Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

Public Service Commission – 7 GEO-HYDROLOGICAL/GEOLOGICAL ASSISTANT / রাজ্যের জলসম্পদ উন্নয়ন বিভাগে জিওলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট

Advertisement No. 16/2020

Online applications are hereby invited from Indian Citizens and such other nationals declared eligible by Government of India for recruitment of the post of Geo-Hydrological/Geological Assistant.

Post :Geo-Hydrological/Geological Assistant.

Eligibility :2nd class Honours Degree or Master’s Degree in Geology or Applied Geology from a recognised University or its equivalent.

Age (As on 1/11/20) :Not more than 39 years.

Total Vacancy: 7 (U.R- 2, S.C- 1, S.T- 2, OBC A – 1, OBC B- 1).

Salary :Rs. 33,400 – 86,100 (Level – 11) and other allowances.

 Online application closing date: 5 January, 2021.

Website :https://wbpsc.gov.in/

………………………………………………………………………………………………………………

রাজ্যের জলসম্পদ উন্নয়ন বিভাগে ‘জিও-হাইড্রোলজিক্যাল / জিওলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট’ পদে ৭ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন৷ প্রার্থীদের অবশ্যই বাংলা ভাষায় লিখতে, পড়তে ও বলতে জানতে হবে (নেপালি মাতৃভাষা প্রার্থীদের বেলায় প্রযোজ্য নয়)৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১৬ ডিসেম্বর, ২০২০ থেকে ৫ জানুয়ারি, ২০২১ এর মধ্যে৷

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে জিওলজি / অ্যাপ্লায়েড জিওলজিতে দ্বিতীয় শ্রেণির অনার্স গ্র্যাজুয়েট বা মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২০ এর হিসেবে ৩৯ বছরের মধ্যে৷ রাজ্যের ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন৷ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় বয়সের ঊধর্বসীমা ৪৫ বছর৷ শূন্যপদ: ৭ (জেনাঃ ২, তঃজাঃ ১, তঃউঃজাঃ ২, ওবিসি-এ ১, ওবিসি-বি ১)৷ বেতনক্রম: ৩৩,৪০০ টাকা থেকে ৮৬,১০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনেwww.wbpsc.gov.in   ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ১৬০ টাকা (জিএসটি অতিরিক্ত) অফলাইন / অনলাইনে জমা দিতে হবে৷ রাজ্যের তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নেবেন৷ পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি:  প্রার্থী বাছাই হবে পার্সোনালিটি টেস্টের মাধ্যমে৷ প্রচুর সংখ্যক দরখাস্ত জমা পড়লে তখন একটি প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট নেওয়া হবে ও সফল প্রার্থীদের পার্সোনালিটি টেস্টে ডাকা হবে৷ প্রিলিমিনারি পরীক্ষায় সফল হওয়ার জন্য জেনারেল প্রার্থীদের ৪% নম্বর, ওবিসি প্রার্থীদের৩% নম্বর, তপশিলি জাতির প্রার্থীদের ৩% নম্বর ও তপশিলি উপজাতির প্রার্থীদের ৩% নম্বর পেতে হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Click Here To Download The Official Notification: Get Details

Share it :