Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

NTPC RECRUITING 50 EXECUTIVES / রাষ্ট্রায়ত্ত সংস্থায় ৬০ এক্সিকিউটিভ

Advt. No. 18/22

NTPC Ltd. is inviting applications for the following posts.

Post: Executive

Total Vacancy: 50

Eligibility: Degree / PG in relevant streams with working experience.

Age Limit: Post-wise different

Consolidated Pay: Post-wise different

Application Fee: Rs. 300 (SC/ST/PWD/XSM/Women are exempted)

Last Date of Online Application: 8th April, 2022.

………………………..

রাষ্ট্রায়ত্ত সংস্থা এনটিপিসি লিমিটেড এক্সিকিউটিভ পদে ৬০ জন নিয়োগ করবে তিন বছরের চুক্তিতে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২৯ জুলাই, ২০২২-এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) এক্সিকিউটিভ (আরই-সিভিল): কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিই/বিটেক ডিগ্রি পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৪ (জেনাঃ ৮, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর ১)৷

(২) এক্সিকিউটিভ (আরই-ইলেকট্রিক্যাল): কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিই/বিটেক ডিগ্রি পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৫ (জেনাঃ ৮, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর ১)৷

(৩) এক্সিকিউটিভ (কনট্রাক্ট সার্ভিসেস): কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ বিই/বিটেক ডিগ্রি ও ২ বছরের এমবিএ/পিজিডিএম পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিষয়ে এমবিএ/পিজিডিএম পাশ হলে অগ্রাধিকার পাওয়া যাবে৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ৩, ওবিসি ১)৷

(৪) এক্সিকিউটিভ ( অ্যাকাউন্টস): সিএ (ইন্টার) / সিএমএ (ইন্টার) যোগ্যতা থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷  বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ৩, ওবিসি ১)৷

(৫) এক্সিকিউটিভ (আরই-হাইড্রোজেন): কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ বিই/বিটেক ডিগ্রি পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ এমই/এমটেক পাশ হলে অগ্রাধিকার পাওয়া যাবে৷ বয়স: ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷

(৬) এক্সিকিউটিভ (আরই-সাব-স্টেশন ডিজাইন): কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিই/বিটেক ডিগ্রি পাশ হতে হবে৷ এমই/এমটেক পাশ হলে অগ্রাধিকার পাওয়া যাবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছর (এমই/এমটেক পাশের বেলায় ১ বছর) কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷

(৭) এক্সিকিউটিভ (ফিন্যান্স): সিএ / সিএমএ যোগ্যতা থাকতে হবে৷    সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷

(৮) এক্সিকিউটিভ (আরই-বিজনেস ডেভেলপমেন্ট): কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ বিই/বিটেক ডিগ্রি পাশ হতে হবে ও এমবিএ/পিজিডিএম বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷

(৯) এক্সিকিউটিভ (আরই-কমার্শিয়াল): কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ বিই/বিটেক ডিগ্রি পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ এমবিএ/পিজিডিএম পাশ হলে অগ্রাধিকার পাওয়া যাবে৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷

(১০) এক্সিকিউটিভ (আরই-প্রোজেক্ট ম্যানেজমেন্ট): কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ ইলেকট্রিক্যাল / মেকানিক্যাল / সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিই/বিটেক ডিগ্রি পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷

(১১) এক্সিকিউটিভ (আরই-এনার্জি এস্টিমেশন): কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ রিনিউবেল এনার্জি বা সমতুল বিষয়ে (উইন্ড সম্পর্কিত) ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ মাস্টার ডিগ্রি পাশ হলে অগ্রাধিকার পাওয়া যাবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছর (মাস্টার ডিগ্রির বেলায় ১ বছর) কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷

(১২) এক্সিকিউটিভ (আরই-উইন্ড): কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ রিনিউয়েবল এনার্জি বা সমতুল বিষয়ে (উইন্ড সম্পর্কিত) ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ মাস্টার ডিগ্রি পাশ হলে অগ্রাধিকার পাওয়া যাবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছর (মাস্টার ডিগ্রির বেলায় ১ বছর) কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷

(১৩) এক্সিকিউটিভ (আরই-সিস্টেম ইঞ্জিনিয়ারিং): কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিই/বিটেক ডিগ্রি পাশ হতে হবে৷ পিভি সোলার / আরই বিষয়ে এমই/এমটেক পাশ হলে অগ্রাধিকার পাওয়া যাবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছর (এমই/এমটেক পাশের বেলায় ১ বছর) কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷

(১৪) এক্সিকিউটিভ (আরই-সুইচইয়ার্ড): কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিই/বিটেক ডিগ্রি পাশ হতে হবে৷ পিভি সোলার / আরই বিষয়ে এমই/এমটেক পাশ হলে অগ্রাধিকার পাওয়া যাবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছর (এমই/এমটেক পাশের বেলায় ১ বছর) কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷

(১৫) এক্সিকিউটিভ (আরই-স্ট্রাকচার): স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং / অফশোর স্ট্রাকচার বিষয়ে এমই/এমটেক পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷

(১৬) এক্সিকিউটিভ (আরই-ফাউন্ডেশন): জিয়োটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং / সয়েল মেকানিকস অ্যান্ড ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার বিষয়ে এমই/এমটেক পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷

(১৭) এক্সিকিউটিভ (আরই-সিভিল-পিভি লেআউট): কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ সিভিল ইঞ্জিনিয়ারিং বা রিনিউয়েবল এনার্জি বিষয়ে বিই/বিটেক ডিগ্রি পাশ হতে হবে৷ এমই/এমটেক পাশ হলে অগ্রাধিকার পাওয়া যাবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷

(১৮) এক্সিকিউটিভ (আরই-ইলেকট্রিক্যাল-পিভি লেআউট): কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ ইলেকট্রিক্যাল / সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিই/বিটেক ডিগ্রি পাশ হতে হবে৷ এমই/এমটেক পাশ হলে অগ্রাধিকার পাওয়া যাবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছর (এমই/এমটেক পাশের বেলায় ১ বছর) কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷

(১৯) এক্সিকিউটিভ (আরই- ল্যান্ড অ্যাকুইজিশন): কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ পোস্ট গ্র্যাজুয়েট হলে অগ্রাধিকার পাওয়া যাবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷

(২০) এক্সিকিউটিভ (হিউম্যান রিসোর্সেস): গ্র্যাজুয়েট হতে হবে ও হিউম্যান রিসোর্সেস / ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস / পার্সোনেল ম্যানেজমেন্ট বিষয়ে স্পেশালাইজেশনসহ কমপক্ষে ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি / পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা / পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন ম্যানেজমেন্ট পাশ হতে হবে বা সোশ্যাল ওয়ার্ক বিষয়ে মাস্টার ডিগ্রি বা এমএইচআরওডি বা  হিউম্যান রিসোর্সেস বিষয়ে স্পেশালাইজেশনসহ এমবিএ পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷

(২১) এক্সিকিউটিভ (পি অ্যান্ড এস): কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ বিই/বিটেক ডিগ্রি পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷

(২২) এক্সিকিউটিভ (কিউএ): কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ ইলেকট্রিক্যাল / ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং শাখায় বিই/বিটেক ডিগ্রি পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷

(২৩) এক্সিকিউটিভ (আইটি): কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ কম্পিউটার সায়েন্স / ইনফরমেশন টেকনোলজি বিষয়ে বিই/বিটেক ডিগ্রি পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷

(২৪) এক্সিকিউটিভ (সেফটি): কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ ইলেকট্রিক্যাল / মেকানিক্যাল / সিভিল ইঞ্জিনিয়ারিং শাখায় বিই/বিটেক ডিগ্রি পাশ হতে হবে বা কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ ইন্ডাস্ট্রিয়াল সেফটি / ফায়ার অ্যান্ড সেফটি বিষয়ে ফুল টাইম ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷

এককালীন বেতন: এক্সিকিউটিভ (আরই-হাইড্রোজেন) পদের বেলায় ১,২৫,০০০ টাকা ও অন্যান্য পদের বেলায় ৯০,০০০ টাকা৷  উল্লিখিত সকল পদের ক্ষেত্রে ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায় ৫ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷

আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে careers.ntpc.co.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্ত ফি ৩০০ টাকা অনলাইনে বা অফলাইনে জমা করতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী ও মহিলাদের বেলায় কোনো দরখাস্ত ফি লাগবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের (রেজিস্ট্রেশন নম্বর সহ) ১ কপি প্রিন্ট আউট নিয়ে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official Website:  https://careers.ntpc.co.in

Official Notification: click here

Apply Online: click here

Share it :