Syama Prasad Mookerjee Port, Kolkata is inviting applications for recruitment to the following post on contractual basis.
Post: Radio Officer
Total Vacancy: 5
Eligibility: GMDSS (GOC) Certificate
Age limit: 50 years as on 21.11.2021
Last Date of Application: 21/11/2022
……………………….
শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দর, কলকাতা রেডিও অফিসার পদে ৫ জন নিয়োগ করবে ৩ বছরের চুক্তির ভিত্তিতে৷ দরখাস্ত পাঠাতে হবে ২১ নভেম্বর, ২০২২-এর মধ্যে৷
যোগ্যতা: বৈধ জিএমডিএসএস (জিওসি) সার্টিফিকেট থাকতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ২১ নভেম্বর, ২০২২ অনুযায়ী ৫০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫৷ বেতন: ৪০,৫৩৫ টাকা৷
আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে www.smportkolkata.shipping.gov.in ওয়েবসাইটে প্রদত্ত নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্তের নির্দিষ্ট স্থানে প্রার্থীর সাম্প্রতিককালে তোলা স্বপ্রত্যয়িত পাসপোর্ট ছবি সেঁটে দিতে হবে৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত একত্রে একটি খামে ভরে তার উপরে“Application the post of Radio Officer (On Contract)” লিখে পাঠাতে হবে এই ঠিকানায়-“Director, Marine Department, Syama Prasad Mookerjee Port, Kolkata, 15 Strand Road, Kolkata- 700001”৷
প্রার্থী বাছাই পদ্ধতি: দরখাস্তের ভিত্তিতে বাছাই করা প্রার্থীদের লিখিত পরীক্ষা প্রফিসিয়েন্সি টেস্ট ও ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: www.smportkolkata.shipping.gov.in
Official Notification: Click Here





