Advt. No. RCIL/2024/P&A/27/1
Online applications are invited for the following post in Railtel Corporation of India Limited.
Post: Graduate Engineer Apprentice / Diploma Engineer Apprentice.
Total vacancy: 40.
Eligibility: B.E/ B.Tech. or Diploma Engineering pass.
Age limit: 18 to 27 years (as on 16/08/2025).
Stipend: post wise different.
Last Date of Online Application: 16th August, 2025.
……………………………………………………………….
রাষ্ট্রায়ত্ত সংস্থায় ৪০ অ্যাপ্রেন্টিস
রাষ্ট্রায়ত্ত সংস্থা রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড ‘গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার অ্যাপ্রেন্টিস / ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাপ্রেন্টিস’ পদে ৪০ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ নির্বাচিত প্রার্থীদের ১ বছরের অ্যাপ্রেন্টিস ট্রেনিং প্রদান করা হবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১৬ আগস্ট, ২০২৫-এর মধ্যে৷
শিক্ষাগত যোগ্যতা: গত তিন বছরের মধ্যে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন / টেলিকমিউনিকেশন / কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইলেকট্রনিক্স / ইনফরমেশন টেকনোলজি / ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং শাখায় বি.ই / বি.টেক বাডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর ৩ বছর অতিক্রান্ত হওয়া প্রার্থীরা আবেদনের যোগ্য নন৷ বয়স: ১৬ আগস্ট, ২০২৫ এর হিসেবে ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে৷
আবেদন : আগ্রহী প্রার্থীদের দরখাস্ত করতে হবে অনলাইনে https://nats.education.gov.in ওয়েবসাইটে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন www.railtel.in ওয়েবসাইট৷
Official Website: https://www.railtel.in/
Official Notification: Click Here
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (২৩ /৭ /২০২৫)।