Applications are being invited from women candidates (married / divorced / widow) to fill up the vacancies of the post of ASHA Workers in various blocks of Haldia, Tamluk, Egra & Contai sub-divisions of Purba Medinipur district.
Post: ASHA Workers
Total Vacancy: 93
Bhagwanpur II block – 7
Chandipur block – 11
Egra I block – 6
Egra II block – 5
Khejuri I block – 9
Khejuri I block – 18
Kolaghat block – 6
Moyna block – 12
Nandigram I block – 8
Patashpur II block – 5
Sutahata block – 6
Eligibility: Appeared in Madhyamik Exam.
Age limit: 30 years to 40 years (22 years to 40 years for SC/ST/OBC candidates)
Last Date of Receipt of Application: 24th December, 2021 up to 5 pm
…………………………………………………………
পূর্ব মেদিনীপুর জেলার তমলুক, হলদিয়া, এগরা ও কাঁথি মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকের গ্রামগুলিতে ৯৩ জন আশা কর্মী নিয়োগ করা হবে৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২১-এর হিসেবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীদের বয়স সীমা হতে হবে ২২ থেকে ৪০ বছরের মধ্যে৷ দরখাস্ত পাঠাতে হবে ২৪ ডিসেম্বর, ২০২১ বিকেল সাড়ে ৫টার মধ্যে৷ যোগ্যতা : বিবাহিতা / বিধবা / বিবাহ বিচ্ছিনা মহিলারা আবেদনের যোগ্য৷ প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের বাসিন্দা হতে হবে ও মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় অবতীর্ণ হতে হবে৷
মহকুমা, ব্লক, গ্রাম পঞ্চায়েত ও গ্রাম অনুযায়ী শূন্যপদ :(I) তমলুক মহকুমা : (ক) ময়না ব্লক – ১২৷ (১) ময়না-I : গারসাফাত – ১৷ (২) ময়না-II : পূর্ব দোবান্দি পাতনা – ১৷ (৩) তিলখোজা : জানবেরিয়া – ১, তিলখোজা – ১৷ (৪) গোকুল নগর : বসন্তচক – ১, রসিকপুর – ১৷ (৫) পরমান্দপুর : মাথুরিচক – ১৷ (৬) গোজিনা : কলাগাছিয়া – ১, কৃপানন্দপুর – ১৷ (৭) বাকচা : খিদিরপুর – ১৷ (৮) নৈছানপুর-II : নৈছানপুর – ১, নারিকেলদহ – ১৷ (খ) কোলাঘাট ব্লক – ৬৷ (১) সিদ্ধা-II : গোপালনগর – ১৷ (২) সিদ্ধা-I : দক্ষিণ জিয়ান্দা – ১৷ (৩) ভোগপুর : ভোগপুর – ১৷ (৪) গোপালনগর : বাথানবেরিয়া – ১৷ (৫) আমালহান্ডা : খড়িশা সিটি – ১৷ (৬) আমালহান্ডা : খড়িশা সিটি – ১৷ (গ) চন্ডীপুর ব্লক – ১১৷ (১) চৌখালি : নেতুরিয়া – ১, আটাত্তর – ১৷ (২) বৃন্দাবনপুর-II : নার – ১, চকবাসুদেবপুর – ১, খাগদা – ১, গাজিপুর ও বাজাবেড়িয়া – ১৷ (৩) উসমানপুর : বাবুইয়া – ১৷ (৪) কুলবাড়ি : কুলবাড়ি – ১৷ (৫) দিবাকরপুর : রায়পুর – ১, হাবিচক – ১৷
(II) হলদিয়া মহকুমা : (ক) নন্দীগ্রাম I ব্লক – ৮৷ (১) ভেকুটিয়া জিপি-1 : মানুচক জলপাই ও জলপাই পার্ট-V – ১, মানুচক ও ভেকুটিয়া – ১৷ (২) মহম্মদপুর জিপি 2 : হাজরাকাটা ও পার্বতিপুর – ১৷ (৩) কেঁদেমারি জলপাই জিপি-3 : হোসেনপুর – ১, কেঁদেমারি জলপাই – ১৷ (৪) গোকুলনগর জিপি 6 : কানানগো ও বৃন্দাবন চক – ১৷ (৫) কালিচরণপুর জিপি9 : জলপাই পার্ট-VII (পার্ট) – ১, গড়চক্রবেড়িয়া ও যদু বাড়ি চক – ১৷ (খ) সুতাহাটা ব্লক – ৬৷ (১) কুকড়াহাটী : মোহনপুর – ১৷ (২) গুয়াবেড়িয়া : শ্রীধরপুর – ১৷ (৩) চৈতন্যপুর : বরদা – ১, চৈতন্যপুর – ১৷ (৪) হোড়খালি : বাহারডাব – ১৷ (৫) আশদতলিয়া : বারাতলা – ১৷
(III) এগরা মহকুমা : (ক) এগরা- ব্লক – ৬৷ (১) ঋষি বঙ্কিম চন্দ্র : আমদই – ১৷ (২) পাঁচরোল : কশবাগোল – ১৷ (৩) জেড়থান : আলংগিরি – ১, জেড়থান – ১৷ (৪) সাহাড়া : তেলামি – ১৷ (৫) বরিদা : কৌড়দা – ১৷ (খ) এগরা- ব্লক – ৫৷ (১) দেশবন্ধু : এরেন্দা – ১৷ (২) বাথুয়ারি : জামুয়া লছিমপুর – ১৷ (৩) মঞ্জুশ্রী : আরিয়াপোতা – ১, খেজুরদা – ১৷ (৪) পানিপারুল : উত্তর আরঙ্গা – ১৷ (গ) পটাশপুর- ব্লক – ৫৷ (১) পাঞ্চেত : কল্যাণপুর – ১, কোতবার – ১৷ (২) খার : বাহারদা – ১৷ (৩) আরগোয়াল : সন্দলপুর (দক্ষিণ), সাতসটামল – ২৷
(IV) কাঁথি মহকুমা : (ক) ভগবানপুর- ব্লক – ৭৷ (১) গরবারি-I : ঝিনুকখালি, পূর্বচক – ১৷ (২) গড়বাড়ী-II : গড়বাড়ী – ১৷ (৩) জুখিয়া : জুখিয়া – ১ উত্তরচক, ফকিরচক – ১৷ (৪) মুগবেড়িয়া : জিয়াগোড়ি, উত্তর নারা বাসান, জগমোহনপুর -১৷ (৫) বাসুদেববেরিয়া : কাউছিদেঘি, বারবেরিয়া, শিমুলদাড়ি – ১৷ (৬) অর্জননগর : ধাইপুকুরিয়া – ১৷ (খ) খেজুরী-I ব্লক – ৯৷ (১) হেঁড়িয়া : জরারনগর – ১৷ (২) লাকশি : বেগুনাবাড়ি – ১, উদাখালী – ১৷ (৩) তিকাশি : তল্লা (পূর্ব ও দক্ষিণ) ১, উত্তর কলমদান ও ছাঁতনাবাড়ি – ১৷ (৪) বিরবান্দার : কন্ঠীবাড়ি – ১৷ (৫) কামারদা : কামারদা (বার দেউলপোতা) – ১৷ (৬) কলাগাছিয়া : কামারদা ঘোলাবাড় (পূর্বাশা) -১, কাতারি – ১৷ (খ) খেজুরী-II ব্লক – ১৮৷ (১) হালুদবাড়ি : হালুদবাড়ি – ৩, দেখালি (দক্ষিণ) – ৩, মুন্দামারি – ৩৷ (২) বারাতলা : শেরখানচক – ১৷ (৩) খেজুরী : মানসিংহবেড়, তালপাতি – ১, সাত খান্দা সাহেবনগর, বরকা সারিয়া – ১, কাদিরাবাদচর – ১৷ (৪) জাঁকা : শ্যামপুর -১, শ্যামপুর কটকা – ১, শ্যামপুর – ১, শ্যামপুর জলপাই – ১৷ (৫) নিজকসবা : সুন্দরপুর -১৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে https://purbamedinipur.gov.in ওয়েবসাইটে প্রদত্ত নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্ত পূরণের সময় নির্দিষ্ট জায়গায় প্রর্থীর সাম্প্রতিকালে তোলা স্বপ্রত্যয়িত রঙিন পাসপোর্ট ছবি সেঁটে দিতে হবে৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্তের সঙ্গে বয়সের প্রমাণপত্র (জন্ম তারিখের শংসাপত্র বা মাধ্যমিক বা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড), স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র (ভোটার পরিচয়পত্র বা রেশন কার্ড), জাতি শংসাপত্র (যদি থাকে), স্বামীর নাম-সহ বিবাহ নিবন্ধন শংসাপত্র / ভোটার কার্ড / রেশন কার্ড / আধার কার্ড (বিবাহিত মহিলাদের ক্ষেত্রে), বিবাহবিচ্ছেদের শংসাপত্র (বিবাহ বিচ্ছিন্না মহিলাদের ক্ষেত্রে), স্বামীর মৃত্যুর প্রমাণপত্রের (বিধবা মহিলাদের ক্ষেত্রে) স্বপ্রত্যয়িত প্রতিলিপি এবং অতিরিক্ত দুটি স্বপ্রত্যয়িত রঙিন পাসপোর্ট ছবি একত্রে একটি খামে ভরে স্পিড পোস্ট / রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও) অফিসের ঠিকানায় পাঠাতে হবে বা সংশ্লিষ্ট অফিসে এসে জমা করতে হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: https://purbamedinipur.gov.in/
Official Notifications:
General Notification- Click Here
Bhagwanpur II block – Click Here
Chandipur block – Click Here
Egra I block – Click Here
Egra II block – Click Here
Khejuri I block – Click Here
Khejuri II block – Click Here
Kolaghat block – Click Here
Moyna block – Click Here
Nandigram I block – Click Here
Patashpur II block – Click Here
Sutahata block – Click Here