Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

Rampurhat Government Medical College & Hospital Recruitment /রামপুরহাট সরকারি মেডিক্যাল কলেজে ডেটা এন্ট্রি অপারেটর

Memo No. RPHGMCH/19

In reference to No. HFW-38011(99)/2/2020-MC SEC-Dept. of H&FW/M/132 dated 22/01/2019 of Director of Medical Education, Deptt. of H&FW, Govt. of West Bengal; Rampurhat Govt. Medical College & Hospital, Birbhum invites application for recruitment of 4 (Four) number of Data Entry Operators (DEO) on purely temporary on contractual basis for Rampurhat Govt. Medical College & Hospital, Rampurhat, Birbhum.

Post: Data Entry Operator (D.E.O.).

Eligibility: Must be a graduate and pass 1 year Diploma in Computer Application / Information Technology from a government recognized institution. The computer must have a typing speed of 30 words per minute Preference will be given if you have 3 years work experience.

Age (As on 01.01.2021): Upper age limit 40 years.

Total Vacancy: 4.

Application closing date: 25 January, 2021.

Website: www.rampurhatgmch.edu.in

………………………………………………………………………….

বীরভূম জেলার রামপুরহাট সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ‘ডেটা এন্ট্রি অপারেটর’ পদে ৪ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে চুক্তি  ভিত্তিতে৷ দরখাস্ত পাঠাতে হবে ২৫ জানুয়ারি, ২০২১ বিকেল ৪টের মধ্যে৷

শিক্ষাগত যোগ্যতা : গ্র্যাজুয়েট ও সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন / ইনফরমেশন টেকনোলজিতে ১ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ কম্পিউটারে প্রতি মিনিটে ৩০টি শব্দ টাইপ করার গতি থাকতে হবে৷ ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২১ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৪৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে www.rampurhatgmch.edu.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের ছবি আঠা দিয়ে লাগাতে হবে৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে তার সঙ্গে নিম্নলিখিত নথিগুলির স্বপ্রত্যয়িত প্রতিলিপি জমা দিতে হবে – মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, আধার / ভোটার কার্ড, কম্পিউটার প্রশিক্ষণের শংসাপত্র, অভিজ্ঞতার শংসাপত্র৷ নথিপত্র সহ দরখাস্ত একটি মুখবন্ধ করা খামে ভরে স্পিড / রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে এই ঠিকানায় পাঠাতে হবে- Office of the Principal, Academic Building (1st floor), Rampurhat Government Medical College, P.O. Rampurhat, Dist. Birbhum, PIN – 731224৷ খামের উপর আবেদন করা পদের নাম উল্লেখ করে দিতে হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা, টাইপ ও কমিপউটার টেস্ট, ইন্টারভিউযের মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লেখিত ওয়েবসাইট দেখুন৷

Click Here To Download The Official Notification : Get Details

Share it :