Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

RARI HIRING MTS / কেন্দ্রীয় গবেষণা সংস্থায় মাল্টি টাস্কিং স্টাফ

Advt. No. 1/2022-23

Regional Ayurveda Research Institute (HP) invites application from eligible candidates for the following posts.

Post: MTS

Total Vacancy: 4

Eligibility: Matriculation or equivalent.

Age limit: 27 years as on 01/01/2022

Pay band: Rs. 18000 + Allowance

Last Date of Receipt of Application: 14th May, 2022

…………………………………………………

কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের অধীনস্থ গবেষণা সংস্থা রিজিওনাল আয়ুর্বেদ রিসার্চ ইন্সটিটিউট, হিমাচল প্রদেশ মাল্টি টাস্কিং স্টাফ পদে ৪ জন কর্মী নিয়োগ করবে৷ দরখাস্ত পাঠাতে হবে ১৪ মে, ২০২২-এর মধ্যে৷

যোগ্যতা: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ কম্পিউটার জ্ঞান থাকলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ২৭ বছরের মধ্যে হতে হবে৷ কেন্দ্রীয় আইন অনুযায়ী বয়সের ছাড় পাওয়া যাবে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: ১৮০০০ টাকা ও অন্যান্য ভাতা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে www.ccras.nic.in ওয়েবসাইটে প্রদত্ত নির্দিষ্ট বয়ান অনুযায়ী৷ দরখাস্তের নির্দিষ্ট স্থানে প্রার্থীর সাম্প্রতিককালে তোলা স্ব-প্রত্যয়িত পাসপোর্ট ছবি সেঁটে দিতে হবে৷ নির্দেশ অনুযায়ী পূরণ করা দরখাস্তের সাথে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়), অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়), শারীরিক প্রতিবন্ধকতার  প্রমাণপত্রের স্ব-প্রত্যয়িত প্রতিলিপি ও একটি অতিরিক্ত পাসপোর্ট ছবি একত্রে  একটি খামে ভরে ডাকযোগে পাঠাতে হবে এই ঠিকানায়-Assistant Director In-Charge, Regional Ayurveda Research Institute, Jaral, Padoh, District Mandi, Himachal Pradesh- 175124.

প্রার্থী বাছাই পদ্ধতি: দরখাস্ত যাচাই ও লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official Website: www.ccras.nic.in

Official Notification: Click Here

Share it :