Rajput Regimental Centre, Fatehgarh (UP) invites applications for recruitment to the following posts.
Post: Cook, LDC, Safaiwala, Bootmaker, Washerman, Barber, Mali, Tailor.
Total Vacancy: 27
Eligibility: 10th/12th/Typing Proficiency/Certificate (post wise different).
Age limit: 18 to 25 years
Pay scale: Rs. 5200 – Rs. 20200 (Post wise different).
Last Date of Receipt of Application: 30th May, 2022
………………………………………………………………….
রাজপুত রেজিমেন্টাল সেন্টার, ফতেহগড়, উত্তরপ্রদেশ কুক, ওয়াশারম্যান, বার্বার, এলডিসি, বুটমেকার, সাফাইওয়ালা, টেলর, মালি পদে ২৭ জন কর্মী নিয়োগ করবে৷ বয়স হতে হবে ৩০ এপ্রিল, ২০২২-এর হিসেবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ বেতনক্রম হবে ৫২০০ টাকা থেকে ২০,২০০ টাকা৷ দরখাস্ত পাঠাতে হবে ৩০ মে, ২০২২-এর মধ্যে৷
(১) কুক: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ভারতীয় রান্না ভালো জানতে হবে ও সংশ্লিষ্ট ট্রেডে দক্ষতা থাকা আবশ্যক৷ শূন্যপদ: ৯ (জেনাঃ ৫, তঃজাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর ১, প্রাক্তন সমরকর্মী ১)৷
(২) ওয়াশারম্যান: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ট্রেডে দক্ষ হতে হবে৷ শূন্যপদ: ৬ (জেনাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর ১, প্রাক্তন সমরকর্মী ১)৷
(৩) বার্বার: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেডে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ৬ (তঃজাঃ ২, আর্থিকভাবে অনগ্রসর ২, প্রাক্তন সমরকর্মী ১, শারীরিক প্রতিবন্ধী ১)৷
(৪) বুটমেকার: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ট্রেডে দক্ষ হতে হবে৷ শূন্যপদ: ২ (তঃজাঃ ১, আর্থিকভাবে অনগ্রসর ১)৷
(৫) এলডিসি: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ কম্পিউটারে প্রতি মিনিটে ইংরাজিতে ৩৫ টি শব্দ বা হিন্দিতে ৩০ টি শব্দ টাইপ করার গতি থাকতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷
(৬) সাফাইওয়ালা: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেড বিষয়ক জ্ঞান ও ১ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ১ (শারীরিক প্রতিবন্ধী)৷
(৭) টেলর: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ট্রেডে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ১ (ওবিসি)৷
(৮) মালি: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেড বিষয়ক জ্ঞান ও ১ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ১ (ওবিসি)৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে এ-৪ সাইজের কাগজে নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্ত পূরণ করার সময় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা স্ব-প্রত্যয়িত পাসপোর্ট ছবি নির্দিষ্ট জায়গায় সেঁটে দিতে হবে ও নির্দিষ্ট স্থানে সই করতে হবে৷ নির্দেশ অনুসারে পূরণ করা দরখাস্তের সাথে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, টেকনিক্যাল সার্টিফিকেট ও অন্যান্য জরুরি নথিপত্রের স্ব-প্রত্যয়িত প্রতিলিপি এবং নিজের নাম-ঠিকানা লেখা দুটি খাম (স্ট্যাম্প সহ) একত্রে অন্য একটি খামে ভরে রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় To The Quartermaster– The Rajput Regimental Centre Fatehgarh UP)৷ দরখাস্তের বয়ানের জন্য দেখুন www.karmasanskriti.com ওয়েবসাইট৷
প্রার্থী বাছাই পদ্ধতি: লিখিত পরীক্ষা ও ট্রেড টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷
Proforma: Click Here