Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

RCFL RECRUITING 111 TECHNICIANS / রাষ্ট্রায়ত্ত সংস্থায় ১১১ টেকনিশিয়ান

Advt. No. 01032022

Rashtriya Chemicals and Fertilizers Limited invites applications for the following posts.

Post: Technician (Mechanical) Grade-II, Technician (Electrical) Grade-II, Technician (Instrumentation) Grade-II.

Total Vacancy: 111

Eligibility: 12th, Diploma, Degree (in relevant streams)

Age Limit:  31 years as on 01/03/2022

Pay Scale: Rs. 22,000 – Rs. 60,000

Application Fee: Rs. 700 (SC/ST/PwBD/ExSM/Female candidates are exempted).

Last Date of Online Application: 4th April, 2022 till 5pm.

……………………………………………

রাষ্ট্রায়ত্ত সংস্থা রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজারস লিমিটেড টেকনিশিয়ান (মেকানিক্যাল) গ্রেডII, টেকনিশিয়ান (ইলেকট্রিক্যাল) গ্রেডII ও টেকনিশিয়ান (ইনস্ট্রুমেন্টেশন) গ্রেডII পদে ১১১ জন নিয়োগ করবে৷ বয়স হতে হবে ১ মার্চ, ২০২২-এর হিসেবে ৩১ বছরের মধ্যে৷ ওবিসি ৩ বছর, তপশিলি সম্প্রদায় ৫ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রাার্থীরা ১০ বছর (ওবিসি ১৩ বছর ও তপশিলি সম্প্রদায় ১৫ বছর) বয়সের ছাড় পাবেন৷ বেতনক্রম ২২,০০০ টাকা থেকে ৬০,০০০ টাকা৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৪ এপ্রিল, ২০২২ বিকেল ৫ টা-র মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) টেকনিশিয়ান (মেকানিক্যাল) গ্রেডII (পোস্ট কোড TECH ME CH/032022): মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং / টেকনোলজিতে ৩ বছরের ফুল টাইম ডিপ্লোমা কোর্স পাশ হতে হবে ও এক বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং থাকা আবশ্যক বা বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাশের পর সরাসরি দ্বিতীয় বর্ষে ভর্তি হয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং / টেকনোলজিতে ৩ বছরের ফুল টাইম ডিপ্লোমা কোর্স পাশ হতে হবে, সঙ্গে এক বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং থাকা আবশ্যক অথবা  স্যান্ডউইচ প্যাটার্নে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং / টেকনোলজিতে ৪ বছরের / সাড়ে ৩ বছরের ফুল টাইম ডিপ্লোমা বা বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাশের পর সরাসরি দ্বিতীয় বর্ষে ভর্তি হয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং / টেকনোলজিতে ৩ বছরের ফুল টাইম ডিপ্লোমা কোর্স পাশ হতে হবে, সঙ্গে এক বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং থাকা আবশ্যক৷ প্রতিটি ক্ষেত্রেই প্রার্থীকে অন্তিম বর্ষে বা অন্তিম দুই সেমেস্টারে কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর (তপশিলি সম্প্রদায়ের বেলায় ৫০ শতাংশ) পেয়ে থাকতে হবে৷ ২ বছরের কাজের অভিজ্ঞতা  (ফার্টিলাইজার / কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে হলে অগ্রাধিকার) থাকতে হবে৷ শূন্যপদ: ৫১ (জেনাঃ ২৪, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ৪, ওবিসি-এনসিএল ১৩, আর্থিকভাবে অনগ্রসর ৫)৷

(২) টেকনিশিয়ান (ইলেকট্রিক্যাল) গ্রেডII (পোস্ট কোড TECHE LECT/032022): ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং / টেকনোলজিতে ৩ বছরের ফুল টাইম ডিপ্লোমা কোর্স পাশ হতে হবে, সঙ্গে এক বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং থাকা আবশ্যক বা বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাশের পর সরাসরি দ্বিতীয় বর্ষে ভর্তি হয়ে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং / টেকনোলজিতে ৩ বছরের ফুল টাইম ডিপ্লোমা কোর্স পাশ হতে হবে ও এক বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং থাকা আবশ্যক অথবা স্যান্ডউইচ প্যাটার্নে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং / টেকনোলজিতে ৪ বছরের / সাড়ে ৩ বছরের ফুল টাইম ডিপ্লোমা বা বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাশের পর সরাসরি দ্বিতীয় বর্ষে ভর্তি হয়ে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং / টেকনোলজিতে ৩ বছরের ফুল টাইম ডিপ্লোমা কোর্স পাশ হতে হবে, সঙ্গে এক বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং থাকা আবশ্যক৷ প্রতিটি ক্ষেত্রেই প্রার্থীকে অন্তিম বর্ষে বা অন্তিম দুই সেমেস্টারে কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর (তপশিলি সম্প্রদায়ের বেলায় ৫০ শতাংশ) পেয়ে থাকতে হবে৷ ২ বছরের কাজের অভিজ্ঞতা (ফার্টিলাইজার / কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে হলে অগ্রাধিকার) থাকতে হবে৷ শূন্যপদ: ৩২ (জেনাঃ ১৬, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ২, ওবিসি-এনসিএল ৮, আর্থিকভাবে অনগ্রসর ৩)৷ এর মধ্যে ২টি পদ শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত৷

(৩) টেকনিশিয়ান (ইনস্ট্রুমেন্টেশন) গ্রেডII (পোস্ট কোড TECHI NSTRU/032022): ফিজিক্সে ফুল টাইম বিএসসি পাশ হতে হবে, সঙ্গে অন্যতম বিষয় হিসেবে কেমিক্যাল পড়ে থাকতে হবে ও ইনস্ট্রুমেন্ট মেকানিক (কেমিক্যাল প্ল্যান্ট) ট্রেডে এনসিভিটি পাশ হতে হবে অথবা ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং / টেকনোলজিতে ৩ বছরের ফুল টাইম ডিপ্লোমা কোর্স পাশ হতে হবে ও এক বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং থাকা আবশ্যক বা বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাশের পর সরাসরি দ্বিতীয় বর্ষে ভর্তি হয়ে ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং / টেকনোলজিতে ৩ বছরের ফুল টাইম ডিপ্লোমা কোর্স পাশ হতে হবে, সঙ্গে এক বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং থাকা আবশ্যক অথবা স্যান্ডউইচ প্যাটার্নে ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং / টেকনোলজিতে ৪ বছরের / সাড়ে ৩ বছরের ফুল টাইম ডিপ্লোমা বা বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাশের পর সরাসরি দ্বিতীয় বর্ষে ভর্তি হয়ে ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং / টেকনোলজিতে ৩ বছরের ফুল টাইম ডিপ্লোমা কোর্স পাশ হতে হবে, সঙ্গে এক বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং থাকা আবশ্যক৷ প্রতিটি ক্ষেত্রেই প্রার্থীকে অন্তিম বর্ষে বা অন্তিম দুই সেমেস্টারে কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর (তপশিলি সম্প্রদায়ের বেলায় ৫০ শতাংশ) পেয়ে থাকতে হবে৷ ২ বছরের কাজের অভিজ্ঞতা  (ফার্টিলাইজার / কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে হলে অগ্রাধিকার) থাকতে হবে৷ শূন্যপদ: ২৮ (জেনাঃ ১২, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ২, ওবিসি-এনসিএল ৮, আর্থিকভাবে অনগ্রসর ৩)৷

আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে www.rcfltd.com ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্ত পূরণের সময় দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট ছবি (২০× ২৩০ পিক্সেল, ২০ কেবি থেকে ৫০ কেবি সাইজের মধ্যে) ও কালো কালিতে করা সই (২০ কেবি সাইজের মধ্যে) স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্ত ফি ৭০০ টাকা অনলাইনে জমা করতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী ও মহিলা প্রার্থীদের বেলায় কোনও ফি লাগবে না ৷ নির্দেশ অনুযায়ী পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ও ই-রিসিপ্ঢের ১ কপি প্রিন্ট আউট নিয়ে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: অনলাইন টেস্ট ও ট্রেড টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official Website: www.rcfltd.com

Official Notification: Click Here

Share it :