Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

RECRUITMENT IN MALDA DISTRICT LEGAL SERVICES AUTHORITY / মালদায় অফিসার মাস্টার,ক্যাশিয়ার, গ্রুপ-ডি

Malda District Legal Services Authority is inviting applications to recruit Lower Division Assistant-cum-Accountant-cum-Officer Master, Lower Division Assistant-cum-Cashier and Group D.

Post: Lower Division Assistant-cum-Accountant-cum-Officer Master, Lower Division Assistant-cum-Cashier, Group D

Total Vacancy: 3

Lower Division Assistant-cum-Accountant-cum-Officer Master: 1, Lower Division Assistant-cum-Cashier: 1, Group D: 1

Eligibility: Group D- Class VIII, Other posts- Higher Secondary, Certificate/Diploma in Computer Training.

Age limit: 18 to 37 years as on 1st January, 2021

Pay scale: Group D- Rs. 12,000; Other posts- Rs. 13,500.

Application fee: Group D- Rs. 200; Other posts- Rs. 13,500.

Last date of receipt of application: 15th November, 2021 till 5pm.

…………………

ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি, মালদা – লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট-কাম-অ্যাকাউন্ট্যান্ট-কাম অফিসার মাস্টার, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট-কাম-ক্যাশিয়ার, গ্রুপ-ডি পদে চুক্তির ভিত্তিতে ৩ জন কর্মী নিয়োগ করবে৷ বয়স : ১ জানুয়ারি, ২০২১-এর হিসেবে ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে৷ দরখাস্ত পাঠাতে হবে ১৫ নভেম্বর, ২০২১ বিকেল ৫টার মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা : (১) লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট-কাম-অ্যাকাউন্ট্যান্ট-কাম অফিসার মাস্টার : উচ্চমাধমিক পাশ হতে হবে, সঙ্গে কম্পিউটার ও প্রিন্টার অপারেশনে দক্ষ হতে হবে৷ কম্পিউটার ট্রেনিংয়ে সার্টিফিকেট / ডিপ্লোমা পাশ হওয়া আবশ্যক৷ ইংরেজিতে প্রতি মিনিটে কমপক্ষে ২০টি শব্দ টাইপ করার সক্ষমতা থাকতে হবে৷ শূন্যপদ : ১৷ এককালীন বেতন : ১৩,৫০০ টাকা৷

(২) লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট-কাম-ক্যাশিয়ার : উচ্চমাধমিক পাশ হতে হবে, সঙ্গে কম্পিউটার ও প্রিন্টার অপারেশনে দক্ষ হতে হবে৷ কম্পিউটার ট্রেনিংয়ে সার্টিফিকেট / ডিপ্লোমা পাশ হওয়া আবশ্যক৷ ইংরেজিতে প্রতি মিনিটে কমপক্ষে ২০টি শব্দ টাইপ করার সক্ষমতা থাকতে হবে৷ শূন্যপদ : ১৷ এককালীন বেতন : ১৩,৫০০ টাকা৷

(৩) গ্রুপ-ডি : অষ্টম শ্রেণি পাশ হতে হবে৷ শূন্যপদ : ১৷ এককালীন বেতন : ১২,০০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে www.malda.gov.in ওয়েবসাইটে প্রদত্ত নির্দিষ্ট বয়ানে৷ প্রার্থীর সাম্প্রতিককালে তোলা ২টি স্বপ্রত্যয়িত রঙিন পাসপোর্ট ছবি দরখাস্ত ও অ্যাডমিট কার্ডের নির্দিষ্ট জায়গায় সেঁটে দিতে হবে এবং দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীকে সই করতে হবে৷ গ্রুপ-ডি পদের প্রার্থীরা দরখাস্ত ফি ২০০ টাকা ও অন্যান্য পদের প্রার্থীরা দরখাস্ত ফি ৩০০ টাকা জমা করতে হবে ‘Dist Legal Service Aughority’-এর অনুকূলে SB account No. 40084182686, IFSC code no. SBIN0000129 of State Bank of India, Malda৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্তের সঙ্গে ব্যাঙ্কে ডিপোজিট স্লিপের কাউন্টার ফয়েল, শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথিপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি ও পোস্টাল স্ট্যাম্প-সহ একটি ২৫ সেমি× ১১ সেমি মাপের খাম একত্রে অন্য একটি খামে ভরে তার ওপর পদের নাম ও প্রার্থীর নাম লিখে স্পিড পোস্ট / অর্ডিনারি পোস্ট / রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় -To The Chairman, District Legal Servics Authority, Malda, P.O. & District Malda, PIN-732101৷ উল্লিখিত ঠিকানায় গিয়ে নির্দিষ্ট ড্রপবক্সেও দরখাস্ত ফেলা যাবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি : লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট-কাম-অ্যাকাউন্ট্যান্ট-কাম-অফিস মাস্টার ও লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট-কাম-ক্যাশিয়ার পদের প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা (৮০ নম্বর) ও পার্সোনালিটি টেস্ট / ভাইভা ভয়েসের (২০ নম্বর) মাধ্যমে৷  ১ ঘন্টার লিখিত পরীক্ষায় প্রশ্ন থাকবে এইসব বিষয়ে – জেনারেল নলেজ, ম্যাথেমেটিক্স, জেনারেল ইংলিশ (প্যারাগ্রাফ রাইটিং-সহ)৷ গ্রুপ-ডি পদের প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা (৮০ নম্বর) ও পার্সোনালিটি টেস্ট / ভাইভা ভয়েসের (২০ নম্বর) মাধ্যমে৷ লিখিত পরীক্ষায় প্রশ্ন থকবে এইসব বিষয়ে – অ্যারিথমেটিক্স, জেনারেল নলেজ, ইংলিশ৷ সব ক্ষেত্রেই ইংরিজি ভাষায় প্রশ্নপত্র দেওয়া হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official Website: www.malda.gov.in

Official Notification: https://skyblue-whale-177127.hostingersite.com/wp-content/uploads/2021/10/MALDA-OFFICE-OF-DISTRICT-JUDGE-1.pdf

Share it :