Advertisement No. CRPD/PO/2021-22/18
State Bank of India invites online applications for the post of Probationary Officer.
Post: Probationary Officer.
Total vacancy: 2056
Eligibility: Graduate
Age limit: 21 to 30 years (as on 1st April, 2021).
Salary: 41,960/-
Last Date of Online Application: 25 October, 2021
…………………………………………………….
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ‘প্রবেশনারি অফিসার’ পদে ২০৫৬ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷দরখাস্ত করতে হবে অনলাইনে ২৫ অক্টোবর, ২০২১-এর মধ্যে৷ শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ ফাইনাল ইয়ার / সেমেস্টারের ছাত্রছাত্রীরাও দরখাস্ত করতে পারবেন তবে ইন্টারভিউয়ের সময়ে গ্র্যাজুয়েশনের রেজাল্ট দেখাতে হবে ৩১ ডিসেম্বর,২০২১ এর মধ্যে৷ চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট বা কস্ট অ্যাকাউন্ট্যান্ট প্রার্থীরাও দরখাস্ত করতে পারবেন৷ বয়স: ১ এপ্রিল, ২০২১-এর হিসেবে ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে (তপশিলি জাতি, তপশিলি উপজাতি প্রার্থীরা ৫ বছর, ওবিসি প্রার্থীরা ৩ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ থেকে ১৫ বছর বয়সের ছাড় পাবেন ক্যাটেগরি অনুযায়ী)৷শূন্যপদের বিন্যাস: মোট শূন্যপদ ২০৫৬ (জেনাঃ ৮১০, তঃজাঃ ৩২৪, তঃউঃজাঃ ১৬২, ওবিসি (নন ক্রিমি লেয়ার) ৫৬০, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২০০)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধীদের জন্য ২৯ টি পদ সংরক্ষিত৷ ওবিসি (ক্রিমি লেয়ার) প্রার্থীরা জেনারেল ক্যাটাগরি হিসাবে পরীক্ষায় বসতে পারেন৷ বেতনক্রম: ৩৬,০০০ টাকা থেকে ৬৩,৮৪০ টাকা সঙ্গে অন্যান্য ভাতা৷ চাকরির শুরুতে সব মিলিয়ে প্রতি মাসে ৪১,৯৬০ টাকা বেতন পাওয়া যাবে৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনেhttps://bank.sbi/careers ওhttps://www.sbi.co.in/careers ওয়েবসাইটের‘Current Openings’ বিভাগে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি ২০ কেবি থেকে ৫০ কেবি সাইজ, সাদা কাগজে কালো কালি দিয়ে করা প্রার্থীর সই ১০ কেবি থেকে ২০ কেবি সাইজ, সাদা কাগজে কালো / নীল কালিতে করা প্রার্থীর বাঁহাতের বুড়ো আঙুলের ছাপ ২০ কেবি থেকে ৫০ কেবি সাইজ, সাদা কাগজে কালো কালিতে নিম্নলিখিত বয়ানটি নিজ হাতে লিখে ৫০ থেকে ১০০ কেবি সাইজের মধ্যে জেপিজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে —“I __ (name of the candidate), ____ (Date of Birth), hereby declare that all the information sunmitted by me in the application form is correct, true and valid. I will present the supporting documents as and when required. The signature, photograph and left-hand thumb impression is of mine”৷ দরখাস্তের ফি ৭৫০ টাকা (তপশিলি জাতি / তপশিলি উপজাতি / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১২৫ টাকা) অনলাইনে জমা করতে হবে৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড এক কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীদের নিজের নিজের ক্যাটেগরি ও কোড সঠিকভাবে লিখতে হবে৷ ক্যাটেগরি অনুযায়ী কোডগুলি হল নিম্নরূপ— এসসি ০১৷ এসসি (এলডি) ০২৷ এসসি (ভিআই) ০৩৷ এসসি (এইচআই) ০৪৷ এসসি (ডি অ্যান্ড ই) ০৫৷ এসটি ০৬৷ এসটি (এলডি) ০৭৷ এসটি (ভিআই) ০৮৷ এসটি (এইচআই) ০৯৷ এসটি (ডি অ্যান্ড ই) ১০৷ ওবিসি ১১৷ ওবিসি (এলডি) ১২৷ ওবিসি (ভিআই) ১৩৷ ওবিসি (এইচআই) ১৪৷ ওবিসি (ডি অ্যান্ড ই) ১৫৷ জেন ১৬৷ জেন (এলডি) ১৭৷ জেন (ভিআই) ১৮৷ জেন (এইচআই) ১৯৷ জেন (ডি অ্যান্ড ই) ২০৷ ইডব্লুএস ২১৷ ইডব্লুএস (এলডি) ২২৷ ইডব্লুএস (ভিআই) ২৩৷ ইডব্লুএস (এইচআই) ২৪৷ ইডব্লুএস (ডি অ্যান্ড ই) ২৫৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে প্রিলিমিনারি পরীক্ষা, মেন পরীক্ষা, গ্রুপ এক্সারসাইজ অ্যান্ড ইন্টারভিউ-এর মাধ্যমে৷১ ঘণ্টা সময়সীমার ১০০ নম্বরের অবজেক্টিভ টাইপ প্রিলিমিনারি পরীক্ষা হবে এইসব বিষয়ে— ইংলিশ ল্যাঙ্গুয়েজ (৩০টি প্রশ্ন), কোয়ান্টিটেটিভ অ্যাপ্ঢিটিউড (৩৫টি প্রশ্ন), রিজনিং এবিলিটি (৩৫টি প্রশ্ন)৷ প্রিলিমিনারি-তে সফলদের মেইন পরীক্ষা দিতে হবে৷ মেইন পরীক্ষার দু’টি ভাগ— অবজেক্টিভ টেস্ট ও ডেসক্রিপটিভ টেস্ট৷ ৩ ঘণ্টা সময়ের ২০০ নম্বরের অবজেক্টিভ টাইপ পরীক্ষা হবে এইসব বিষয়ে— রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপ্ঢিটিউড (৪৫ টি প্রশ্ন), ডেটা অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন (৩৫টি প্রশ্ন), জেনারেল / ইকোনমি / ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস (৪০টি প্রশ্ন), ইংলিশ ল্যাঙ্গুয়েজ (৩৫টি প্রশ্ন)৷ ৩০ মিনিটের ৫০ নম্বরের ডেসক্রিপটিভ পরীক্ষা হবে ইংরেজি ভাষায় লেটার ও এসে রাইটিং-এর ওপর৷ সব ক্ষেত্রেই নেগেটিভ মার্কিং থাকবে৷ সফল হলে গ্রুপ এক্সারসাইজ (২০ নম্বর) অ্যান্ড ইন্টারভিউ (৩০ নম্বর)-এর জন্য ডাকা হবে৷ প্রিলিমিনারি পরীক্ষার কললেটার ডাউনলোড করা যাবে চলতি বছরের নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে যার পরীক্ষা হবে নভেম্বর / ডিসেম্বর মাস নাগাদ৷ ফল প্রকাশ হবে ডিসেম্বর মাস নাগাদ৷ মেইন পরীক্ষার কললেটার ডাউনলোড করা যাবে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে যার পরীক্ষা হবে ডিসেম্বর মাসেই৷ ফল প্রকাশ হবে ২০২২ এর জানুয়ারি মাসে৷ ইন্টারভিউয়ের কললেটার ডাউনলোড করা যাবে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের প্রথর্ম সপ্তাহ থেকে৷ গ্রুপ এক্সারসাইজ অ্যান্ড ইন্টারভিউ হবে ফেব্রুয়ারি মাসে৷ ফাইনাল রেজাল্ট ঘোষণা করা হবে মার্চ ২০২২-এ৷ পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্রগুলি হল এইরকম, প্রিলিমিনারি পরীক্ষা— কলকাতা, আসানসোল, বহরমপুর, বর্ধমান, দুর্র্গাপুর, হুগলি, হাওড়া, কল্যাণী, শিলিগুড়ি৷ মেইন— কলকাতা, হুগলি, কল্যাণী৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট দু’টি৷
Official website: https://bank.sbi/web/careers#lattest
Get details: