২)

(২) কম্পিউটার সায়েন্স / ইনফরমেশন টেকনোলজি: ১৫ (জেনাঃ ৮, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি-এনসিএল ৩, আর্থিকভাবে অনগ্রসর ১)৷

মাইনিং শাখার প্রার্থীদের জন্য নির্দিষ্ট গেট-২০২১ পেপার- মাইনিং (কোড:MN)৷ কম্পিউটার সায়েন্স / ইনফরমেশন টেকনোলজি শাখার প্রার্থীদের জন্য নির্দিষ্ট গেট-২০২১ পেপার- কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (কোড:CS)৷

মূল বেতন : ৪০,০০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি:  অনলাইনে দরখাস্ত করতে হবে careers.ntpc.co.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীকে অবশ্যই সঠিক গেট-২০২১ রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে৷ দরখাস্ত ফি ৩০০ টাকা অনলাইনে বা অফলাইনে জমা করতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী ও মহিলাদের বেলায় কোনো দরখাস্ত ফি লাগবে না ৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্ট আউট নিয়ে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: গেট ২০২১ পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official Websitecareers.ntpc.co.in

Official Notification: https://careers.ntpc.co.in/main/folders/Archives/advt/05_22_NTPC_English_Large.pdf

Apply Online: https://careers.ntpc.co.in/2022_ET2021_ETITMIN_ADV_052022/hm.php

Share it :