Punjab National Bank invites application for the following post for its Kolkata West Circle.
Post: Peon
Total Vacancy: 16 (Kolkata- 8, Howrah- 8)
Eligibility: Higher Secondary pass, Proficiency in reading & speaking English, Must be a resident of the concerned district.
Age Limit: 18 to 24 years as on 01-01-2022
Basic Pay: Rs.14500/- to Rs.28145/- + other allowances
Last Date of Receipt of Application: 23rd March 2022.
…………………………………………………………..
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের কলকাতা পশ্চিম সার্কেল পিওন পদে ১৬ জন নিয়োগ করবে৷ দরখাস্ত পাঠাতে হবে ২৩ মার্চ, ২০২২-এর মধ্যে৷ যোগ্যতা: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে, সঙ্গে ইংরাজি লেখা ও পড়ার দক্ষতা থাকা আবশ্যক৷ প্রার্থীদের অবশ্যই সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে৷ ওবিসি ৩ বছর, তপশিলি সম্প্রদায় ৫ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর (তপশিলি হলে ১৫ বছর ও ওবিসি হলে ১৩ বছর) বয়সের ছাড় পাবেন৷ শূন্যপদ: মোট- ১৬৷ হাওড়া- ৮ (জেনাঃ ৩, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর ১), কলকাতা- ৮ (জেনাঃ ৩, তঃজাঃ ২, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ বেতন: ১৪,৫০০ টাকা থেকে ২৮,১৪৫ টাকা ও অন্যান্য ভাতা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে www.pnbindia.in ওয়েবসাইটে প্রদত্ত নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা স্ব-প্রত্যয়িত পাসপোর্ট ছবি নির্দিষ্ট জায়গায় সেঁটে দিতে হবে৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্তের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, সুকল/কলেজ লিভিং সার্টিফিকেট, ঠিকানার প্রমাণপত্র, সচিত্র পরিচয়পত্র, সংশ্লিষ্ট জেলার ডোমিসাইল সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র (যদি প্রযোজ্য হয়), এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন কার্ড (যদি প্রযোজ্য হয়), শারীরিক প্রতিবন্ধকতার প্রমাণপত্র (যদি প্রযোজ্য হয়) ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্রের স্ব-প্রত্যয়িত প্রতিলিপি একত্রে নিজের নাম-ঠিকানা লেখা একটি খামে ভরে তার উপর “RECRUITMENT OF PEON IN SUB-ORDINATE CADRE” লিখে স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় —The Chief Manager, HRD department, Punjab National Bank, Human Resource Department, Circle Office Kolkata West United Tower 3rd Floor, 11, Hemant Basu Sarani, Kolkata – 700001৷
প্রার্থী বাছাই পদ্ধতি: শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official Website: www.pnbindia.in
Official Notification: Click Here