RITES Ltd. is going to hire 48 Graduate Engineer Trainees through GATE 2020 and GATE 2021.
Post: Graduate Engineer Trainee (Civil/Mechanical/Electrical)
Total vacancy: 48. Graduate Engineer Trainee (Civil Engineering): 25 (UR: 14, EWS: 3, OBC (NCL): 6, SC: 2), Graduate Engineer Trainee (Mechanical Engineering): 15 (UR: 7, EWS: 2, OBC (NCL): 4, SC: 2), Graduate Engineer Trainee (Electrical Engineering): 8 (UR: 2, EWS: 1, OBC (NCL): 2, SC: 2, ST:1)
Eligibility: B.E/B.Tech/B.Sc. (Engineering) degree, Valid GATE 2020/2021 Score.
Age limit: 21 to 30 years (as on 1 July, 2021)
Pay scale: Rs. 40,000 – Rs. 1,40,000
Last date of online application: 25 August, 2021
Application fee: Rs. 600 (Rs. 300 for SC/ST/EWS/PWD)
………………………………………
কেন্দ্রীয় সরকারের রেল মন্ত্রকের অধীন রাইটস লিমিটেড ‘গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি’ পদে ৪৮ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ প্রার্থীদের অবশ্যই ২০২০ বা ২০২১ সালের গেট পরীক্ষার স্কোর কার্ড থাকতে হবে৷
বয়স: ১ জুলাই, ২০২১ এর হিসেবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২৫ আগস্ট, ২০২১ এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১)গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি, সিভিল ইঞ্জিনিয়ার, ভ্যাকেন্সি নং ১৮/২০: কমপক্ষে ৬০% নম্বর সহ (তঃজাঃ / তঃউঃজাঃ / ওবিসি প্রার্থীদের বেলায় ৫০% নম্বর) সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই / বি.টেক / বি.এসসি ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ গেট পরীক্ষার বিষয় ও কোড – সিভিল ইঞ্জিনিয়ারিং, সিই৷ শূন্যপদ: ২৫ (জেনাঃ ১৪, তঃজাঃ ২, ওবিসি-এনসিএল ৬, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৩)৷
(২)গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ভ্যাকেন্সি নং ১৯/২০: কমপক্ষে ৬০% নম্বর সহ (তঃজাঃ / তঃউঃজাঃ / ওবিসি প্রার্থীদের বেলায় ৫০% নম্বর) মেকানিক্যাল / প্রোডাকশন / ইন্ডাস্ট্রিয়াল / অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই / বি.টেক / বি.এসসি ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ গেট পরীক্ষার বিষয় ও কোড – মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এমই৷ শূন্যপদ: ১৫ (জেনাঃ ৭, তঃজাঃ ২, ওবিসি-এনসিএল ৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷
(৩)গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ভ্যাকেন্সি নং ২০/২০: কমপক্ষে ৬০% নম্বর সহ (তঃজাঃ / তঃউঃজাঃ / ওবিসি প্রার্থীদের বেলায় ৫০% নম্বর) মেকানিক্যাল / প্রোডাকশন / ইন্ডাস্ট্রিয়াল / অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই / বি.টেক / বি.এসসি ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ গেট পরীক্ষার বিষয় ও কোড – ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইই৷ শূন্যপদ: ৮ (জেনাঃ ২, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি-এনসিএল ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷
বেতনক্রম: ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.rites.com ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ৬০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী / আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের বেলায় ৩০০ টাকা), অনলাইনে জমা দিতে হবে, জিএসটি অতিরিক্ত৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর রেজিস্ট্রেশন আইডি সহ সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: www.rites.com
Click here to download the official notification: https://skyblue-whale-177127.hostingersite.com/wp-content/uploads/2021/09/RITES-LIMITED_18-20_20_GET_ad_pdf-2021-Jul-30-15-36-11.pdf