Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

RAILTEL CORPORATION OF INDIA LTD. HIRING 103 APPRENTICES / রেলটেল কর্পোরেশনে ১০৩ অ্যাপ্রেন্টিস

RailTel Corporation of India Ltd. is inviting applications for the following post.

Post: Apprentice

Total Vacancy: 103

Eligibility: Full-time Diploma (Three years) or full time Graduation (four years) in relevant Engineering stream with 60 % aggregate marks.

Age Limit: 18 to 27 years as on 31st January, 2022.

Training Period: 1 year

Stipend: Graduate Engineer- Rs. 14,000 ; Diploma Engineer- Rs. 12,000.

Last Date of Online Application: 4th April, 2022.

………………………………………………

রাষ্ট্রায়ত্ত সংস্থা রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড অ্যাপ্রেন্টিস পদে ১০৩ জন গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার / ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৪ এপ্রিল, ২০২২-এর মধ্যে৷

যোগ্যতা: ইঞ্জিনিয়ারিং /টেকনোলজি-তে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন / টেলিকমিউনিকেশন৷/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং / সিভিল ইঞ্জিনিয়ারিং / ইনফরমেশন টেকনোলজি / ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্স সহ ইঞ্জিনিয়ারিং-এর বিভিন্ন শাখার অন্য কোনো কম্বিনেশনে (যেমন ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন) ৪ বছরের ফুল টাইম গ্রাজুয়েশন বা ৩ বছরের ফুল টাইম ডিপ্লোমা পাশ হতে হবে৷ ইঞ্জিনিয়ারিং-এর উল্লিখিত শাখাগুলিতে ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ারিং থেকে সেকশন এ ও সেকশন বি ইন্সটিটিউশন এক্সামিনেশন  পাশ হলে বা ইন্সটিটিউশন অফ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারস থেকে পোস্ট গ্র্যাজুয়েট মেম্বারশিপ এক্সামিনেশন পাশ হলেও আবেদন করা যাবে৷ গ্র্যাজুয়েশন বা ডিপ্লোমা পাশের পর তিন বছর অতিবাহিত হয়ে গেলে আবেদন করা যাবে না৷ সরকারি প্রতিষ্ঠান থেকে পাশ করা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ বয়স: ৩১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ ওবিসি ও তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা সরকারি আইন অনুযায়ী বয়সের ছাড় পাবেন৷ শূন্যপদ: ১০৩৷

ট্রেনিং ও স্টাইপেন্ড: ১ বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং হবে কলকাতা সহ দেশের একাধিক শহরে৷ গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়াররা প্রতি মাসে ১৪,০০০ টাকা ও ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা প্রতি মাসে ১২,০০০ টাকা স্টাইপেন্ড পাবেন৷

আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে www.mhrdnats.gov.in ওয়েবসাইটে নাম নথিভুক্তকরণের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর আধার কার্ড, ডিগ্রি সার্টিফিকেট ও জীবনপঞ্জি (প্রতিটি ১ এমবি সাইজের মধ্যে) পিডিএফ ফরম্যাটে এবং পাসপোর্ট ছবি (২০০ কেবি সাইজের মধ্যে) জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশ অনুযায়ী পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: দরখাস্তের ভিত্তিতে নির্মিত মেরিট লিস্ট থেকে শর্ট লিস্ট করা প্রার্থীদের ইন্টারভিউ-এর জন্য ডাকা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন www.railtelindia.com ওয়েবসাইট৷

Official Websitewww.railtelindia.com

Official Notification: Click Here

Share it :