Advt. No. CC/09/2022
Power Grid Corporation of India Limited (PGCIL) is inviting application for the recruitment to following posts on contractual basis.
Post: Field Engineer (Electrical/Electronics & Communication/IT), Field Supervisor (Electrical/ Electronics & Communication).
Total vacancy: 800
Eligibility: B.E/ B.Tech/ B.Sc (Engg.)/ 3 years Diploma with minimum 55% marks.
Age-limit: 29 years as on 11.12.2022
Pay-scale: Field Supervisor- Rs 23,000 – Rs.1,05,000, Field Engineer- Rs 30,000 – Rs. 1,20,000.
Application Fee: Field Engineer – Rs. 400, Field Supervisor – Rs. 300.
Last date of online application: 11/12/2022
…………………………………..
কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ মন্ত্রকের অধীনস্থ সংস্থা পাওয়ারগ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড ফিল্ড সুপারভাইজার ও ফিল্ড ইঞ্জিনিয়ার পদে ৮০০ জন নিয়োগ করবে ২ বছরের চুক্তির ভিত্তিতে। বয়স হতে হবে ১১ ডিসেম্বর, ২০২২ অনুযায়ী ১৮ থেকে ২৯ বছরের মধ্যে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১১ ডিসেম্বর, ২০২২-এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) ফিল্ড সুপারভাইজার (ইলেকট্রিক্যাল) (পোস্ট কোড ২১১): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ ইলেকট্রিক্যাল / ইলেকট্রিক্যাল (পাওয়ার) / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স / পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ারিং / পাওয়ার ইঞ্জিনিয়ারিং (ইলেকট্রিক্যাল) শাখায় ৩ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় পাশ নম্বর থাকলেই আবেদনের যোগ্য৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ৪৮০ (জেনাঃ ১৯৫, তঃজাঃ ৭২, তঃউঃজাঃ ৩৬, ওবিসি-এনসিএল ১২৯, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৪৮)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১৯টি পদ ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ৬৯টি পদ সংরক্ষিত রয়েছে। বেতনক্রম: ২৩,০০০ টাকা থেকে ১,০৫,০০০ টাকা৷
(২) ফিল্ড সুপারভাইজার (ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন) (পোস্ট কোড ২১২): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল কমিউনিকেশন / টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং শাখায় ৩ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় পাশ নম্বর থাকলেই আবেদনের যোগ্য৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ২৪০ (জেনাঃ ৯৮, তঃজাঃ ৩৬, তঃউঃজাঃ ১৮, ওবিসি-এনসিএল ৬৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২৪)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৯টি পদ ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ৩৫টি বেতনক্রম পদ সংরক্ষিত রয়েছে। বেতনক্রম: ২৩,০০০ টাকা থেকে ১,০৫,০০০ টাকা৷
(৩) ফিল্ড ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল) (পোস্ট কোড ২০৮): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ ইলেকট্রিক্যাল / ইলেকট্রিক্যাল (পাওয়ার) / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স / পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ারিং / পাওয়ার ইঞ্জিনিয়ারিং (ইলেকট্রিক্যাল) শাখায় বিই / বিটেক / বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় পাশ নম্বর থাকলেই আবেদনের যোগ্য৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ৫০ (জেনাঃ ২২, তঃজাঃ ৭, তঃউঃজাঃ ৩, ওবিসি-এনসিএল ১৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৪)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ২টি পদ ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ৭টি পদ সংরক্ষিত রয়েছে। বেতনক্রম: ৩০,০০০ টাকা থেকে ১,২০,০০০ টাকা৷
(৪) ফিল্ড ইঞ্জিনিয়ার (ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন) (পোস্ট কোড ২০৯): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল কমিউনিকেশন / টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং শাখায় বিই / বিটেক / বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় পাশ নম্বর থাকলেই আবেদনের যোগ্য৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ১৫ (জেনাঃ ৭, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি-এনসিএল ৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ২টি পদ সংরক্ষিত রয়েছে। বেতনক্রম: ৩০,০০০ টাকা থেকে ১,২০,০০০ টাকা৷
(৫) ফিল্ড ইঞ্জিনিয়ার (আইটি) (পোস্ট কোড ২১০): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ কম্পিউটার সায়েন্স / কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন টেকনোলজি শাখায় বিই / বিটেক / বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় পাশ নম্বর থাকলেই আবেদনের যোগ্য৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ১৫ (জেনাঃ ৭, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি-এনসিএল ৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ২টি পদ সংরক্ষিত রয়েছে। বেতনক্রম: ৩০,০০০ টাকা থেকে ১,২০,০০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.powergrid.in ওয়েবসাইটের মাধ্যমে। এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি (৫০ কেবি) ও সই (৩০ কেবি) জেপিজি ফরম্যাটে এবং জন্ম প্রমাণপত্র (১ এমবি সাইজের মধ্যে), সমস্ত বর্ষের/সেমেস্টারের মার্কশিটসহ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট (১০ এমবি সাইজের মধ্যে), অভিজ্ঞতার প্রমাণপত্র (১ এমবি সাইজের মধ্যে), কাস্ট সার্টিফিকেট (১ এমবি সাইজের মধ্যে), শারীরিক প্রতিবন্ধকতার প্রমাণপত্র (১ এমবি সাইজের মধ্যে) পিডিএফ ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ফিল্ড ইঞ্জিনিয়ার পদের বেলায় ৪০০ টাকা ও ফিল্ড সুপারভাইজার পদের বেলায় ৩০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম ১ কপি প্রিন্ট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: ফিল্ড ইঞ্জিনিয়ার পদের বেলায় প্রার্থী বাছাই হবে স্ক্রিনিং টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷ যদি বেশি দরখাস্ত জমা না পড়ে তবে সরাসরি ইন্টারভিউ নেওয়া হতে পারে৷ ফিল্ড সুপারভাইজার পদের বেলায় প্রার্থী বাছাই হবে দরখাস্তের ভিত্তিতে ডাকা প্রার্থীদের স্ক্রিনিং টেস্টের মাধ্যমে৷ ১ ঘণ্টা সময়সীমার স্ক্রিনিং টেস্টে থাকবে টেকনিক্যাল নলেজ টেস্ট ও অ্যাপ্টিটিউড টেস্ট। টেকনিক্যাল নলেজ টেস্টে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং বিষয় থেকে ৫০টি প্রশ্ন থাকবে৷ অ্যাপ্টিটিউড টেস্টে ২৫ টি প্রশ্ন থাকবে এইসব বিষয়ের উপর- লজিক্যাল রিজনিং, ডেটা ইন্টারপ্রিটেশন, কম্প্রিহেনশন, ভোক্যাবুলারি, ডেটা সাফিসিয়েন্সি ও নিউমেরিক্যাল এবিলিটি৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লেখিত ওয়েবসাইট দেখুন৷
Official website: https://www.powergridindia.com/
Official Notification:Click Here