Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

PNB HIRING 6 PEONS / পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে মালদা সার্কেলে পিওন

Punjab National Bank invites application for the following post for its Malda Circle.

Post: Peon

Total Vacancy: 6 (Malda- 5, Uttar Dinajpur- 1)

Eligibility: Higher Secondary pass, Proficiency in reading & speaking English, Must be a resident of the concerned district.

Age Limit: 18 to 24 years as on 01-01-2022

Basic Pay: Rs.14500/- to Rs.28145/- + other allowances

Last Date of Receipt of Application: 22nd April, 2022 till 5pm.

……………………………………………..

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের মালদা সার্কেল পিওন পদে ৬ জন নিয়োগ করবে৷ দরখাস্ত পাঠাতে হবে ২২ এপ্রিল, ২০২২ বিকেল ৫ টা-র মধ্যে৷

যোগ্যতা: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে, সঙ্গে ইংরাজি লেখা ও পড়ার দক্ষতা থাকা আবশ্যক৷ প্রার্থীদের অবশ্যই সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে৷ ওবিসি ৩ বছর, তপশিলি সম্প্রদায় ৫ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রাার্থীরা ১০ বছর (তপশিলি হলে ১৫ বছর ও ওবিসি হলে ১৩ বছর) বয়সের ছাড় পাবেন৷ শূন্যপদ: মোট- ৬৷ মালদা- ৫ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি ১)৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ১ টি পদ সংরক্ষিত৷ উত্তর দিনাজপুর – ১ (অসংরক্ষিত)৷ বেতন: ১৪,৫০০ টাকা থেকে ২৮,১৪৫ টাকা ও অন্যান্য ভাতা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হে www.pnbindia.in ওয়েবসাইটে প্রদত্ত বিজ্ঞপ্তি অনুযায়ী নির্দিষ্ট তথ্যাদি উল্লেখ করার মাধ্যমে৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা  স্ব-প্রত্যয়িত পাসপোর্ট ছবি নির্দিষ্ট জায়গায় সেঁটে দিতে হবে৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্তের সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মার্কশিট সহ শিক্ষাগত যোগ্যতার যাবতীয় মার্কশিট ও সার্টিফিকেট, সুকল/কলেজ লিভিং সার্টিফিকেট, সচিত্র পরিচয়পত্র, স্থায়ী বাসস্থানের প্রমাণপত্র বা ডিসট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন কার্ড (ডোমিসাইল সার্টিফিকেট হিসেবে), আধার কার্ড, জাতিগত শংসাপত্র (যদি প্রযোজ্য হয়), জন্ম প্রমাণপত্র ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্রের স্ব-প্রত্যয়িত প্রতিলিপি একত্রে একটি খামে ভরে তার উপর ‘Application for the post of PEON in Subordinate Cadre 2021-22 লিখে স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় – Chief Manager, HRD Department, Punjab National Bank, Circle Office Malda, PS English bazar, West Bengal -732101৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official Website: www.pnbindia.in

Official Notification:  Click Here

 

Share it :