RRB NTPC NOTIFICATION 2025 (GRADUATE) OUT
CENTRALIZED EMPLOYMENT NOTICE (CEN) No.06/2025
Indian Railway Recruitment Board invites applications for the following posts.
Post: Chief Commercial Cum Ticket Supervisor, Station Master, Goods Train Manager, Junior Account Assistant Cum Typist, Senior Clerk Cum Typist, Traffic Assistant.
Total Vacancy: 5810. Chief Commercial Cum Ticket Supervisor: 161, Station Master: 615, Goods Train Manager: 3416, Junior Account Assistant Cum Typist: 921, Senior Clerk Cum Typist: 638, Traffic Assistant: 59.
Eligibility: Graduate
Age-limit: 18 to 33 years (as on 01/01/2026).
Pay Scale: Post-wise different
Application Fee: Rs. 500 (SC, ST, ESM, Female, EBC, and Transgender is Rs. 250).
Last Date of Online Application: 20th November, 2025.
……………………………………….
নন–টেকনিক্যাল পপুলার ক্যাটেগরিতে রেলে ৫৮১০ কর্মী
কেন্দ্রীয় রেল মন্ত্রকের কলকাতা, মালদা ও শিলিগুড়ি-সহ ২১ টি রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের নন-টেকনিক্যাল পপুলার ক্যাটেগরিতে NTPC) চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট পদে (CEN 06/2025) ৫৮১০ জন পুরুষ ও মহিলা নিয়োগ করা হবে৷অনলাইনে দরখাস্ত করতে হবে ২০ নভেম্বর, ২০২৫-এর মধ্যে৷
যোগ্যতা: যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন৷
বয়স: ১ জানুয়ারি, ২০২৬ অনুযায়ী ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে৷প্রার্থীরা ৫ বছর, ওবিসি প্রার্থীরা ৩ বছর, প্রতিবন্ধী জেনারেল প্রার্থীরা ১০ বছর, প্রতিবন্ধী ওবিসি প্রার্থীরা ১৩ বছর ও প্রতিবন্ধী তপশিলি প্রার্থীরা ১৫ বছরের ছাড় পাবেন৷
মেডিক্যাল স্ট্যান্ডার্ড: (১) চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার: B2- শারীরিকভাবে সুস্থ হতে হবে৷চশমা ছাড়া ও চশমা সহ দূরের দৃষ্টিশক্তি ৬/৯, ৬/১২৷সেক্ষেত্রে চশমার পাওয়ার 4D-র বেশি হওয়া চলবে না৷চশমা ছাড়া ও চশমা সহ কাছের দৃষ্টিশক্তি এসএন ০.৬, ০.৬৷বাইনো কুলার টেস্ট পাশ করতে হবে৷
(২) স্টেশন মাস্টার: A2- শারীরিকভাবে সুস্থ হতে হবে৷চশমা ছাড়া দূরের দৃষ্টিশক্তি ৬/৯, ৬/৯৷চশমাছাড়া কাছের দৃষ্টিশক্তি এসএন০.৬, ০.৬৷বাইনোকুলার ভিশন টেস্ট, কালার ভিশন টেস্ট, নাইট ভিশন টেস্ট, মায়োপিক ভিশন টেস্ট পাশ হতে হবে৷
(৩) গুডস ট্রেন ম্যানেজার: A2- শারীরিকভাবে সুস্থ হতে হবে৷চশমাছাড়া দূরের দৃষ্টিশক্তি ৬/৯, ৬/৯৷চশমাছাড়া কাছের দৃষ্টিশক্তি এসএন ০.৬, ০.৬৷বাইনোকুলার ভিশন টেস্ট, কালার ভিশন টেস্ট, নাইট ভিশন টেস্ট, মায়োপিক ভিশন টেস্ট পাশ হতে হবে৷
(৪) জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট: C2- শারীরিকভাবে সুস্থ হতে হবে৷চশমাছাড়া বা চশমাসহ দূরের দৃষ্টিতে উভয় চোখে ৬/১২৷চশমাছাড়া বা চশমাসহ কাছের দৃষ্টিশক্তি এসএন ০.৬৷
(৫) সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট: C2- শারীরিকভাবে সুস্থ হতে হবে৷চশমাছাড়া বা চশমাসহ দূরের দৃষ্টিতে উভয় চোখে ৬/১২৷চশমাছাড়া বা চশমাসহ কাছের দৃষ্টিশক্তি এসএন০.৬৷
(৬) ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট: A2- শারীরিকভাবে সুস্থ হতে হবে৷চশমাছাড়া দূরের দৃষ্টিশক্তি ৬/৯, ৬/৯৷চশমাছাড়া কাছের দৃষ্টিশক্তি এসএন০.৬, ০.৬৷বাইনোকুলার ভিশন টেস্ট, কালার ভিশন টেস্ট, নাইট ভিশন টেস্ট, মায়োপিক ভিশন টেস্ট পাশ হতে হবে৷
শূন্যপদ: (১) গুডস ট্রেন ম্যানেজার: ৩৪১৬৷ (২) চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার: ১৬১৷ (৩) জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট: ৯২১৷ (৪) স্টেশন মাস্টার: ৬১৫৷ (৫) সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট: ৬৩৮৷ (৬) ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট: ৫৯৷
বেতনক্রম: (১) গুডস ট্রেন ম্যানেজার: লেভেল ৫৷প্রারম্ভিক বেতন ২৯,২০০টাকা৷ (২) চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার: লেভেল ৬৷প্রারম্ভিক বেতন ৩৫,৪০০ টাকা৷ (৩) জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট: লেভেল ৫৷প্রারম্ভিক বেতন ২৯,২০০টাকা৷ (৪) স্টেশন মাস্টার: লেভেল ৬৷প্রারম্ভিক বেতন ৩৫,৪০০টাকা৷ (৫) সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট: লেভেল ৫৷প্রারম্ভিক বেতন ২৯,২০০ টাকা৷ (৬) ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট: লেভেল ৪৷প্রারম্ভিক বেতন ২৫,৫০০ টাকা৷
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ও শাখা অনুযায়ী পদগুলিতে শূন্যপদ- (ক) রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, কলকাতা: মোট ৬৮৫৷ I) চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার: (১) দক্ষিণ-পূর্ব রেলওয়ে- ৩ (অসংরক্ষিত)৷
II) স্টেশন মাস্টার: (১) পূর্ব রেলওয়ে- ১৩৫ (জেনাঃ ৫৬, তঃজাঃ ২০, তঃউঃজাঃ ১০, ওবিসি ৩৬, আর্থিকভাবে অনগ্রসর ১৩)৷ (২) দক্ষিণ-পূর্ব রেলওয়ে- ২৪ (জেনাঃ ১০, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ২, ওবিসি ৬, আর্থিকভাবে অনগ্রসর ২)৷
III) গুডস ট্রেন ম্যানেজার: (১) পূর্ব রেলওয়ে- ১৫৪ (জেনাঃ ৬৪, তঃজাঃ ২৩, তঃউঃজাঃ ১১, ওবিসি ৪১, আর্থিকভাবে অনগ্রসর ১৫)৷
IV) জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট: (১) পূর্ব রেলওয়ে- ১২৮ (জেনাঃ ৪৪, তঃজাঃ ২০, তঃউঃজাঃ ৭, ওবিসি ৪১, আর্থিকভাবে অনগ্রসর ১৬)৷ (২) দক্ষিণ-পূর্ব রেলওয়ে- ৩১ (জেনাঃ ১৩, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ২, ওবিসি ৮, আর্থিকভাবে অনগ্রসর ৩)৷
V) সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট: (১) চিত্তরঞ্জন লোকো ওয়ার্কশপ- ৭ (জেনাঃ ৪, তঃজাঃ ১, ওবিসি ২)৷ (২) পূর্ব রেলওয়ে- ৯২ (জেনাঃ ৩৯, তঃজাঃ ১৪, তঃউঃজাঃ ৬, ওবিসি ২৪, আর্থিকভাবে অনগ্রসর ৯)৷ (৩) মেট্রো রেলওয়ে- ৩ (জেনাঃ ১, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)৷ (৪) দক্ষিণ-পূর্ব রেলওয়ে- ৪৯ (জেনাঃ ২৫, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ৩, ওবিসি ১২, আর্থিকভাবে অনগ্রসর ৩)৷ VI) ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট: (১) মেট্রো রেলওয়ে- ৫৯ (জেনাঃ ২৫, তঃজাঃ ৯, তঃউঃজাঃ ৪, ওবিসি ১৬, আর্থিকভাবে অনগ্রসর ৫)৷
(খ) রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, মালদা: মোট ৫২২৷ I) স্টেশন মাস্টার: (১) পূর্ব রেলওয়ে- ৩৫ (জেনাঃ ১৫, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ২, ওবিসি ৯, আর্থিকভাবে অনগ্রসর ৩)৷
II) গুডস ট্রেন ম্যানেজার: (১) পূর্ব রেলওয়ে- ৪৪৬ (জেনাঃ ১৮১, তঃজাঃ ৬৯, তঃউঃজাঃ ৪০, ওবিসি ১১৫, আর্থিকভাবে অনগ্রসর ৪১)৷ (২) দক্ষিণ-পূর্ব রেলওয়ে- ১৫ (জেনাঃ ৭, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর ১)৷
III) সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট: (১) পূর্ব রেলওয়ে- ১৬ (জেনাঃ ৬, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ২, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ (২) দক্ষিণ-পূর্ব রেলওয়ে- ১০ (জেনাঃ ৪, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর ১)৷
(গ) রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, শিলিগুড়ি: মোট ২১৷ I) গুডস ট্রেন ম্যানেজার: উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে- ৪ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি ১)৷
II) জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট: উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে- ১৭ (জেনাঃ ৬, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি ৫, আর্থিকভাবে অনগ্রসর ২)৷
(ঘ) রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, আহমেদাবাদ: ৭৯৷
(ঙ) রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, আজমির: ৩৪৫৷
(চ) রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, বেঙ্গালুরু: ২৪১৷
(ছ) রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, ভোপাল: ৩৮২৷
(জ) রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, ভুবনেশ্বর: ২৩১৷
(ঝ) রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, বিলাসপুর: ৮৬৪৷
(ঞ) রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, চণ্ডীগড়: ১৯৯৷
(ট) রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, চেন্নাই: ১৮৭৷
(ঠ) রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, গোরক্ষপুর: ১১১৷
(ড) রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, গুয়াহাটি: ৫৬৷
(ঢ) রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, জম্মু-শ্রীনগর: ৩২৷
(ণ) রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, মুম্বই: ৫৯৬৷
(ত) রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, মুজফফরপুর: ২১৷
(থ) রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, পাটনা: ২৩৷
(দ) রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, প্রয়াগরাজ: ১১০৷
(ধ) রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, রাঁচি: ৬৫১৷
(ন) রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, সেকেন্দ্রাবাদ: ৩৯৬৷
(প) রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, তিরুবনন্তপুরম: ৫৮৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbkolkata.gov.in, মালদা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbmalda.gov.in, শিলিগুড়ি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbsiliguri.gov.in, আহমেদাবাদ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbahmedabad.gov.in, আজমেঢ় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbajmer.gov.in, প্রয়াগরাজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbald.gov.in, বেঙ্গালুরু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbbnc.gov.in, ভোপাল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbbpl.nic.in, ভুবনেশ্বর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbbbs.gov.in, বিলাসপুর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbbilaspur.gov.in, চণ্ডীগড় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডেরবেলায় www.rrbcdg.gov.in, চেন্নাই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbchennai.gov.in, গোরক্ষপুর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbgkp.gov.in, গুয়াহাটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbguwahati.gov.in, জম্মু-শ্রীনগর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbjammu.nic.in, মুম্বই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbmumbai.gov.in, মুজফফরপুর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbmuzaffarpur.gov.in, পাটনা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbpatna.gov.in, রাঁচি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbranchi.gov.in, তিরুবনন্তপুরম রেলওয়েরিক্রুট মেন্টবোর্ডের বেলায় www.rrbthiruvananthapuram.gov.in, সেকেন্দ্রাবাদ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbsecunderabad.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷একজন প্রার্থী কেবলমাত্র একটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের জন্যই আবেদন করতে পারবেন৷তবে একটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অধীনে একাধিক পদে নিজের পছন্দের ক্রম অনুযায়ী আবেদন করা যাবে৷দরখাস্ত পূরণের সময় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি (৩৫ মিমি×৪৫ মিমি বা ৩২০ × ২৪০ পিক্সেল, ২০ থেকে ৫০ কেবি সাইজের মধ্যে), সাদা কাগজে কালো কালিতে করা প্রার্থীর সই (৫০মিমি×২০মিমি বা ১৪০×৬০পিক্সেল, ১০ থেকে ৪০ কেবি সাইজের মধ্যে), তপশিলি সম্প্রদায়ের শংসাপত্র (৫০ থেকে ১০০ কেবি সাইজের মধ্যে) জেপিজি / জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷দরখাস্তফি ৫০০ টাকা (তপশিলি জাতি, তপশিলি উপজাতি, প্রাক্তন সমরকর্মী, শারীরিক প্রতিবন্ধী, মহিলা, রূপান্তরকামী, সংখ্যালঘু, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের জন্য ২৫০টাকা) অনলাইনে জমা দিতে হবে৷প্রথম ধাপের কম্পিউটার ভিত্তিক পরীক্ষার পরে দরখাস্ত ফি থেকে ৪০০ টাকা (তপশিলি জাতি, তপশিলি উপজাতি, প্রাক্তন সমরকর্মী, শারীরিক প্রতিবন্ধী, মহিলা, রূপান্তরকামী, সংখ্যালঘু, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের বেলায় সম্পূর্ণ ২৫০ টাকা) ফেরত দেওয়া হবে৷নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশনের ১ কপি প্রিন্ট নিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: দুই পর্যায়ের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, কম্পিউটার ভিত্তিক টাইপিং স্কিল টেস্ট, কম্পিউটার ভিত্তিক অ্যাপ্ঢিটিউড টেস্ট ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷প্রথম পর্যায়ে ৯০ মিনিটে ১০০ নম্বরের কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় ১০০ টি প্রশ্ণ থাকবে এই সব বিষয়ে- জেনারেল অ্যাওয়ারনেস (৪০টিপ্রশ্ণ, ৪০ নম্বর), ম্যাথমেটিক্স (৩০টিপ্রশ্ণ, ৩ ০নম্বর) ও জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং (৩০টিপ্রশ্ণ, ৩০ নম্বর)৷প্রতিটি ভুল উত্তরের জন্য অতিরিক্ত ১/৩ নম্বর কাটা যাবে৷দ্বিতীয় পর্যায়ে ৯০ মিনিটে ১২০ নম্বরের কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় ১২০ টি প্রশ্ণ থাকবে এইসব বিষয়ে- জেনারেল অ্যাওয়ারনেস (৫০টিপ্রশ্ণ, ৫০ন ম্বর), ম্যাথমেটিক্স (৩৫টিপ্রশ্ণ, ৩৫ নম্বর) ও জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং (৩৫টিপ্রশ্ণ, ৩৫ নম্বর)৷প্রতিটি ভুল উত্তরের জন্য অতিরিক্ত ১/৩ নম্বর কাটা যাবে৷বাংলা, ইংরেজি ও হিন্দি-সহ একাধিক ভাষায় প্রশ্ণ থাকবে৷টাইপিং স্কিল টেস্টে (যদি প্রযোজ্য হয়) কম্পিউটারে প্রতি মিনিটে ৩০ টি ইংরেজি শব্দ বা ২৫ টি হিন্দি শব্দ টাইপ করার গতি থাকতে হবে৷অতিরিক্ত তথ্যের জন্য উল্লিখিত ওয়েবসাইট দেখুন৷
Official Website: www.rrbkolkata.gov.in, www.rrbmalda.gov.in, www.rrbsiliguri.gov.in
Official Notification: Click Here





