Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

RECRUITMENT OF 5 DEFENCE CIVILIANS / ডিফেন্স সিভিলিয়ান

HQ Movement Control Group is going to recruit Defence Civilians at New Missamari (Assam), Dimapur (Assam), Tenga (Arunachal Pradesh).

Post: Masalchi, Barber, MTS (Messanger), Mess Waiter

Total Vacancy: 5

Eligibility: Matriculation pass, Proficiency in relevant jobs.

Age limit: 18 to 25 years

Pay scale: Rs. 18,000 – Rs. 56,900

Last Date of Receipt of Application: 26th November, 2021

………………………………..

এইচকিউ ২২ মুভমেন্ট কন্ট্রোল গ্রুপ মাসালচি, বার্বার, এমটিএস (ম্যাসেঞ্জার), মেস ওয়েটার পদে ৫ জন নিয়োগ করবে৷ দরখাস্ত পাঠাতে হবে ২৬ নভেম্বর, ২০২১-এর মধ্যে৷ বয়স হতে হবে ২৬ নভেম্বর, ২০২১-এর হিসেবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ সরকারি নিয়মানুসারে তপশিলি জাতি ও উপজাতি, ওবিসি, প্রাক্তন সমরকর্মী প্রার্থীরা বয়সের ছাড় পাবেন৷ বেতনক্রম : ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা৷

পদ অনুযায়ী যোগ্যতা : (১) মাসালচি : মাধ্যমিক বা সমতুল পাশ ও সংশ্লিষ্ট কাজে দক্ষ হতে হবে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ নিয়োগ হবে নিউ মিশামারি-তে (অসম)৷

(২) বার্বার : মাধ্যমিক বা সমতুল পাশ ও সংশ্লিষ্ট কাজে দক্ষ হতে হবে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ নিয়োগ হবে নিউ মিশামারি-তে (অসম)৷

(৩) এমটিএস (ম্যাসেঞ্জার) : মাধ্যমিক বা সমতুল পাশ ও সংশ্লিষ্ট কাজে দক্ষ হতে হবে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ নিয়োগ হবে ডিমাপুর-এ (অসম)৷

(৪) বার্বার : মাধ্যমিক বা সমতুল পাশ ও সংশ্লিষ্ট কাজে দক্ষ হতে হবে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ নিয়োগ হবে টেঙ্গা-তে (অরুণাচল প্রদেশ)৷

(৫) মেস ওয়েটার : মাধ্যমিক বা সমতুল পাশ ও সংশ্লিষ্ট ট্রেডে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷  শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ নিয়োগ হবে টেঙ্গা-তে (অরুণাচল প্রদেশ)৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে সাদা ফুলস্কেপ কাগজের একদিকে নিম্নে সংযুক্ত বয়ানে৷ নির্দেশানুসারে দরখাস্তের সঙ্গে মাধ্যমিকের রেজাল্ট ও শংসাপত্র, কাস্ট সার্টিফিকেট (যদি থাকে), সাম্প্রতিক কালে তোলা ৬টি পাসপোর্ট ছবি ও অন্যান্য আনুষঙ্গিক নথিপত্রের স্ব-প্রত্যয়িত প্রতিলিপি এবং নাম ঠিকানা লেখা ২টি খাম (২৫টাকার স্ট্যাম্প-সহ)  একত্রে একটি খামে ভরে তার উপর ‘Application for the post of ………. Category ……. ” লিখে পাঠাতে এই ঠিকানায়-To The Group Commander, HQ 22 Movement Control Group, PIN-900328, c/o 99 APO৷

প্রার্থী বাছাই পদ্ধতি : প্রার্থী বাছাই করা হবে Narangi Cantt. Guwahati (Assam)-তে লিখিত / প্র্যাক্টিক্যাল / ট্রেড টেস্টের মাধ্যমে৷

Official Notification: https://skyblue-whale-177127.hostingersite.com/wp-content/uploads/2021/11/Notification-Defence-Civilians-Barber-Other-posts.pdf

 

Share it :