Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

SBI RECRUITING 1673 PO / স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ১৬৭৩ প্রবেশনারি অফিসার

Advertisement No. CRPD/ PO/2022-23/18

State Bank of India invites online applications for the following post.

Post: Probationary Officer.

Total vacancy: 1673

Eligibility: Graduate

Age limit: 21 to 30 years (as on 1st April, 2022).

Basic Pay: Rs. 41,960

Application Fee: Rs. 750 (SC/ST/PWD candidates are exempted)

Last Date of Online Application: 12/10/2022

…………………….

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রবেশনারি অফিসার পদে ১৬৭৩ জন নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১২ অক্টোবর, ২০২২-এর মধ্যে৷

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ ফাইনাল ইয়ার / সেমেস্টারের ছাত্রছাত্রীরাও দরখাস্ত করতে পারবেন, তবে সেক্ষেত্রে ৩১ ডিসেম্বর, ২০২২-এর মধ্যে প্রাপ্ত গ্র্যাজুয়েশনের রেজাল্ট ইন্টারভিউয়ের সময়ে দেখাতে হবে৷ মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং, চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট ও কস্ট অ্যাকাউন্ট্যান্ট প্রার্থীরাও দরখাস্ত করতে পারবেন৷ বয়স: ১ এপ্রিল, ২০২২-এর হিসেবে ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে৷ তপশিলি সম্প্রদায় ৫ বছর, ওবিসি-এনসিএল প্রার্থীরা ৩ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর (তপশিলি প্রার্থীরা ১৫ বছর, ওবিসি-এনসিএল প্রার্থীরা ১৩ বছর) বয়সের ছাড় পাবেন৷ শূন্যপদের বিন্যাস: মোট শূন্যপদ ১৬৭৩৷ (১) রেগুলার- ১৬০০ (জেনাঃ ৬৪৮, তঃজাঃ ২৪০, তঃউঃজাঃ ১২০, ওবিসি ৪৩২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১৬০)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধীদের জন্য ৬৪টি পদ সংরক্ষিত৷ (২) ব্যাকলগ- ৭৩ (তঃজাঃ ৩০, তঃউঃজাঃ ১১, ওবিসি ৩২)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধীদের জন্য ৫০টি পদ সংরক্ষিত৷ বেতনক্রম: ৩৬,০০০ টাকা থেকে ৬৩,৮৪০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা৷ চাকরির শুরুতে মূল বেতন হবে প্রতি মাসে ৪১,৯৬০ টাকা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে https://www.sbi.co.in/web/careers ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা রঙিন পাসপোর্ট ছবি (৪.৫ সেমি× ৩.৫ সেমি, ২০ কেবি থেকে ৫০ কেবি সাইজের মধ্যে), সাদা কাগজে কালো কালি দিয়ে করা প্রার্থীর সই (১০ কেবি থেকে ২০ কেবি সাইজের মধ্যে), সাদা কাগজে কালো / নীল কালিতে করা প্রার্থীর বাঁহাতের বুড়ো আঙুলের ছাপ (৩ সেমি× ৩ সেমি, ২০ কেবি থেকে ৫০ কেবি সাইজের মধ্যে), সাদা কাগজে কালো কালিতে “I ……………… (name of the candidate), ……………  (Date of Birth), hereby declare that all the information submitted by me in the application form is correct, true and valid. I will present the supporting documents as and when required. The signature, photograph and left-hand thumb impression is of mine” লেখা বয়ান জেপিজি/ জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্ত ফি ৭৫০ টাকা অনলাইনে জমা করতে হবে৷ তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীদের নিজের ক্যাটেগরি ও কোড সঠিকভাবে লিখতে হবে৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে প্রিলিমিনারি পরীক্ষা, মেইন পরীক্ষা, সাইকোমেট্রিক টেস্ট, ইন্টারভিউ ও গ্রুপ এক্সারসাইজ-এর মাধ্যমে৷ ১ ঘণ্টা সময়সীমার ১০০ নম্বরের অবজেক্টিভ টাইপ প্রিলিমিনারি পরীক্ষা হবে এইসব বিষয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ (৩০টি প্রশ্ন), কোয়ান্টিটেটিভ  অ্যাপ্টিটিউড (৩৫টি প্রশ্ন), রিজনিং এবিলিটি (৩৫টি প্রশ্ন)৷ প্রিলিমিনারি-তে সফলদের মেইন পরীক্ষা দিতে হবে৷ মেইন পরীক্ষার দুইটি ভাগ অবজেক্টিভ টেস্ট ও ডেসক্রিপটিভ টেস্ট৷ ৩ ঘণ্টা সময়ের ২০০ নম্বরের অবজেক্টিভ টাইপ পরীক্ষা হবে এইসব বিষয়ে রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপ্টিটিউড (৪০ টি প্রশ্ন), ডেটা অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন (৩০টি প্রশ্ন), জেনারেল / ইকোনমি / ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস (৫০টি প্রশ্ন), ইংলিশ ল্যাঙ্গুয়েজ (৩৫টি প্রশ্ন)৷ ৩০ মিনিটের ৫০ নম্বরের ডেসক্রিপটিভ পরীক্ষা হবে ইংরেজি ভাষায় লেটার ও এসে রাইটিং-এর উপর৷ সব ক্ষেত্রেই নেগেটিভ মার্কিং থাকবে৷ এরপর হবে সাইকোমেট্রিক টেস্ট, গ্রুপ এক্সারসাইজ (২০ নম্বর) ও ইন্টারভিউ (৩০ নম্বর)৷ প্রিলিমিনারি পরীক্ষার কললেটার ডাউনলোড করা যাবে চলতি বছরের ডিসেম্বর মাসের প্রথম / দ্বিতীয় সপ্তাহ থেকে, যার পরীক্ষা হবে ১৭/১৮/১৯/২০ ডিসেম্বর, ২০২২৷ ফলপ্রকাশ হবে ডিসেম্বর, ২০২২ / জানুয়ারি, ২০২৩ নাগাদ৷ মেইন পরীক্ষার কললেটার ডাউনলোড করা যাবে  জানুয়ারি, ২০২৩ / ফেব্রুয়ারি, ২০২৩-এ যার পরীক্ষা ও ফলপ্রকাশ হবে ফেব্রুয়ারি, ২০২৩-এ৷  সাইকোমেট্রিক টেস্ট, গ্রুপ এক্সারসাইজ ও ইন্টারভিউ হবে ফেব্রুয়ারি / মার্চ, ২০২৩-এ৷  ফাইনাল রেজাল্ট ঘোষণা করা হবে মার্চ, ২০২৩-এ৷ পশ্চিমবঙ্গের প্রিলিমিনারি পরীক্ষাকেন্দ্রগুলি হল কলকাতা, আসানসোল, দুর্গাপুর, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি এবং মেইন পরীক্ষাকেন্দ্রগুলি হল কলকাতা, হুগলি, কল্যাণী৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official websitehttps://www.sbi.co.in/web/careers

Official Notification: Click Here

Apply Online: Click Here

Share it :