West Bengal Municipal Service Commission is inviting applications to recruit Assistant Engineer (Civil) , Sub-Assistant Engineer (Civil), Surveyor, Draftsman, Work Assistant , Lower Division Clerk , Assistant Town Planner under Mohabani Development Authority.
Total vacancy: 8
Assistant Engineer (Civil) – 1
Sub-Assistant Engineer (Civil) – 1
Surveyor – 1
Draftsman – 1
Work Assistant – 1
Lower Division Clerk – 2
Assistant Town Planner – 1
Eligibility:
Assistant Engineer (Civil) – Bachelor degree in Civil Engineering
Sub-Assistant Engineer (Civil) – Diploma in Civil Engineering
Surveyor – HS, Certificate/Diploma in Survey or Diploma in Civil Engineering
Draftsman – HS, Diploma in Architecture/Civil Draftmanship
Work Assistant – Madhyamik, Typing proficiency
Lower Division Clerk – Madhyamik with Certificate course on Computer Apllications
Assistant Town Planner – PG in Planning disciplines / Bachelor of Planning / Bachelor of Technology in Planning
Age limit:
Assistant Engineer (Civil), Sub-Assistant Engineer (Civil), Assistant Town Planner – 18 to 36 years
Surveyor & Draftsman – 18 to 39 years
Work Assistant , Lower Division Clerk– 18 to 40 years as on 01.01.2021.
Pay scale:
Assistant Engineer (Civil), Assistant Town Planner – Rs. 56,100
Sub-Assistant Engineer (Civil) – Rs. 35,800
Surveyor, Draftsman – Rs. 28,900
Work Assistant , Lower Division Clerk – Rs. 22,700
Application fee: Rs. 150 (SC/ST/PwBD are exempted) with processing fee of Rs. 50 & Bank charge of Rs. 20
Last date of online application: 8th November, 2021
………………
ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে মহাবাণী ডেভেলপমেন্ট অথরিটিতে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল), সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল), সার্ভেয়র, ড্রাফটসম্যান, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট টাউন প্ল্যানার পদে ৮ জন ছেলেময়ে নিয়োগ করা হবে৷ অনলাইনে দরখাস্ত জমা দিতে হবে ৮ নভেম্বর, ২০২১-এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা : (১) অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) : সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে৷ বয়স : ১ জানুয়ারি, ২০২১-এর মধ্যে ১৮ থেকে ৩৬ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম : ৫৬,১০০ টাকা৷
(২) সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) : সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে৷ বয়স : ১ জানুয়ারি, ২০২১-এর মধ্যে ১৮ থেকে ৩৬ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম : ৩৫,৮০০ টাকা৷
(৩) সার্ভেয়র : উচ্চমাধ্যমিক পাশ হতে হবে, সঙ্গে সার্টিফিকেট ইন সার্ভে বা ডিপ্লোমা ইন সার্ভে বা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং হতে হবে৷ বয়স : ১ জানুয়ারি, ২০২১-এর মধ্যে ১৮ থেকে ৩৯ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম : ২৮,৯০০ টাকা৷
(৪) ড্রাফটসম্যান : উচ্চমাধ্যমিক পাশ হতে হবে, সঙ্গে আর্কিটেকচার বা সিভিল ড্রাফটসম্যানশিপ বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে৷ বয়স : ১ জানুয়ারি, ২০২১-এর মধ্যে ১৮ থেকে ৩৯ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম : ২৮,৯০০ টাকা৷
(৫) ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট : মাধ্যমিক পাশ হতে হবে, সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে জ্ঞান থাকতে হবে ও কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে ২০টি শব্দ টাইপ করার সক্ষমতা থাকতে হবে৷ বয়স : ১ জানুয়ারি, ২০২১-এর মধ্যে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম : ২২,৭০০ টাকা৷
(৬) লোয়ার ডিভিশন ক্লার্ক : মাধ্যমিক পাশ হতে হবে, সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে সার্টিফিকট কোর্স করা থাকতে হবে৷ বয়স : ১ জানুয়ারি, ২০২১-এর মধ্যে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ বেতনক্রম : ২২,৭০০ টাকা৷
(৭) অ্যাসিস্ট্যান্ট টাউন প্ল্যানার : টাউন প্ল্যানিং / সিটি প্ল্যানিং / আর্বান প্ল্যানিং / হাউজিং প্ল্যানিং / কান্ট্রি প্ল্যানিং / রুরাল প্ল্যানিং / ইনফ্রাস্ট্রাকচার প্ল্যানিং / রিজিওন্যাল প্ল্যানিং / ট্রান্সপোর্ট প্ল্যানিং / এনভারনমেন্টাল প্ল্যানিং বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা ব্যাচলের অফ প্ল্যানিং / ব্যাচেলর অফ টেকনোলজি ইন প্ল্যানিং পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : ১ জানুয়ারি, ২০২১-এর মধ্যে ১৮ থেকে ৩৬ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম : ৫৬,১০০ টাকা৷
সব পদের বেলায় তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর, ওবিসি-এ ও ওবিসি-বি প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন৷ শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীরা ৪৫ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন৷
আবদেন করার পদ্ধতি : অনলাইনে আবেদন করতে হবে www.mscwb.org ওয়েবসাইটের মাধ্যমে৷ দরখাস্ত পূরণ করার সময় শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে), কাস্ট সার্টিফিকেট (যদি থাকে) স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্ত ফি ১৫০ টাকা (তপশিলি সম্প্রদায়ভুক্ত ও শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীদের ফি লাগবে না), প্রসেসিং চার্জ ৫০ টাকা ও ব্যাঙ্ক চার্জ ২০ টাকা জমা দিতে হবে৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের চালান জেনারেট করেA/c No. 0088010367936-এ দরখাস্ত ফি ও অন্যান্য চার্জ জমা করতে হবে৷Indiaideas.com Limited (Bill Desk)-মাধ্যমেও অনলাইনে টাকা জমা করা যাবে৷ রেজিস্ট্রেশন ও চালান জেনারেশনের শেষ তারিখ ৪ নভেম্বর, ২০২১৷ ব্যাঙ্কে দরখাস্ত ফি (প্রসেসিং চার্জসহ) জমা করার শেষ তারিখ ৬ নভেম্বর, ২০২১৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: www.mscwb.org
Official notification: https://skyblue-whale-177127.hostingersite.com/wp-content/uploads/2021/10/mscwb.pdf