Indian Armed Forces invites online applications from eligible female candidates for the following posts.
Post: Short Service Commissioned Officer in Military Service 2023-24
Eligibility: M.Sc. Nursing / PB Nursing / B.Sc. Nursing
Age-limit: Candidate should born between 25/12/1988 to 26/12/2002
Application Fee: Rs. 900
Last Date of Online Application: 26/12/2023
প্রতিরক্ষা বাহিনীতে নার্সিং অফিসার নিয়োগ
ভারতীয় সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীতে মিলিটারি নার্সিং সার্ভিসের অধীনে মহিলা প্রার্থীদের শর্ট সার্ভিস কমিশনড অফিসার পদে নিয়োগ করা হবে। অনলাইনে দরখাস্ত করতে হবে ২৬ ডিসেম্বর, ২০২৩-এর মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা: ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অনুমোদিত বিএসসি নার্সিং / পোস্ট বেসিক বিএসসি নার্সিং/ এমএসসি নার্সিং কোর্স পাশ হতে হবে এবং স্টেট নার্সিং কাউন্সিলের অধীনে নার্স ও মিড ওয়াইফ হিসেবে নাম নথিভুক্ত থাকতে হবে।
বয়স: ২৬ ডিসেম্বর, ২০২৩ অনুযায়ী ২১ থেকে ৩৫ বছরের মধ্যে। প্রার্থীর জন্মতারিখ হতে হবে ২৫ ডিসেম্বর, ১৯৮৮ থেকে ২৬ ডিসেম্বর ২০০২-এর মধ্যে৷
আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে www.nta.ac.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের ফি ৯০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, ইন্টারভিউ ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে। অতিরিক্ত তথ্যের জন্য দেখুন ওয়েবসাইট https://joinindianarmy.nic.in।
Official Website: https://joinindianarmy.nic.in
Official Notification: Click Here





