Memo. No. CMOH/Samiti/936
Online applications are invited for the following positions on contractual basis in the District of Howrah.
Post: Medical Officer, Counselor, Lab Technician, Clinical Psychologist / Psychologist, Psychiatric Nurse / Community Nurse, Psychiatric Social Worker / Social Worker, Record Keeper, District Manager Quality Assurance, District Consultant, Facility Level Quality Manager, Executive Assistant Quality Assurance, Staff Nurse, Medical Social Worker, NRC Attendant.
Total vacancy: 39.
Eligibility: post wise different.
Age: post wise different.
Salary: post wise different.
Last Date of Online Application: 24th March, 2022 till 5 pm.
……………………………………………
পুরুলিয়া জেলার স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন প্রকল্পের অধীনে মেডিক্যাল অফিসার, কাউন্সেলর, ল্যাব টেকনিশিয়ান, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট / সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিক নার্স / কমিউনিটি নার্স, সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার / সোশ্যাল ওয়ার্কার, রেকর্ড কিপার, ডিস্ট্রিক্ট ম্যানেজার, ডিস্ট্রিক্ট কনসালট্যান্ট, ফেসিলিটি লেভেল কোয়ালিটি ম্যানেজার, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, স্টাফ নার্স, মেডিক্যাল সোশ্যাল ওয়ার্কার, এনআরসি অ্যাটেন্ড্যান্ট পদে চুক্তির ভিত্তিতে ৩৯ জন ছেলেমেয়েনিয়োগ করা হবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২৪ মার্চ, ২০২২ বিকেল ৫টার মধ্যে৷
প্রকল্প ও পদ অনুযায়ী যোগ্যতা: (ক) ন্যাশনাল হেলথ মিশন: (১) মেডিক্যাল অফিসার (জিডিএমও): এমবিবিএস পাশ হতে হবে৷ ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১০৷ এককালীন বেতন: প্রতি মাসে ৬০,০০০ টাকা৷
(২) কাউন্সেলর, অন্বেষা ক্লিনিক, আরকেএসকে: সাইকোলজি / সোশ্যাল ওয়ার্ক / সোশিয়োলজি / অ্যানথ্রোপলজি / হিউম্যান ডেভেলপমেন্ট বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ উল্লিখিত বিষয়গুলিতে পোস্ট গ্র্যাজুয়েট হলে ভালো হয়৷ কম্পিউটার অ্যাপ্লিকেশনে কমপক্ষে ৬ মাসের সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ২০ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত), শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদনের যোগ্য৷ এককালীন বেতন: প্রতি মাসে ২০,০০০ টাকা৷
(৩) কাউন্সেলর, অন্বেষা ক্লিনিক, আরকেএসকে: সাইকোলজি / সোশ্যাল ওয়ার্ক / সোশিয়োলজি / অ্যানথ্রোপলজি / হিউম্যান ডেভেলপমেন্ট বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ উল্লিখিত বিষয়গুলিতে পোস্ট গ্র্যাজুয়েট হলে ভালো হয়৷ কম্পিউটার অ্যাপ্লিকেশনে কমপক্ষে ৬ মাসের সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ২০ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত), শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদনের যোগ্য৷ এককালীন বেতন: প্রতি মাসে ২০,০০০ টাকা৷
(খ) ন্যাশনাল আরবান হেলথ মিশন অ্যান্ড ন্যাশনাল প্রোগ্রাম ফর প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল ফর ফ্লুরোসিস: (১) ল্যাব টেকনিশিয়ান: ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স / বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি / ল্যাবরেটরি টেকনিকে ডিপ্লোমা পাশ হতে হবে অথবা মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিগ্রি পাশ বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি / ডিপ্লোমা পাশ হতে হবে৷ লাইসেন্সপ্রাপ্ত কোনো বৈধ ব্লাড ব্যাঙ্কে ৬ মাস থেকে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২৫,০০০ টাকা৷
(২) ক্লিনিক্যাল সাইকোলজিস্ট / সাইকোলজিস্ট: ক্লিনিক্যাল সাইকোলজিস্ট – সাইকোলজি / ক্লিনিক্যাল সাইকোলজিতে মাস্টার ডিগ্রি পাশের পর ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ সাইকোলজিস্ট – সাইকোলজিতে মাস্টার ডিগ্রি পাশের পর ৩ মাসের ট্রেনিং বা কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত), শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদনের যোগ্য৷ এককালীন বেতন: ক্লিনিক্যাল সাইকোলজিস্ট – প্রতি মাসে ৩০,০০০ টাকা, সাইকোলজিস্ট – প্রতি মাসে ১৮,০০০ টাকা৷
(৩) সাইকিয়াট্রিক নার্স / কমিউনিটি নার্স: সাইকিয়াট্রিক নার্স – সাইকিয়াট্রিক নার্সিংয়ে বি.এসসি / এম.এসসি বা ডিপিএন পাশ হতে হবে৷ কমিউনিটি নার্স – জিএনএম পাশ সঙ্গে সাইকিয়াট্রিক নার্সিংয়ে ১ মাসের ট্রেনিং নিয়ে থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত) ৷ এককালীন বেতন: সাইকিয়াট্রিক নার্স – প্রতি মাসে ২৫,০০০ টাকা, কমিউনিটি নার্স – প্রতি মাসে ১৫,০০০ টাকা৷
(৪) সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার / সোশ্যাল ওয়ার্কার: সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার – এমএসডব্লু পাশ ও সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কে ২ বছরের এম.ফিল পাশ হতে হবে৷ মেডিক্যাল সোশ্যাল ওয়ার্কার – এমএসডব্লু পাশ ও সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কে ৩ মাসের ট্রেনিং নিয়ে থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত) ৷ এককালীন বেতন: সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার – প্রতি মাসে ৩০,০০০ টাকা, সোশ্যাল ওয়ার্কার – প্রতি মাসে ১৮,০০০ টাকা৷
(৫) রেকর্ড কিপার: যে কোনো শাখায় গ্র্যাজুয়েট সঙ্গে স্বাস্থ্য ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কম্পিউটার অ্যাপ্লিকেশন / ফিন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের কোর্স করা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত) ৷ এককালীন বেতন: প্রতি মাসে ১০,০০০ টাকা৷
(গ) ন্যাশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স প্রোগ্রাম: (১) ডিস্ট্রিক্ট ম্যানেজার কোয়ালিটি অ্যাস্যুরেন্স: এমবিবিএস / ডেন্টাল / আয়ুশ / নার্সিংয়ে গ্র্যাজুয়েট সঙ্গে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন / হেলথ ম্যানেজমেন্টে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন / পাবলিক হেলথে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ৩৫,০০০ টাকা৷
(২) ডিস্ট্রিক্ট কনসালট্যান্ট (কোয়ালিটি মনিটরিং): স্ট্যাটিসটিক্সে গ্র্যাজুয়েট হতে হবে৷ প্রতিটি পরীক্ষায় ধারাবাহিকভাবে ভালো ফল করে থাকতে হবে৷ বায়োস্ট্যাটিসটিক্সে স্পেশালাইজেশন থাকলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত) ৷ এককালীন বেতন: প্রতি মাসে ৩৫,০০০ টাকা৷
(৩) ফেশিলিটি লেভেল কোয়ালিটি ম্যানেজার: এমবিবিএস / ডেন্টাল / আয়ুশ / নার্সিং / লাইফ সায়েন্স / সোশ্যাল সায়েন্সে গ্র্যাজুয়েট সঙ্গে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন / হেলথ ম্যানেজমেন্টে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ৩৫,০০০ টাকা৷
(৪) এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট – কোয়ালিটি অ্যাস্যুরেন্স: যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ অ্যাকাউন্ট্যান্সি ও কম্পিউটার জানা আবশ্যক৷ ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ২০ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত) ৷ এককালীন বেতন: প্রতি মাসে ২২,০০০ টাকা৷
(ঘ) ন্যাশনাল আরবান হেলথ মিশন: (১) স্টাফ নার্স: জিএনএম পাশ হতে হবে৷ স্থানীয় ভাষা জানা আবশ্যক৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৬৪ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩৷ এককালীন বেতন: প্রতি মাসে ২৫,০০০ টাকা৷
(ঙ) নিউট্রিশনাল রিহ্যাবিলিটেশন সেন্টার: (১) মেডিক্যাল সোশ্যাল ওয়ার্কার: গ্র্যাজুয়েট হতে হবে৷ কম্পিউটার অ্যাপ্লিকেশনে ১ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ অ্যাকাউন্টস সহ অফিস ম্যানেজমেন্টের কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ২০ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (ওবিসি-বি)৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৮,০০০ টাকা৷
(২) এনআরসি অ্যাটেন্ড্যান্ট (বর্ধমান এনআরসি): উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ স্থানীয় ভাষা ভালো জানতে হবে৷ বর্ধমান ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১, শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদনের যোগ্য৷ এককালীন বেতন: প্রতি মাসে ৫,০০০ টাকা৷
(চ) ন্যাশনাল এইডস কন্ট্রোল প্রোগ্রাম: (১) কাউন্সেলর (আইসিটিসি): সাইকোলজি / সোশ্যাল ওয়ার্ক / সোশিয়োলজি / অ্যানথ্রোপোলজি / হিউম্যান ডেভেলপমেন্ট / নার্সিংয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি / ডিপ্লোমা পাশের পর কাউন্সেলিংয়ে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা সাইকোলজি / সোশ্যাল ওয়ার্ক / সোশিয়োলজি / অ্যানথ্রোপোলজি / হিউম্যান ডেভেলপমেন্ট / নার্সিংয়ে গ্র্যাজুয়েট ও কাউন্সেলিংয়ে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ এইচআইভি / এইডস সংক্রান্ত কাজে অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ কমিপউটার অ্যাপ্লিকেশনে কমপক্ষে ৬ মাসের সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ২০ থেকে ৬০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (তঃউঃজাঃ ১, ওবিসি-এ ১, ওবিসি-বি ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৩,০০০ টাকা৷
(২) ল্যাব টেকনিশিয়ান (আইসিটিসি): মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে বি.এসসি পাশের পর ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে বা মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা পাশের পর ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ২০ থেকে ৬০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৯ (জেনাঃ ৫, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি-এ ১) ৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৩,০০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.swasthyapurulia.org ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ১০০ টাকা (সংরক্ষিত প্রার্থীদের বেলায় ৫০ টাকা) ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে৷ ডিমান্ড ড্রাফট হবে “District Health & Family Welfare Samiti, Purulia (payable at Service Branch, Purulia)” – এর অনুকূলে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: http://swasthyapurulia.org/home
Get details: Click Here