Notice No. A-1/2021
Rail Coach Factory, Kapurthala invites applications to engage apprentices.
Post: Fitter, Welder (G&E), Mechanic (Motor Vehicle), Carpenter, Electrician, Machinist, Painter (General), Electronic Mechanic, AC & Ref. Mechanic.
Total Vacancy: 56
Machinist- 13
Painter (General)- 15
Fitter- 4
Welder (G&E)- 1
Mechanic (Motor Vehicle)- 3
Carpenter- 3
Electrician- 7
Electronic Mechanic- 9
AC & Ref. Mechanic.- 1
Eligibility: 10th with ITI
Age Limit: 18 to 25 years as on 20.12.2021
Application Fee: Rs. 100 (Women/SC/ST/PWD candidates are exempted)
Last Date of Online Application: 31st January, 2022.
……………………………………………………………..
কেন্দ্রীয় রেল মন্ত্রকের অধীনস্থ সংস্থা রেল কোচ ফ্যাক্টরি, কাপুরথালা, ফিটার, ওয়েল্ডার (জি অ্যান্ড ই), মেশিনিস্ট, পেইন্টার (জি), কার্পেন্টার, মেকানিক (মোটর ভেহিকেল), ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক মেকানিক, এসি অ্যান্ড রেফ্রিজারেটর মেকানিক ট্রেডে ৫৬ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে৷ শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ মাধ্যমিক বা সমতুল পাশ ও সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি অনুমোদিত ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট পাশ হতে হবে৷ বয়স: ২০ ডিসেম্বর, ২০২১ এর হিসেবে ১৫ থেকে ২৪ বছর হতে হবে৷ ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ৩১ জানুয়ারি, ২০২২-এর মধ্যে৷
শূন্যপদ : (১) পেইন্টার (জি): ১৫ (জেনাঃ ৯, তঃজাঃ ২, তঃউঃজাঃ ২, ওবিসি ২)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১টি পদ ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷
(২) মেশিনিস্ট: ১৩ (জেনাঃ ৩, তঃউঃজাঃ ২, ওবিসি ৮)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১টি পদ ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷
(৩) ইলেকট্রনিক মেকানিক: ৯ (জেনাঃ ৫, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ২)৷
(৪) ইলেকট্রিশিয়ান: ৭ (জেনাঃ ৪, তঃজাঃ ১, ওবিসি ২)৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷
(৫) ফিটার: ৪ (তঃউঃজাঃ)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ২টি পদ ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ২টি পদ সংরক্ষিত৷
(৬) কার্পেন্টার: ৩ (তঃউঃজাঃ ২, ওবিসি ১)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১টি পদ ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷
(৭) মেকানিক (মোটর ভেহিকেল): ৩ (জেনাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ১)৷
(৮) ওয়েল্ডার (জি অ্যান্ড ই): ১ (তঃউঃজাঃ)৷ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সংরক্ষিত৷
(৯) এসি অ্যান্ড রেফ্রিজারেটর মেকানিক: ১ (তঃউঃজাঃ)৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.rcf.indianrailways.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা ৩.৫ সেমি × ৩.৫ সেমি মাপের রঙিন ছবি (২০ থেকে ৭০ কেবি সাইজ) ও ৩.৫ সেমি × ৩.৫ সেমি মাপের সই (৫ থেকে ৩০ কেবি সাইজ) জেপিজি / জেপিইজি ফর্ম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ দরখাস্ত সাবমিট করার দুই দিন পরে দরখাস্তের ফি ১০০ টাকা অনলাইনে জমা করতে হবে৷ ফি প্রদানের শেষ তারিখ ৪ ফেব্রুয়ারি, ২০২২৷ ফি প্রদানের ই-রিসিপ্ঢ প্রিন্ট করে রেখে দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, মহিলা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি লাগবে না৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: https://rcf.indianrailways.gov.in/
Official Notification: Click Here
Apply Online: Click Here