Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

RECRUITMENT OF VETERINARY GRADUATES IN INDIAN ARMY / ইন্ডিয়ান আর্মিতে নিয়োগ

Indian army has invited applications from qualified male veterinary graduates for Short Service Commission (SSC) in Remount Veterinary Corps (RVC).

PostVeterinary Graduate

Eligibility: BVSc./ BVSc. & AH degree

Age limit: 21 to 32 years as on 18th November, 2021

Pay scale: Officers, on commissioning in the rank of Captain are entitled to pay matrix of level 10(B) Rs. 61,300, Military Service Pay of Rs. 15,500 & other allowances.

Last date of receipt of offline application: 18th November, 2021

……………………….

ভারতীয় সেনাবাহিনী শর্ট সার্ভিস কমিশনের মাধ্যমে রিমাউন্ট ভেটেরিনারি কর্পসে ভেটেরিনারি গ্র্যাজুয়েট ছেলেদের নিয়োগ করবে৷ দরখাস্ত পাঠাতে হবে ১৮ নভেম্বর, ২০২১ বিকেল ৫টার মধ্যে৷ যোগ্যতা : ভেটেরিনারি সায়েন্স / ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজব্যান্ড্রি বিষয়ে কমপক্ষে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে৷ বয়স : ১৮ নভেম্বর, ২০২১-এর হিসেবে ২১ থেকে ৩২ বছরের মধ্যে৷ ট্রেনিং : নির্বাচিত প্রার্থীদের ট্রেনিং হবে মীরাট ক্যান্টনমেন্টের আরভিসি সেন্টার অ্যান্ড কলেজে৷ ট্রেনিং শেষে ক্যাপ্ঢেন পদে নিয়োগ করা হবে৷ বেতনক্রম : লেভেল ১০ (বি) অনুযায়ী ৬১,৩০০ টাকা ও মিলিটারি সার্ভিস পে ২০,০০০ টাকা পাওয়া যাবে৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে সাদা ফুল স্কেপ কাগজের (২১ সেমি´ ৩৬ সেমি) একদিকে www.joinindianarmy.nic.in ওয়েবসাইটে প্রদত্ত নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা স্বপ্রত্যয়িত ছবি সেঁটে দিতে হবে৷ নির্দেশানুসারে দরখাস্ত পূরণ করার পর তার সঙ্গে নিজের নাম-ঠিকানা লেখা দুটি খাম (স্ট্যাম্পসহ) এবং শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, মাধ্যমিকের শংসাপত্র (বয়সের প্রমাণপত্র হিসেবে) ও অন্যান্য নথিপত্রের (বিজ্ঞপ্তি অনুসারে) স্বপ্রত্যয়িত প্রতিলিপি একত্রে একটি খামে ভরে তার উপর লাল কালিতে “Application for Short Service Commission in RVC” লিখে অর্ডিনারি / রেজিস্টার্ড / স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে এই ঠিকানায় —To The Directorate General Remount Veterinary Services (RV-1), QMG’s Branch, Integrated Headquarters of Mod (Army), West Block-3, Ground Floor, Wing No.-4, RK Puram, New Delhi – 110066৷

প্রার্থী বাছাই পদ্ধতি : শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে শর্টলিস্ট করা প্রার্থীদের এসএসবি ইন্টারভিউ ও মেডিকেল টেস্টের মাধ্যমে নির্বাচিত করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লিখিত ওয়েবসাইট দেখুন৷

Official website: www.joinindianarmy.nic.in

Official notification: https://skyblue-whale-177127.hostingersite.com/wp-content/uploads/2021/10/Army_SSC_RVC_2021.pdf

Share it :