Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

Raiganj University-Recruitment of 46 Professor / রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ৪৬ অধ্যাপক

Notice No. R-37 /2021

Applications are invited in prescribed form/format within 31/01/2021 from bonafide Indian citizens for filling up of vacancies to the under mentioned teaching substantive posts.

Post:(i) Professor (Physics, Chemistry, Computer & Information Science, LLM, MBA, Education, Sociology, Statistics, Geography, History, Commerce, Botany, Sericulture, Political Science and Economics).

(ii) Associate Professor (Botany, Economics, Physics, Sericulture, Philosophy, Chemistry, Sanskrit, Bengali, LLM, MBA (Specialization on Development Economics / Financial Economics), Microbiology, Education, Sociology, Statistics, Computer & Information Science & Zoology).

(iii) Assistant Professor (Commerce, Computer & Information Science, LLM, MBA, Sociology, Chemistry (Specialization on Physical Chemistry), Sanskrit and History).

Eligibility: Post Wise Different.

Age (As on 01.01.2021): 40 year.

Total Vacancy: 46.

(i)Professor : 15.

(ii) Associate Professor : 23.

(iii) Assistant Professor : 8.

Salary: Post Wise Different.

Application closing date: 31 January, 2021.

Website: https://raiganjuniversity.ac.in/

………………………………………………………………………………………………………..

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসরপদে ৪৬ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ দরখাস্ত করতে হবে ৩১ জানুয়ারি, ২০২১ এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা : (১) প্রফেসর: সংশ্লিষ্ট বিষয়ে পিএইচ.ডি ডিগ্রি থাকা প্রার্থীদের কোনো সুপরিচিত জার্নালে গবেষণাপত্র প্রকাশিত হলে বা বই প্রকাশিত হলে আবেদনের যোগ্য৷ সকল পরীক্ষায় ধারাবাহিকভাবে ভালো ফল থাকতে হবে৷ কলেজ / বিশ্ববিদ্যালয়ে ১০ বছর শিক্ষকতার বা গবেষণার অভিজ্ঞতা থাকা চাই৷ ডক্টরাল ছাত্রদের রিসার্চ গাইডেন্স থাকতে হবে৷ বিষয় অনুযায়ী শূন্যপদ : ইতিহাস ১ (অসংরক্ষিত), ফিজিক্স ১ (তঃউঃজাঃ), কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সায়েন্স ১ (অসংরক্ষিত), কেমিস্ট্রি ১ (ওবিসি-বি), এমবিএ ১ (অসংরক্ষিত), কমার্স ১ (অসংরক্ষিত), ইকোনমিক্স ১ (অসংরক্ষিত), এডুকেশন ১ (অসংরক্ষিত), সোশিয়োলজি ১ (তঃজাঃ), স্ট্যাটিসটিক্স ১ (ওবিসি-বি), এলএলএম ১ (তঃজাঃ), ভূগোল ১ (তঃজাঃ), বটানি ১ (অসংরক্ষিত), সেরিকালচার ১ (অসংরক্ষিত), পলিটিক্যাল সায়েন্স ১ (ওবিসি-এ)৷ বেতনক্রম: ১,৪৪,২০০ টাকা৷

(২) অ্যাসোসিয়েট প্রফেসর: কমপক্ষে ৫৫% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ ও সংশ্লিষ্ট বিষয়ে পিএইচ.ডি ডিগ্রি থাকা প্রার্থীরা আবেদনের যোগ্য৷ সকল পরীক্ষায় ধারাবাহিকভাবে ভালো ফল থাকতে হবে৷ কলেজ / বিশ্ববিদ্যালয়ে ৮ বছর শিক্ষকতার বা গবেষণার অভিজ্ঞতা থাকা চাই৷ বিষয় অনুযায়ী শূন্যপদ : বটানি ১ (অসংরক্ষিত), সেরিকালচার ২ (অসংরক্ষিত),ইকোনমিক্স ২ (তঃজাঃ ১, ওবিসি-এ), বেঙ্গলি ১ (ওবিসি-এ), ফিলোজফি ১ (অসংরক্ষিত), ফিজিক্স ১ (জেনাঃ শারীরিক প্রতিবন্ধী), মাইক্রোবায়োলজি ১ (তঃজাঃ), কেমিস্ট্রি ১ (তঃউঃজাঃ), এমবিএ – ডেভেলপমেন্ট ইকোনমিক্স / ফিনান্সিয়াল ইকোনমিক্স ২ (জেনাঃ ১, তঃজাঃ১), জুলজি ১ (ওবিসি-এ), সংসৃকত ২ (তঃউঃজাঃ ১, ওবিসি-বি ১), এডুকেশন ১ (অসংরক্ষিত), সোশিয়োলজি ২ (তঃজাঃ ১, ওবিসি-বি ১), স্ট্যাটিসটিক্স ২ (অসংরক্ষিত), এলএলএম ২ (অসংরক্ষিত), কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সায়েন্স ১ (তঃজাঃ)৷ বেতনক্রম: ১,৩১,৪০০ টাকা৷

(৩) অ্যাসিস্ট্যান্ট প্রফেসর: কমপক্ষে ৫৫% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ ও গ্র্যাজুয়েশনে দ্বিতীয় শ্রেণির অনার্স গ্র্যাজুয়েট / মেজর ডিগ্রি থাকা প্রার্থীরা আবেদনের যোগ্য৷ সকল পরীক্ষায় ধারাবাহিকভাবে ভালো ফল থাকতে হবে৷ প্রার্থীদের অবশ্যই নেট / স্লেট / সেট পরীক্ষায় পাশ করতে হবে৷ ১৯ সেপ্ঢেম্বর, ১৯৯১ এর আগে পিএইচ.ডি থাকা প্রার্থীরা মাস্টার ডিগ্রি স্তরে ৫% নম্বরের ছাড় পাবেন৷ ১১ জুলাই, ২০০৯ এর আগে পিএইচ.ডি থাকা প্রার্থীদের নেট / স্লেট / সেট পরীক্ষা দেওয়া আবশ্যক নয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২১ অনুযায়ী ৪০ বছরের মধ্যে (ওবিসি প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ১০ বছর ছাড় পাবেন)৷ বিষয় অনুযায়ী শূন্যপদ : কমার্স ১ (জেনাঃ শারীরিক প্রতিবন্ধী), কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সায়েন্স ১ (ওবিসি-বি), এমবিএ ১ (তঃজাঃ), সোশিয়োলজি ১ (তঃজাঃ), এলএলএম ১ (তঃউঃজাঃ), কেমিস্ট্রি (ফিজিক্যাল কেমিস্ট্রি) ১ (অসংরক্ষিত), সংসৃকত ১ (তঃজাঃ), ইতিহাস ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৫৭,৭০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি : প্রফেসর ও অ্যাসোসিয়েট প্রফেসর পদের বেলায় দরখাস্ত করতে হবে www.raiganjuniversity.ac.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের দরখাস্ত করতে হবে অনলাইনে উল্লিখিত ওয়েবসাইটে৷ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের বেলায়  দরখাস্তের ফি ১০০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / ওবিসি / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ৭৫০ টাকা) অনলাইনে জমা করতে হবে৷ প্রফেসর পদের বেলায় দরখাস্তের ফি ২০০০ টাকা (ওবিসি/ তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীদের বেলায় ১৫০০ টাকা)  ব্যাঙ্ক  ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে৷ অ্যাসোসিয়েট প্রফেসর  পদের বেলায় দরখাস্তের ফি ১৬০০ টাকা (ওবিসি/ তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীদের বেলায় ১২০০ টাকা)  ব্যাঙ্ক  ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে৷ ব্যাঙ্ক ড্রাফট হবে ‘Raiganj University, payable at State Bank of India, Raiganj Branch’ এর অনুকূলে৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে তার সঙ্গে আনুষঙ্গিক নথিগুলির ও দরখাস্তের ৫ কপি প্রতিলিপি জমা দিতে হবে৷ নথিপত্র সহ দরখাস্ত একটি মুখবন্ধ করা খামে ভরে এই ঠিকানায় পাঠাতে হবে— Office of the Registrar, Raiganj University, University Road, Raiganj, Uttar Dinajpur, PIN – 733134৷

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লেখিত ওয়েবসাইট দেখুন৷

Click Here To Download The Official Notification : Get Details

Share it :