Advt. No. CC / 03/ 2025
Powergrid Corporation of India Limited invite online application for the following post.
Post: Field Engineer, Field Supervisor.
Total Vacancy: 1543.
Eligibility: Full Time B.E./ B.Tech/ B.Sc (Engg.) / Diploma in relevant discipline from recognized University/ Institute.
Age Limit: within 29 years (as on 17/09/2025).
Pay Scale: post wise different.
Last Date of Online Application: 17th September, 2025
………………………………………………..
পাওয়ারগ্রিডে ১৫৪৩ ফিল্ড ইঞ্জিনিয়ার ও ফিল্ড সুপারভাইজার
পাওয়ারগ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড ফিল্ড ইঞ্জিনিয়ার ও ফিল্ড সুপারভাইজার পদে ১৫৪৩ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ নিয়োগ হবে পাওয়ারগ্রিড কমন এফটিই রিটেন টেস্ট ২০২৫ পরীক্ষার মাধ্যমে৷ বয়স: ১৭ সেপ্টেম্বর, ২০২৫ অনুযায়ী ২৯ বছরের মধ্যে৷ ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর (ওবিসি হলে ১৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ হলে ১৫ বছর) বয়সের ছাড় পাবেন৷ প্রাথমিক ভাবে ২৪ মাসের চুক্তির ভিত্তিতে এই নিয়োগ হবে যা পরে কাজের দক্ষতার উপর বিবেচনা করে ১ থেকে ৩ বছর পর্যন্ত বাড়তে পারে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৭ সেপ্টেম্বর, ২০২৫ এর মধ্যে৷
যোগ্যতা: বি.ই / বি.টেক / বি.এসসি ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷(পদ অনুযায়ী বিভিন্ন)।
আবেদন : আগ্রহী প্রার্থীদের প্রথমে https://nationalskillsregistry.com ওয়েবসাইটে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে ও প্রাপ্ত রেজিস্ট্রেশন নম্বর লিখে রাখতে হবে৷ এরপর ওই রেজিস্ট্রেশন নম্বর নিয়ে অনলাইে দরখাস্ত করতে হবে www.powergrid.in ওয়েবসাইটে৷
Official Website: https://www.powergrid.in/
Official Notification: Click Here
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (৩/ ৯ /২০২৫)।