Advt. No. RCIL/2020/P&A/44/4
Online applications are invited for the following posts in Railtel Corporation of India Limited.
Post: Manager, Deputy Manager, Senior Manager.
Total vacancy: 69.
Eligibility: post wise different.
Age limit: post wise different.
Payscale: post wise different.
Last Date of Online Application: 23 February, 2022.
…………………………………………………………………………….
রাষ্ট্রায়ত্ত সংস্থা রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড ডেপুটি ম্যানেজার, ম্যানেজার, সিনিয়র ম্যানেজার পদে ৬৯ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২৩ ফেব্রুয়ারি, ২০২২-এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: পোস্ট কোড (১) ডেপুটি ম্যানেজার (টেকনিক্যাল) / ই-১ গ্রেড: ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকম / টেলিকম / কম্পিউটার সায়েন্স / কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন / ইনফরমেশন টেকনোলজি / ইলেকট্রিক্যাল / ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন শাখায় বি.ই / বি.টেক / বি.এসসি ইঞ্জিনিয়ারিং পাশ অথবা এম.এসসি (ইলেকট্রনিক্স) বা এমসিএ পাশ হতে হবে৷ বয়স হতে হবে ২১ বছর থেকে ২৮ বছরের মধ্যে (প্রার্থীর জন্ম তারিখ হতে হবে ২৪ ফেব্রুয়ারি, ১৯৯৪ থেকে ২৩ ফেব্রুয়ারি, ২০০১ এর মধ্যে)৷ শূন্যপদ: ২৪ (তঃজাঃ ৮, তঃউঃজাঃ ৭, ওবিসি এনসিএল ৯)৷ বেতনক্রম: ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা৷
পোস্ট কোড (২) ডেপুটি ম্যানেজার (ইলেকট্রিক্যাল) / ই-১ গ্রেড: ইলেকট্রিক্যাল / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স শাখায় বি.ই / বি.টেক / বি.এসসি ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ২১ বছর থেকে ২৮ বছরের মধ্যে (প্রার্থীর জন্ম তারিখ হতে হবে ২৪ ফেব্রুয়ারি, ১৯৯৪ থেকে ২৩ ফেব্রুয়ারি, ২০০১ এর মধ্যে)৷ শূন্যপদ: ১ (তঃউঃজাঃ)৷ বেতনক্রম: ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা৷
পোস্ট কোড (৩) ডেপুটি ম্যানেজার (সিভিল) / ই-১ গ্রেড: সিভিল শাখায় বি.ই / বি.টেক / বি.এসসি ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ২১ বছর থেকে ২৮ বছরের মধ্যে (প্রার্থীর জন্ম তারিখ হতে হবে ২৪ ফেব্রুয়ারি, ১৯৯৪ থেকে ২৩ ফেব্রুয়ারি, ২০০১ এর মধ্যে)৷ শূন্যপদ: ১ (ওবিসি এনসিএল)৷ বেতনক্রম: ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা৷
পোস্ট কোড (৪) ডেপুটি ম্যানেজার (মার্কেটিং) / ই-১ গ্রেড: বিজ্ঞান / ইঞ্জিনিয়ারিং শাখায় গ্র্যাজুয়েশনের পর মার্কেটিং / টেলিকম / আইটি’তে স্পেশালাইজেশন সহ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে ২ বছরের এমবিএ / পিজি ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স হতে হবে ২১ বছর থেকে ২৮ বছরের মধ্যে (প্রার্থীর জন্ম তারিখ হতে হবে ২৪ ফেব্রুয়ারি, ১৯৯৪ থেকে ২৩ ফেব্রুয়ারি, ২০০১ এর মধ্যে)৷ শূন্যপদ: ৬ (তঃজাঃ ২, ওবিসি এনসিএল ৪)৷ বেতনক্রম: ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা৷
পোস্ট কোড (৫) ডেপুটি ম্যানেজার (ফিন্যান্স) / ই-১ গ্রেড: সিএ / আইসিডব্লুএ পাশ হতে হবে৷ বয়স হতে হবে ২১ বছর থেকে ২৮ বছরের মধ্যে (প্রার্থীর জন্ম তারিখ হতে হবে ২৪ ফেব্রুয়ারি, ১৯৯৪ থেকে ২৩ ফেব্রুয়ারি, ২০০১ এর মধ্যে)৷ শূন্যপদ: ৪ (ওবিসি এনসিএল ২, তঃউঃজাঃ ২)৷ বেতনক্রম: ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা৷
পোস্ট কোড (৬) ডেপুটি ম্যানেজার (লিগ্যাল) / ই-১ গ্রেড: এলএলবি পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ২১ বছর থেকে ২৮ বছরের মধ্যে (প্রার্থীর জন্ম তারিখ হতে হবে ২৪ ফেব্রুয়ারি, ১৯৯৪ থেকে ২৩ ফেব্রুয়ারি, ২০০১ এর মধ্যে)৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা৷
পোস্ট কোড (৭) ডেপুটি ম্যানেজার (ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর) / ই-১ গ্রেড: ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকম / টেলিকম / কম্পিউটার সায়েন্স / কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন / ইনফরমেশন টেকনোলজি / ইলেকট্রিক্যাল / ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন শাখায় বি.ই / বি.টেক / বি.এসসি ইঞ্জিনিয়ারিং পাশ অথবা এম.এসসি (ইলেকট্রনিক্স) বা এমসিএ পাশ হতে হবে৷ নিম্নলিখিত যে কোনো একটি সার্টিফিকেট থাকতে হবে — এমসিএসএ / পোস্টগ্রেস এসকিউএল অ্যাসোসিয়েট ডিবিএ৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ২১ বছর থেকে ২৮ বছরের মধ্যে (প্রার্থীর জন্ম তারিখ হতে হবে ২৪ ফেব্রুয়ারি, ১৯৯৪ থেকে ২৩ ফেব্রুয়ারি, ২০০১ এর মধ্যে)৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, ওবিসি এনসিএল ১)৷ বেতনক্রম: ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা৷
পোস্ট কোড (৮) ম্যানেজার (ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর) / ই-২ গ্রেড: ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকম / টেলিকম / কম্পিউটার সায়েন্স / কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন / ইনফরমেশন টেকনোলজি / ইলেকট্রিক্যাল / ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন শাখায় বি.ই / বি.টেক / বি.এসসি ইঞ্জিনিয়ারিং পাশ অথবা এম.এসসি (ইলেকট্রনিক্স) বা এমসিএ পাশ হতে হবে৷ নিম্নলিখিত যে কোনো একটি সার্টিফিকেট থাকতে হবে — এমসিএসএ / ওরাকেল ডেটাবেস ১২সি / ইডিবি পোস্টগ্রেস অ্যাডভান্সড ১০ অ্যাসোসিয়েট / মাই এসকিউএল ডিবিএ৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ২৩ বছর থেকে ৩০ বছরের মধ্যে (প্রার্থীর জন্ম তারিখ হতে হবে ২৪ ফেব্রুয়ারি, ১৯৯২ থেকে ২৩ ফেব্রুয়ারি, ১৯৯৯ এর মধ্যে)৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, ওবিসি এনসিএল ১)৷ বেতনক্রম: ৫০,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকা৷
পোস্ট কোড (৯) সিনিয়র ম্যানেজার (ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর) / ই-৩ গ্রেড: ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকম / টেলিকম / কম্পিউটার সায়েন্স / কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন / ইনফরমেশন টেকনোলজি / ইলেকট্রিক্যাল / ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন শাখায় বি.ই / বি.টেক / বি.এসসি ইঞ্জিনিয়ারিং পাশ অথবা এম.এসসি (ইলেকট্রনিক্স) বা এমসিএ পাশ হতে হবে৷ নিম্নলিখিত যে কোনো একটি সার্টিফিকেট থাকতে হবে — এমসিএসএ / ওরাকেল ডেটাবেস ১২সি / ইডিবি পোস্টগ্রেস অ্যাডভান্সড ১০ অ্যাসোসিয়েট / মাই এসকিউএল ডিবিএ৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৬ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ২৭ বছর থেকে ৩৪ বছরের মধ্যে (প্রার্থীর জন্ম তারিখ হতে হবে ২৪ ফেব্রুয়ারি, ১৯৮৮ থেকে ২৩ ফেব্রুয়ারি, ১৯৯৫ এর মধ্যে)৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, ওবিসি এনসিএল ১)৷ বেতনক্রম: ৬০,০০০ টাকা থেকে ১,৮০,০০০ টাকা৷
পোস্ট কোড (১০) ডেপুটি ম্যানেজার (সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর) / ই-১ গ্রেড: ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকম / টেলিকম / কম্পিউটার সায়েন্স / কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন / ইনফরমেশন টেকনোলজি / ইলেকট্রিক্যাল / ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন শাখায় বি.ই / বি.টেক / বি.এসসি ইঞ্জিনিয়ারিং পাশ অথবা এম.এসসি (ইলেকট্রনিক্স) বা এমসিএ পাশ হতে হবে৷ নিম্নলিখিত যে কোনো একটি সার্টিফিকেট থাকতে হবে — ভিএম ওয়্যার সার্টিফায়েড অ্যাসোসিয়েট বা এমসিএসএ / এমসিএসই / আরএইচসিএ / আরএইচসিই৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ২১ বছর থেকে ২৮ বছরের মধ্যে (প্রার্থীর জন্ম তারিখ হতে হবে ২৪ ফেব্রুয়ারি, ১৯৯৪ থেকে ২৩ ফেব্রুয়ারি, ২০০১ এর মধ্যে)৷ শূন্যপদ: ৬ (তঃজাঃ ১, তঃউঃজাঃ ২, ওবিসি এনসিএল ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা৷
পোস্ট কোড (১১) ম্যানেজার (সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর) / ই-২ গ্রেড: ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকম / টেলিকম / কম্পিউটার সায়েন্স / কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন / ইনফরমেশন টেকনোলজি / ইলেকট্রিক্যাল / ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন শাখায় বি.ই / বি.টেক / বি.এসসি ইঞ্জিনিয়ারিং পাশ অথবা এম.এসসি (ইলেকট্রনিক্স) বা এমসিএ পাশ হতে হবে৷ নিম্নলিখিত যে কোনো একটি সার্টিফিকেট থাকতে হবে — ভিএম ওয়্যার সার্টিফায়েড অ্যাসোসিয়েট বা এমসিএসএ / এমসিএসই / আরএইচসিএ / আরএইচসিই৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ২৩ বছর থেকে ৩০ বছরের মধ্যে (প্রার্থীর জন্ম তারিখ হতে হবে ২৪ ফেব্রুয়ারি, ১৯৯২ থেকে ২৩ ফেব্রুয়ারি, ১৯৯৯ এর মধ্যে)৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, ওবিসি এনসিএল ১)৷ বেতনক্রম: ৫০,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকা৷
পোস্ট কোড (১২) সিনিয়র ম্যানেজার (সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর) / ই-৩ গ্রেড: ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকম / টেলিকম / কম্পিউটার সায়েন্স / কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন / ইনফরমেশন টেকনোলজি / ইলেকট্রিক্যাল / ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন শাখায় বি.ই / বি.টেক / বি.এসসি ইঞ্জিনিয়ারিং পাশ অথবা এম.এসসি (ইলেকট্রনিক্স) বা এমসিএ পাশ হতে হবে৷ নিম্নলিখিত যে কোনো একটি সার্টিফিকেট থাকতে হবে — ভিএম ওয়্যার সার্টিফায়েড অ্যাসোসিয়েট বা এমসিএসএ / এমসিএসই / আরএইচসিএ / আরএইচসিই৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৬ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ২৭ বছর থেকে ৩৪ বছরের মধ্যে (প্রার্থীর জন্ম তারিখ হতে হবে ২৪ ফেব্রুয়ারি, ১৯৮৮ থেকে ২৩ ফেব্রুয়ারি, ১৯৯৫ এর মধ্যে)৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, ওবিসি এনসিএল ১)৷ বেতনক্রম: ৬০,০০০ টাকা থেকে ১,৮০,০০০ টাকা৷
পোস্ট কোড (১৩) ডেপুটি ম্যানেজার (সিকিউরিটি) / ই-১ গ্রেড: ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকম / টেলিকম / কম্পিউটার সায়েন্স / কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন / ইনফরমেশন টেকনোলজি / ইলেকট্রিক্যাল / ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন শাখায় বি.ই / বি.টেক / বি.এসসি ইঞ্জিনিয়ারিং পাশ অথবা এম.এসসি (ইলেকট্রনিক্স) বা এমসিএ পাশ হতে হবে৷ সার্টিফায়েড এথিক্যাল হ্যাকার সার্টিফিকেট থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ২১ বছর থেকে ২৮ বছরের মধ্যে (প্রার্থীর জন্ম তারিখ হতে হবে ২৪ ফেব্রুয়ারি, ১৯৯৪ থেকে ২৩ ফেব্রুয়ারি, ২০০১ এর মধ্যে)৷ শূন্যপদ: ৪ (তঃজাঃ ১, ওবিসি এনসিএল ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা৷
পোস্ট কোড (১৪) ম্যানেজার (সিকিউরিটি) / ই-২ গ্রেড: ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকম / টেলিকম / কম্পিউটার সায়েন্স / কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন / ইনফরমেশন টেকনোলজি / ইলেকট্রিক্যাল / ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন শাখায় বি.ই / বি.টেক / বি.এসসি ইঞ্জিনিয়ারিং পাশ অথবা এম.এসসি (ইলেকট্রনিক্স) বা এমসিএ পাশ হতে হবে৷ সার্টিফায়েড এথিক্যাল হ্যাকার সার্টিফিকেট থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ২৩ বছর থেকে ৩০ বছরের মধ্যে (প্রার্থীর জন্ম তারিখ হতে হবে ২৪ ফেব্রুয়ারি, ১৯৯২ থেকে ২৩ ফেব্রুয়ারি, ১৯৯৯ এর মধ্যে)৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, ওবিসি এনসিএল ১)৷ বেতনক্রম: ৫০,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকা৷
পোস্ট কোড (১৫) সিনিয়র ম্যানেজার (সিকিউরিটি) / ই-৩ গ্রেড: ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকম / টেলিকম / কম্পিউটার সায়েন্স / কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন / ইনফরমেশন টেকনোলজি / ইলেকট্রিক্যাল / ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন শাখায় বি.ই / বি.টেক / বি.এসসি ইঞ্জিনিয়ারিং পাশ অথবা এম.এসসি (ইলেকট্রনিক্স) বা এমসিএ পাশ হতে হবে৷ সার্টিফায়েড এথিক্যাল হ্যাকার সার্টিফিকেট থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৬ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ২৭ বছর থেকে ৩৪ বছরের মধ্যে (প্রার্থীর জন্ম তারিখ হতে হবে ২৪ ফেব্রুয়ারি, ১৯৮৮ থেকে ২৩ ফেব্রুয়ারি, ১৯৯৫ এর মধ্যে)৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, ওবিসি এনসিএল ১)৷ বেতনক্রম: ৬০,০০০ টাকা থেকে ১,৮০,০০০ টাকা৷
পোস্ট কোড (১৬) ডেপুটি ম্যানেজার (নেটওয়ার্ক) / ই-১ গ্রেড: ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকম / টেলিকম / কম্পিউটার সায়েন্স / কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন / ইনফরমেশন টেকনোলজি / ইলেকট্রিক্যাল / ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন শাখায় বি.ই / বি.টেক / বি.এসসি ইঞ্জিনিয়ারিং পাশ অথবা এম.এসসি (ইলেকট্রনিক্স) বা এমসিএ পাশ হতে হবে৷ সিসিএনএ / জেএনসিআইপি-জুনোস সার্টিফিকেট থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৬ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ২১ বছর থেকে ২৮ বছরের মধ্যে (প্রার্থীর জন্ম তারিখ হতে হবে ২৪ ফেব্রুয়ারি, ১৯৯৪ থেকে ২৩ ফেব্রুয়ারি, ২০০১ এর মধ্যে)৷ শূন্যপদ: ৩ (তঃজাঃ ১, ওবিসি এনসিএল ২)৷ বেতনক্রম: ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা৷
পোস্ট কোড (১৭) ম্যানেজার (ডেভওপস) / ই-২ গ্রেড: ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকম / টেলিকম / কম্পিউটার সায়েন্স / কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন / ইনফরমেশন টেকনোলজি / ইলেকট্রিক্যাল / ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন শাখায় বি.ই / বি.টেক / বি.এসসি ইঞ্জিনিয়ারিং পাশ অথবা এম.এসসি (ইলেকট্রনিক্স) বা এমসিএ পাশ হতে হবে৷ ডেভসেওপস সার্টিফিকেট থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ২৩ বছর থেকে ৩০ বছরের মধ্যে (প্রার্থীর জন্ম তারিখ হতে হবে ২৪ ফেব্রুয়ারি, ১৯৯২ থেকে ২৩ ফেব্রুয়ারি, ১৯৯৯ এর মধ্যে)৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ১, তঃজাঃ ১, ওবিসি এনসিএল ১)৷ বেতনক্রম: ৫০,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকা৷
পোস্ট কোড (১৮) ম্যানেজার (আইটি) / ই-২ গ্রেড: ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকম / টেলিকম / কম্পিউটার সায়েন্স / কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন / ইনফরমেশন টেকনোলজি / ইলেকট্রিক্যাল / ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন শাখায় বি.ই / বি.টেক / বি.এসসি ইঞ্জিনিয়ারিং পাশ অথবা এম.এসসি (ইলেকট্রনিক্স) বা এমসিএ পাশ হতে হবে৷ অরাকেল সার্টিফায়েড অ্যাসোসিয়েট সার্টিফিকেট থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ২৩ বছর থেকে ৩০ বছরের মধ্যে (প্রার্থীর জন্ম তারিখ হতে হবে ২৪ ফেব্রুয়ারি, ১৯৯২ থেকে ২৩ ফেব্রুয়ারি, ১৯৯৯ এর মধ্যে)৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৫০,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকা৷
পোস্ট কোড (১৯) সিনিয়র ম্যানেজার (আইটি) / ই-৩ গ্রেড: ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকম / টেলিকম / কম্পিউটার সায়েন্স / কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন / ইনফরমেশন টেকনোলজি / ইলেকট্রিক্যাল / ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন শাখায় বি.ই / বি.টেক / বি.এসসি ইঞ্জিনিয়ারিং পাশ অথবা এম.এসসি (ইলেকট্রনিক্স) বা এমসিএ পাশ হতে হবে৷ অরাকেল সার্টিফায়েড অ্যাসোসিয়েট সার্টিফিকেট থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৬ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ২৭ বছর থেকে ৩৪ বছরের মধ্যে (প্রার্থীর জন্ম তারিখ হতে হবে ২৪ ফেব্রুয়ারি, ১৯৮৮ থেকে ২৩ ফেব্রুয়ারি, ১৯৯৫ এর মধ্যে)৷ শূন্যপদ: ১ (ওবিসি এনসিএল)৷ বেতনক্রম: ৬০,০০০ টাকা থেকে ১,৮০,০০০ টাকা৷
উল্লিখিত সব পদের বেলায় ওবিসি এনসিএল প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.railtelindia.com ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি, সই ও বাঁহাতের বুড়ো আঙুলের ছাপ জেপিজি ফরম্যাটে ১০০ কেবি সাইজের মধ্যে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ১২০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৬০০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: https://www.railtelindia.com/careers.html
Get details: Click Here