Advt. No. 8/2022(R&P)
Oil and Natural Gas Corporation Ltd. invites online applications for the following posts.
Post: Finance & Accounts Officer, F & A Officer (Secretariat Executive), Marine Officer.
Total vacancy: 56
Eligibility: post-wise different
Age-limit: 30 as on 7/11/2022.
Pay Scale: Rs. 60,000 to Rs. 1,80,000 along with other allowances.
Application Fee: Rs. 300 (SC/ST/PWBD candidates are exempted)
Last Date of Online Application: 7/11/2022
………………….
অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার, এফ অ্যান্ড এ অফিসার (সেক্রেটারিয়েট এক্সিকিউটিভ) ও মেরিন অফিসার পদে ৫৬ জন এক্সিকিউটিভ নিয়োগ করবে৷ প্রার্থীদের অবশ্যই ২০২২ সালের গেট পরীক্ষা পাশ করে থাকতে হবে৷ বয়স হতে হবে ৭ নভেম্বর, ২০২২ অনুযায়ী ৩০ বছরের মধ্যে৷ ওবিসি-এনসিএল প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর (ওবিসি-এনসিএল প্রার্থীরা ১৩ বছর, তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ১৫ বছর বয়সের ছাড় পাবেন৷ বেতনক্রম হবে ৬০,০০০ টাকা থেকে ১,৮০,০০০ টাকা ও অন্যান্য ভাতা৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৭ নভেম্বর, ২০২২ এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার: আইসিডব্লূএ / সিএ সহ গ্র্যাজুয়েট হতে হবে বা কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ ফিন্যান্স বিষয়ে স্পেশালাইজেশন সহ এমবিএ পাশ হতে হবে বা কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ আইআইএম থেকে পিজিডিএম / এমবিএ পাশ হতে হবে৷ শূন্যপদ: ৪৮ (জেনাঃ ২২, তঃজাঃ ৭, তঃউঃজাঃ ৩, ওবিসি ১১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৫)৷
(২) এফ অ্যান্ড এ অফিসার (সেক্রেটারিয়েট এক্সিকিউটিভ): আইসিএসআই থেকে ফাইনাল পরীক্ষায় পাশ হতে হবে ও আইসিএসআই-এর অ্যাসোসিয়েট/ফেলো মেম্বার হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ৩, তঃউঃজাঃ ১)৷
(৩) মেরিন অফিসার: পরিবহণ মন্ত্রক প্রদত্ত কম্পিটেন্সি অফ মাস্টার ফরেন গোয়িং-এর সার্টিফিকেট পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ৩, ওবিসি ১)৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.ongcindia.com ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা প্রয়োজন৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা রঙিন পাসপোর্ট ছবি (২০ থেকে ৫০ কেবি সাইজের মধ্যে) ও সই (১০ থেকে ২০ কেবি সাইজের মধ্যে) জেপিজি / জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্ত ফি ৩০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: কম্পিউটার ভিত্তিক পরীক্ষা ও ইন্টারভিউ-এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ পশ্চিমবঙ্গের পরীক্ষাকেন্দ্র- কলকাতা৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: www.ongcindia.com
Official Notification: Click Here