Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

RRB NTPC NOTIFICATION 2025 (UNDER GRADUATE) OUT

CENTRALIZED EMPLOYMENT NOTICE (CEN) No.07/2025

Indian Railway Recruitment Board invites applications for the following posts.

Post: Commercial cum Ticket Clerk, Account Clerk Cum Typist, Junior Clerk Cum Typist, Trains Clerk

Total Vacancy: 3058.

Eligibility:  10+2 pass.

Age-limit: 18 to 30 years (as on 01/01/2026).

Pay Scale: Post-wise different.

Application Fee: Rs. 500 (SC, ST, ESM, Female, EBC, and Transgender is Rs. 250).

Last Date of Online Application:  27th November, 2025.

…………………………………………..

ননটেকনিক্যাল পপুলার ক্যাটেগরিতে রেলে ৩,০৫৮ ক্লার্ক ও টাইপিস্ট

কেন্দ্রীয় রেল মন্ত্রকের কলকাতা, মালদা ও শিলিগুড়ি-সহ ২১ টি রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের নন-টেকনিক্যাল পপুলার ক্যাটেগরিতে উচ্চমাধ্যমিক যোগ্যতায় কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, ট্রেন ক্লার্ক পদে (CEN 07/2025) ৩,০৫৮ জন পুরুষ ও মহিলা নিয়োগ করা হবে৷অনলাইনে দরখাস্ত করতে হবে ২৭ নভেম্বর, ২০২৫-এর মধ্যে৷

যোগ্যতা:  ৫০ শতাংশ নম্বর-সহ যেকোনো শাখার উচ্চমাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদন ক রতে পারবেন৷তপশিলি ও প্রতিবন্ধী প্রার্থীদের উচ্চমাধ্যমিকে নম্বরের কোনো কড়াকড়ি নেই৷

বয়স: ১ জানুয়ারি, ২০২৬ অনুযায়ী ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷প্রার্থীরা ৫ বছর, ওবিসি প্রার্থীরা ৩ বছর, প্রতিবন্ধী জেনারেল প্রার্থীরা ১০ বছর, প্রতিবন্ধী ওবিসি প্রার্থীরা ১৩ বছর ও প্রতিবন্ধী তপশিলি প্রার্থীরা ১৫ বছরের ছাড় পাবেন৷

মেডিক্যাল স্ট্যান্ডার্ড: (১) কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক: B2- শারীরিকভাবে সুস্থ হতে হবে৷ চশমাছাড়া ও চশমাসহ দূরের দৃষ্টিশক্তি ৬/৯, ৬/১২৷ সেক্ষেত্রে চশমার পাওয়ার 4D-র বেশি হওয়া চলবে না৷ চশমা ছাড়া ও চশমাসহ কাছের দৃষ্টিশক্তি এসএন ০.৬, ০.৬৷ বাইনোকুলার ভিশন টেস্ট পাশ করতে হবে৷

(২) জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট: C2- শারীরিকভাবে সুস্থ হতে হবে৷ চশমাছাড়া বা চশমাসহ দূরের দৃষ্টিতে উভয়চোখে ৬/১২৷ চশমাছাড়া বা চশমাসহ কাছের দৃষ্টিশক্তি এসএন০.৬৷

(৩) অ্যাকাউন্টস ক্লার্ক কামটাইপিস্ট: C2- শারীরিকভাবে সুস্থ হতে হবে৷ চশমাছাড়া বা চশমাসহ দূরের দৃষ্টিতে উভয় চোখে ৬/১২৷ চশমাছাড়া বা চশমাসহ কাছের দৃষ্টিশক্তি এসএন০.৬৷

(৪) ট্রেন ক্লার্ক: A3- শারীরিকভাবে সুস্থ হতে হবে৷ চশমা ছাড়া ও চশমাসহ দূরের দৃষ্টিশক্তি ৬/৯, ৬/৯৷ সেক্ষেত্রে চশমার পাওয়ার 2D-র বেশি হওয়া চলবেনা৷ চশমাছাড়া ও চশমাসহ কাছের দৃষ্টিশক্তি এসএন ০.৬, ০.৬৷বাইনোকুলার ভিশন টেস্ট, মায়োপিক ভিশনটেস্ট, নাইটভিশন টেস্ট পাশ করতে হবে৷

শূন্যপদ: (১) কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক: ২৪২৪৷ (২) জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট: ১৬৩৷ (৩) অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট: ৩৯৪৷ (৪) ট্রেন ক্লার্ক: ৭৭৷

বেতনক্রম: (১) কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক: লেভেল ৩৷প্রারম্ভিক বেতন ২১৭০০টাকা৷ (২) জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট: লেভেল ২৷প্রারম্ভিক বেতন ১৯৯০০টাকা৷ (৩) অ্যাকাউন্টসক্লার্ক কাম টাইপিস্ট: লেভেল ২৷প্রারম্ভিক বেতন ১৯৯০০টাকা৷ (৪) ট্রেন ক্লার্ক: লেভেল২৷প্রারম্ভিক বেতন ১৯৯০০টাকা৷

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ও শাখা অনুযায়ী পদগুলিতে শূন্যপদ- (ক) রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, কলকাতা: মোট ৪৯৯৷ I) কমার্শিয়াল কাম টিকিটক্লার্ক: (১) পূর্ব রেলওয়ে- ২৮৯  (জেনাঃ ১২০, তঃজাঃ ৪৩, তঃউঃজাঃ ২১, ওবিসি ৭৭, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২৮)৷  (২) দক্ষিণ-পূর্ব রেলওয়ে-  ৫৫ (জেনাঃ ২৪, তঃজাঃ ৯, তঃউঃজাঃ৬, ওবিসি ১৫, আর্থিকভাবে অনগ্রসর ১)৷  (৩) মেট্রো রেলওয়ে-   ১০ ( জেনাঃ ৪, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ২)৷

II) অ্যাকাউন্টসক্লার্ক কাম টাইপিস্ট: (১) পূর্ব রেলওয়ে-  ৭৮ ( জেনাঃ ৩২, তঃজাঃ ১১, তঃউঃজাঃ ৬, ওবিসি ২২, আর্থিকভাবে অনগ্রসর ৭)৷  (২) দক্ষিণ-পূর্ব রেলওয়ে-  ৪ ( জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি ১)৷

III) জুনিয়রক্লার্ক কাম টাইপিস্ট: (১) চিত্তরঞ্জন লোকো ওয়ার্কশপ – ১৪ (জেনাঃ ৭, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবেঅনগ্রসর ১)৷  (২) দক্ষিণ-পূর্ব রেলওয়ে-  ৩৪ (জেনাঃ ১৯, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ১, ওবিসি ৭, আর্থিকভাবে অনগ্রসর ৩)৷

IV) ট্রেনক্লার্ক: পূর্ব রেলওয়ে- ১৫ (জেনাঃ ৭, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর ১)৷

(খ) রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, মালদা: মোট ১৯৬৷  I) কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক:  পূর্ব রেলওয়ে-  ১৪৯ (জেনাঃ ৬০, তঃজাঃ ২২, তঃউঃজাঃ ১১, ওবিসি ৪১, আর্থিকভাবে অনগ্রসর ১৫)৷  (২) দক্ষিণ-পূর্ব রেলওয়ে-   ৪০ (জেনাঃ ১৬,  তঃজাঃ ৬, তঃউঃজাঃ ৪, ওবিসি ১০, আর্থিকভাবে অনগ্রসর ৪)৷   II) জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট: (১)  দক্ষিণ-পূর্ব রেলওয়ে- ৭ (জেনাঃ ৩,  তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর ১)৷

(গ) রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, শিলিগুড়ি: মোট ৭৷ I)  অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট: উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে-  ৬ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর ১)৷   II) ট্রেনক্লার্ক : উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে-  ১ ( অসংরক্ষিত)৷

(ঘ) রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, আহমেদাবাদ: ১৫৩৷

(ঙ) রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, আজমির:  ১১৬৷

(চ) রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, বেঙ্গালুরু:  ৫৪৷

(ছ) রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, ভোপাল:  ১২৩৷

(জ) রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, ভুবনেশ্বর:  ১৮৷

(ঝ) রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, বিলাসপুর:  ৬৯৷

(ঞ) রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, চণ্ডীগড়: ২৪৷

(ট) রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, চেন্নাই:  ৮০৷

(ঠ) রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, গোরক্ষপুর: ১৭৩৷

(ড) রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, গুয়াহাটি: ১৩৫৷

(ঢ) রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, জম্মু-শ্রীনগর: ১৩৭৷

(ণ) রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, মুম্বাই:  ৪৯৪৷

(ত) রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, মুজফফরপুর:  ৩৯৷

(থ) রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, পাটনা:  ২৪৷

(দ) রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, প্রয়াগরাজ: ৩০৩৷

(ধ) রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, রাঁচি:  ৫৬৷

(ন) রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, সেকেন্দ্রাবাদ:  ২৭২৷

(প) রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, তিরুবনন্তপুরম:  ৮৬৷

আবেদন করার পদ্ধতি:  দরখাস্ত করতে হবে অনলাইনে কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbkolkata.gov.in, মালদা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbmalda.gov.in, শিলিগুড়ি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbsiliguri.gov.in, আহমেদাবাদ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbahmedabad.gov.in, আজমেঢ় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbajmer.gov.in, প্রয়াগরাজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbald.gov.in, বেঙ্গালুরু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbbnc.gov.in, ভোপাল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbbpl.nic.in, ভুবনেশ্বর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbbbs.gov.in, বিলাসপুর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbbilaspur.gov.in, চণ্ডীগড় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbcdg.gov.in, চেন্নাই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbchennai.gov.in, গোরক্ষপুর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbgkp.gov.in, গুয়াহাটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbguwahati.gov.in, জম্মু-শ্রীনগর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbjammu.nic.in, মুম্বই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbmumbai.gov.in, মুজফফরপুর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbmuzaffarpur.gov.in, পাটনা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbpatna.gov.in, রাঁচি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbranchi.gov.in, তিরুবনন্তপুরম রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbthiruvananthapuram.gov.in, সেকেন্দ্রাবাদ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbsecunderabad.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷একজন প্রার্থী কেবলমাত্র একটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের জন্যই আবেদন করতে পারবেন৷দরখাস্ত পূরণের সময় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি (৩৫ মিমি×৪৫ মিমি বা ৩২০×২৪০ পিক্সেল, ৩০ থেকে ৭০ কেবি সাইজের মধ্যে), সাদা কাগজে কালো কালিতে করা প্রার্থীর সই (৫০মিমি×২০মিমি বা ১৪০×৬০পিক্সেল, ৩০ থেকে ৭০ কেবি সাইজের মধ্যে) জেপিজি / জেপিইজি ফরম্যাটে ও তপশিলি সম্প্রদায়ের শংসাপত্র (৫০০ কেবি সাইজের মধ্যে) পিডিএফ ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷দরখাস্তফি ৫০০ টাকা (তপশিলি জাতি, তপশিলি উপজাতি, প্রাক্তন সমরকর্মী, শারীরিক প্রতিবন্ধী, মহিলা, রূপান্তরকামী, সংখ্যালঘু, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের জন্য ২৫০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷প্রথম ধাপের কম্পিউটার ভিত্তিক পরীক্ষার পরে দরখাস্ত ফি থেকে ৪০০ টাকা (তপশিলি জাতি, তপশিলি উপজাতি, প্রাক্তন সমরকর্মী, শারীরিক প্রতিবন্ধী, মহিলা, রূপান্তরকামী, সংখ্যালঘু, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের বেলায় সম্পূর্ণ ২৫০ টাকা) ফেরত দেওয়া হবে৷নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশনের ১ কপি প্রিন্ট নিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: দুই পর্যায়ের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, টাইপিং স্কিলটেস্ট ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷প্রথম পর্যায়ে ৯০ মিনিটে ১০০ নম্বরের কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় ১০০ টি প্রশ্ণ থাকবে এই সব বিষয়ে- জেনারেল অ্যাওয়ারনেস (৪০টিপ্রশ্ণ, ৪০ নম্বর), ম্যাথেমেটিক্স (৩০টিপ্রশ্ণ, ৩০ নম্বর) ও জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং (৩০টিপ্রশ্ণ, ৩০ নম্বর)৷প্রতিটি ভুল উত্তরের জন্য অতিরিক্ত ১/৩ নম্বর কাটা যাবে৷দ্বিতীয় পর্যায়ে ৯০ মিনিটে ১২০ নম্বরের কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় ১২০ টি প্রশ্ণ থাকবে এইসব বিষয়ে- জেনারেল অ্যাওয়ারনেস (৫০টিপ্রশ্ণ, ৫০ নম্বর), ম্যাথেমেটিক্স (৩৫টিপ্রশ্ণ, ৩৫ নম্বর) ও জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং (৩৫টিপ্রশ্ণ, ৩৫ নম্বর)৷প্রতিটি ভুল উত্তরের জন্য অতিরিক্ত ১/৩ নম্বর কাটা যাবে৷ বাংলা, ইংরেজি ও হিন্দি-সহএ কাধিক ভাষায় প্রশ্ণ থাকবে৷ টাইপিং স্কিল টেস্টে (যদি প্রযোজ্য হয়) কম্পিউটারে প্রতি মিনিটে ৩০ টি ইংরেজি শব্দ বা ২৫ টি হিন্দি শব্দ টাইপ করার গতি থাকতে হবে৷অতিরিক্ত তথ্যের জন্য উল্লিখিত ওয়েবসাইট দেখুন৷

Official Website: http://www.rrbkolkata.gov.in , http://www.rrbmalda.gov.in, http://www.rrbsiliguri.gov.in

Official Notification: Click Here

Share it :

Leave a Reply