Advt. No. 09/2022
The National Water Development Agency invites online applications from the eligible candidates who have a valid GATE-2020 / GATE – 2021 score card for the following post.
Post: Assistant Engineer (Group-B).
Total vacancy: 9 (UR: 4, SC: 1, OBC: 3, EWS: 1).
Eligibility: a degree in civil engineering and a valid score card of GATE-2020/GATE-2021.
Age: 21 to 27 years old.
Pay scale: 44,900/- to 1, 42,400/-.
Last date of online application: 4th April, 2022.
………………………………………………………………………………………
কেন্দ্রীয় সরকারের জলশক্তি মন্ত্রকের অধীন ন্যাশনাল ওয়াটার ডেভেলপমেন্ট এজেন্সি ‘অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (গ্রুপ-বি)’ পদে ৯ জন ছেলেমেয়েনিয়োগ করবে৷ প্রার্থীদের অবশ্যই ২০২০ বা ২০২১ সালের গেট পরীক্ষায় পাশ করে থাকতে হবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ৪ এপ্রিল, ২০২২ এর মধ্যে৷ শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ২১ থেকে ২৭ বছরের মধ্যে (ওবিসি প্রার্থীরা ৩ বছর ও তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন)৷ শূন্যপদ: ৯ (জেনাঃ ৪, তঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.nwda.gov.in ওয়েবসাইটে ৷এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ৮৪০ টাকা (তঃজাঃ / আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী / মহিলা প্রার্থীদের বেলায় ৫০০ টাকা) অনলাইনে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে জমা দিতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: গেট পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে শর্টলিস্ট করা প্রার্থীদের পার্সোনাল ইন্টারঅ্যাকশন / গ্রুপ ডিসকাশনের জন্য ডাকা হবে৷ মোট শূন্যপদের ১০ গুণ প্রার্থীকে পার্সোনাল ইন্টারঅ্যাকশন / গ্রুপ ডিসকাশনে ডাকা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: http://nwda.gov.in/content/innerpage/vacancydetails.php
Get details: Click Here
Apply online: Click Here