Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

POWER FINANCE CORPORATION LIMITED – 41 / পাওয়ার ফিন্যান্স কর্পোরেশনে ৪১ কো-অর্ডিনেটর ও টেকনিশিয়ান

Advertisement No: 01/Contract/2020

POWER FINANCE CORPORATION LIMITED

RECRUITMENT OF PROJECT COORDINATORS/ CONSULTANT (TECHNICAL I/II) ON CONTRACT BASIS FOR IMPLEMENTATION OF INTEGRATED POWER DEVELOPMENT SCHEME (A PRIORITY SCHEME OF GOVERNMENT OF INDIA)

Post : Project Coordinator , Consultant Technical-I , Consultant Technical-II .

Eligibility: (i) Project Coordinator: B.E./ B.Tech. (Electrical/ Electronics & Communication / IT/ Computer Science) . Experience :Minimum 5 Years of relevant post qualification experience:

Experience in coordinating/ monitoring/ implementation of large scale projects in Power Distribution Sector .Desirable: Experience of IT implementation in State Power Distribution Utilities.

(ii)Consultant Technical-I : B.E./ B.Tech. (Electrical/ Electronics & Communication/IT/ Computer Science) .Experience :Minimum 5 Years of relevant post qualification experience: Experience in project management/ implementation of large scale Projects in Power Distribution Sector. Desirable:Experience of IT implementation in State power distribution sector.

(iii)Consultant Technical-II : B.E./B.Tech (IT/ Computer Science) / MCA .Experience : More than 3 years post qualification experience in C#, ASP.NET/ .NET Core, MVC/ Web Forms/ Web API, Web Services, XML/ JSON, JavaScript / jQuery, LINQ and SQL/ MySQL Server . Experience in developing mobile /web applications using AngularJS, Bootstrap .

Age : 21-45 Years.

Total Vacancy : 41.

(i) Project Coordinator: 34

(ii)Consultant Technical-I : 06

(iii)Consultant Technical-II : 01

Salary : (i) Above 1 year and upto 5 years experience : 61,000/-

(ii) Above 5 Years experience : 68,000/-

Online Application Closing Date:18 January 2021 (17.00 hours).

Website : www.pfcindia.com

………………………………………………………………………………………………………………

পাওয়ার ফিন্যান্স কর্পোরেশন লিমিটেডপ্রোজেক্ট কো-অর্ডিনেটর, কনসালট্যান্ট টেকনিশিয়ান-১ ও কনসালট্যান্ট টেকনিশিয়ান-২ পদে ৪১ জন ছেলেমেয়ে নিয়োগ করবে চুক্তি ভিত্তিতে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১৮ জানুয়ারি, ২০২১ বিকেল ৫টার মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) প্রোজেক্ট কো-অর্ডিনেটর : ইলেক্ট্রিক্যাল / ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / আইটি / কম্পিউটার সায়েন্সে বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : ২১ থেকে ৪৫ বছরের মধ্যে৷ শূন্যপদ:  ৩৪৷

(২) কনসালট্যান্ট টেকনিশিয়ান-১ : ইলেক্ট্রিক্যাল / ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / আইটি / কম্পিউটার সায়েন্সে বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : ২১ থেকে ৪৫ বছরের মধ্যে৷ শূন্যপদ:  ৬৷

(৩) কনসালট্যান্ট টেকনিশিয়ান-২ : আইটি / কম্পিউটার সায়েন্সে বি.ই / বি.টেক অথবা এমসিএ পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : ২১ থেকে ৪৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷

বেতনক্রম : ১ থেকে ৫ বছর পর্যন্ত কাজের অভিজ্ঞতা থাকলে বেতন হবে প্রতি মাসে ৬১,০০০ টাকা ও ৫ বছরের বেশি কাজের অভিজ্ঞতা থাকলে বেতন হবে প্রতি মাসে ৬৮,০০০ টাকা৷

সব পদের বেলায় সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.pfcindia.com ওয়েবসাইটে৷প্রার্থীর অবশ্যই একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই আপলোড করতে হবে৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে তার সঙ্গে নিম্নলিখিত নথিগুলির স্বপ্রত্যয়িত প্রতিলিপি স্ক্যান করে আপলোড করতে হবে — বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার মার্কসিট ও শংসাপত্র, জাতিগত শংসাপত্র, অভিজ্ঞতার শংসাপত্র৷ দরখাস্তের ফি ১০০ টাকা অনলাইনে ডেবিট / ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দিতে পারবেন৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের কোনও ফি লাগবেনা৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লিখিত ওয়েবসাইট দেখুন৷­

Click Here To Download The Official Notification: Get Details

Share it :