The Sahitya Akademi (National Academy of Letters) is inviting applications from eligible candidates for 17 vacant posts on direct recruitment basis.
Post: Deputy Secretary (General), Assistant Librarian, Assistant Editor, Programme Officer, Senior Accountant, Sales-cum-Exhibition Assistant, Junior Clerk, Multi Tasking Staff.
Total vacancy: 17
Deputy Secretary (General) – 1
Assistant Librarian – 1
Assistant Editor – 1
Programme Officer – 2
Senior Accountant – 2
Sales-cum-Exhibition Assistant – 1
Junior Clerk – 3
Multi Tasking Staff – 6
Eligibility: 10th, 12th, Graduate, PG in relevant subjects.
Age limit:
Deputy Secretary (General) – 50 years
Assistant Librarian, Assistant Editor, Programme Officer, Senior Accountant, Sales-cum-Exhibition Assistant– 40 years
Junior Clerk, Multi Tasking Staff – 30 years
Pay scale:
Deputy Secretary (General) – Rs. 67700-208700
Assistant Librarian, Assistant Editor, Programme Officer – Rs. 56100-177500
Senior Accountant, Sales-cum-Exhibition Assistant– Rs. 35400-112400
Junior Clerk – Rs. 19900-63200
Multi Tasking Staff – Rs. 18000-56900
Last date of receipt of application: 1st November, 2021
……………………………………..
কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ সংস্থা সাহিত্য আকাদেমিতে মাল্টি টাস্কিং স্টাফ, জুনিয়র ক্লার্ক, প্রোগ্রাম অফিসার, সিনিয়র অ্যাকাউন্ট্যান্ট, সেলস-কাম-এক্সিবিশন অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট এডিটর, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, ডেপুটি সেক্রেটারি জেনারেল পদে ১৭ জন নিয়োগ হবে৷ দরখাস্ত পাঠাতে হবে ১ নভেম্বর, ২০২১-এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা : (১) মাল্টি টাস্কিং স্টাফ : মাধ্যমিক বা আইটিআই পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে৷ বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন, সাইক্লিং ও সংশ্লিষ্ট অঞ্চল বিষয়ক জ্ঞান থাকলে ভালো হয়৷ বয়স : ১ নভেম্বর, ২০২১-এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৬ (জেনাঃ ৪, ওবিসি ১, শারীরিকভাবে প্রতিবন্ধী ১)৷ বেতনক্রম : ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা৷ শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীর নিয়োগ হবে মুম্বাইয়ের রিজিওন্যাল অফিসে ও অন্যান্য প্রার্থীদের নিয়োগ হবে নিউ দিল্লির হেড অফিসে৷
(২) জুনিয়র ক্লার্ক : উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ইংরেজিতে প্রতি মিনিটে ৩৫টি শব্দ ও হিন্দিতে প্রতি মিনিতে ৩০টি শব্দ টাইপ করার সক্ষমতা থাকতে হবে৷ কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ক জ্ঞান থাকা আবশ্যক৷ ইংরেজি শর্টহ্যান্ডে পারদর্শী হলে ভালো হয়৷ বয়স : ১ নভেম্বর, ২০২১-এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৩ (জেনাঃ ১, ওবিসি ২)৷ বেতনক্রম : ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷ ওবিসি প্রার্থীদের নিয়োগ হবে কলকাতা ও মুম্বাইয়ের রিজিওন্যাল অফিসে এবং জেনারেল প্রার্থীর নিয়োগ হবে মুম্বাইয়ের রিজিওন্যাল অফিসে৷
(৩) প্রোগ্রাম অফিসার : আকাদেমি স্বীকৃত ভাষা / সাহিত্যে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজ করার অভিজ্ঞতা আবশ্যক৷ লেখক ও প্রকাশকদের সঙ্গে পরিচয় এবং বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ক জ্ঞান থাকতে হবে৷ সাহিত্যে রিসার্চ ডিগ্রি এবং ইংরেজি, হিন্দি ও অন্যান্য ভাষায় জ্ঞান থাকলে ভালো হয়৷ বয়স : ১ নভেম্বর, ২০২১-এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ২ (অসংরক্ষিত)৷ বেতনক্রম : ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা৷ নিয়োগ হবে নিউ দিল্লির হেড অফিসে৷
(৪) সিনিয়র অ্যাকাউন্ট্যান্ট : কমার্সে গ্র্যাজুয়েট হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজ করার অভিজ্ঞতা আবশ্যক৷ সরকারি নিয়মনীতি ও কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ক জ্ঞান থাকতে হবে৷ বিভিন্ন ধরনের অ্যাকাউন্টস ফর্ম তৈরির দক্ষতা আবশ্যক৷ ইংরেজিতে ড্রাফট তৈরির সক্ষমতা থাকলে ভালো হয়৷ বয়স : ১ নভেম্বর, ২০২১-এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ২ (জেনা ১, শারীরিকভাবে প্রতিবন্ধী ১)৷ বেতনক্রম : ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷ নিয়োগ হবে নিউ দিল্লির হেড অফিসে৷
(৫) সেলস-কাম-এক্সিবিশন অ্যাসিস্ট্যান্ট : গ্র্যাজুয়েশন বা সমতুল পাশ হতে হবে৷ বই বিক্রির বিভিন্ন প্রক্রিয়া ও কম্পিটার অ্যাপ্লিকেশন বিষয়ক জ্ঞান থাকা আবশ্যক৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে৷ এক্সিবিশনের কাজে ৫ বছর কাজ করার অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স : ১ নভেম্বর, ২০২১-এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম : ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷ নিয়োগ হবে বেঙ্গালুরুর রিজিওন্যাল অফিসে৷
(৬) অ্যাসিস্ট্যান্ট এডিটর : আকাদেমি স্বীকৃত ভাষা / সাহিত্যে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজ করার অভিজ্ঞতা আবশ্যক৷ বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ক জ্ঞান থাকতে হবে৷ ইংরেজি, হিন্দি ও সংশ্লিষ্ট আঞ্চলিক ভাষায় জ্ঞান থাকতে হবে৷ সাহিত্যে রিসার্চ ডিগ্রি, জার্নালিজমে ডিপ্লোমা, ভারতীয় সাহিত্য বিষয়ক জ্ঞান, গবেষণার অভিজ্ঞতা ও প্রকাশিত রচনা থাকলে ভালো হয়৷ বয়স : ১ নভেম্বর, ২০২১-এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম : ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা৷ নিয়োগ হবে নিউ দিল্লির হেড অফিসে৷
(৭) অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান : লাইব্রেরি সায়েন্সে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজ করার অভিজ্ঞতা আবশ্যক৷ কম্পিউটার অ্যাপ্লিকেশন (লাইব্রেরিতে) এবং মাতৃভাষা ও অন্যান্য দুটি ভারতীয় ভাষায় জ্ঞান থাকতে হবে৷ সাহিত্য বিষয়ক জ্ঞান, সাহিত্যিক মহলে পরিচিতি ও লাইব্রেরি রিসার্চে অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স : ১ নভেম্বর, ২০২১-এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম : ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা৷ নিয়োগ হবে নিউ দিল্লির হেড অফিসে৷
(৮) ডেপুটি সেক্রেটারি জেনারেল : আকাদেমি স্বীকৃত ভাষায় পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজ করার অভিজ্ঞতা ও কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ক জ্ঞান থাকা আবশ্যক৷ সাহিত্যে রিসার্চ / ডক্টরাল ডিগ্রি এবং বই প্রকাশনা ও সম্পাদনার কাজে জ্ঞান ও অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স : ১ নভেম্বর, ২০২১-এর হিসেবে ৫০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (তঃজাঃ)৷ বেতনক্রম : ৬৭,৭০০ টাকা থেকে ২,০৮,৭০০ টাকা৷ নিয়োগ হবে নিউ দিল্লির হেড অফিসে৷
সব পদের বেলায় কেন্দ্রীয় নিয়মানুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে http://www.sahitya-akademi.gov.in ওয়েবসাইটে প্রদত্ত নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্ত করার আগে প্রার্থীকে ন্যাশনাল কেরিয়ার সার্ভিস (এনসিএস) পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্তের সঙ্গে সাম্প্রতিককালে তোলা একটি পাসপোর্ট ছবি এবং শিক্ষাগত যোগ্যতার নথিপত্র ও অভিজ্ঞতার প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি একত্রে একটি খামে ভরে তার উপর “Application for the post of ……………” লিখে পাঠাতে এই ঠিকানায় -“To The Secretary, Sahitya Akademi, Rabindra Bhavan, 35, Ferozshah Road, New Delhi – 110001৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official Website: http://sahitya-akademi.gov.in/
Official Notification: https://skyblue-whale-177127.hostingersite.com/wp-content/uploads/2021/10/sahitya-akademi.pdf