Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

SECIL RECRUITING 21 YOUNG PROFESSIONALS / এসইসিআইএল-এ ১৫ ইয়ং প্রফেশনাল

Solar Energy Corporation of India Limited is inviting applications for the following posts.

Post: Young Professional

Total Vacancy: 15

Eligibility: 10th/ITI/Diploma/Graduate (Post-wise different)

Age-limit: 30 years as on 25/11/2022.

Salary: The remuneration to these Professionals is proposed to be consolidated fixed amount of Rs. 70,000/- per month for first year, Rs. 75,000/- per month for second year, and Rs. 80,000/- per month for third year, for candidates who opt for three-year induction.

Last Date of Online Application: 25/11/2022 till 5 pm.

……………………….

সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড ইয়ং প্রফেশনাল পদে ১৫ জন নিয়োগ করবে চুক্তির ভিত্তিতে৷ কাজের মেয়াদ হবে ১ থেকে ৩ বছরের৷ বয়স হতে হবে ২৫ নভেম্বর, ২০২২ অনুযায়ী ৩০ বছরের মধ্যে৷ প্রতি মাসে এককালীন বেতন হবে প্রথম বছরে ৭০,০০০ টাকা, দ্বিতীয় বছরে ৭৫,০০০ টাকা, তৃতীয় বছরে ৮০,০০০ টাকা৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২৫ নভেম্বর, ২০২২ বিকেল ৫ টা-র মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) ইয়ং প্রফেশনাল (ফিন্যান্স): কমপক্ষে ৬০ শতাংশ নম্বর নিয়ে ফিন্যান্স বিষয়ে স্পেশালাইজেশনসহ সিএ / সিএমএ / ২ বছরের এমবিএ পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ থেকে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ শূন্যপদ: ৩৷

(২) ইয়ং প্রফেশনাল (ইনফরমেশন টেকনোলজি): কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ কম্পিউটার সায়েন্স / ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ারিং শাখায় ডিগ্রি পাশ বা এমসিএ পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ শূন্যপদ: ২৷

(৩) ইয়ং প্রফেশনাল (হাইড্রোজেন এনার্জি): কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ মেকানিক্যাল / কেমিক্যাল / ইলেকট্রিক্যাল / ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বা ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ শূন্যপদ: ১৷

(৪) ইয়ং প্রফেশনাল (ইভি-চার্জিং স্টেশন): কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ মেকানিক্যাল / ইলেকট্রিক্যাল / ইলেকট্রনিকস / অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বা ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ শূন্যপদ: ১৷

(৫) ইয়ং প্রফেশনাল (ব্যাটারি এনার্জি স্টোরেজ): কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ ইলেকট্রিক্যাল / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ শূন্যপদ: ১৷

(৬) ইয়ং প্রফেশনাল (রুফটপ সোলার): কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ ইলেকট্রিক্যাল / ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ শূন্যপদ: ১৷

(৭) ইয়ং প্রফেশনাল (বিজনেস ডেভেলপমেন্ট): কমপক্ষে ৬০ শতাংশ নম্বর নিয়ে বিই / বিটেক / এমটেক ও মার্কেটিং / ইন্টারন্যাশনাল বিজনেস / পাওয়ার ম্যানেজমেন্ট বিষয়ে স্পেশালাইজেশনসহ  ২ বছরের এমবিএ / পিজি ডিপ্লোমা পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ শূন্যপদ: ১৷

(৮) ইয়ং প্রফেশনাল (লিগ্যাল): গ্র্যাজুয়েটসহ ৩ বছরের এলএলবি বা ৫ বছরের ইন্টিগ্রেটেড এলএলবি পাশ হতে হবে এবং যে কোনো স্টেট বার কাউন্সিলে অ্যাডভোকেট হিসেবে নথিভুক্ত হওয়ার যোগ্যতা থাকতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ মাস্টার্স অফ ল পাশ হলে ও রেগুলেটরি ল বিষয়ে স্পেশালাইজেশন থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ১৷

(৯) ইয়ং প্রফেশনাল (প্রোজেক্ট ফিন্যান্সিং): কমপক্ষে ৬০ শতাংশ নম্বর নিয়ে ফিন্যান্স বিষয়ে স্পেশালাইজেশনসহ ২ বছরের এমবিএ পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ শূন্যপদ: ১৷

(১০) ইয়ং প্রফেশনাল (রিনিউয়েবেল এনার্জি): কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ মেকানিক্যাল / ইলেকট্রনিক / রিনিউয়েবেল ইঞ্জিনিয়ারিং শাখায় ডিগ্রি পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ শূন্যপদ: ১৷

(১১) ইয়ং প্রফেশনাল (মার্চেন্ট ট্রেডিং): কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ ইলেকট্রিক্যাল / পাওয়ার / পাওয়ার সিস্টেম বিষয়ে ডিগ্রি পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ শূন্যপদ: ১৷

(১২) ইয়ং প্রফেশনাল (নিউ টেকনোলজিস): কমপক্ষে ৬০ শতাংশ নম্বর নিয়ে মার্কেটিং বিষয়ে স্পেশালাইজেশনসহ ২ বছরের এমবিএ পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ থেকে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ শূন্যপদ: ১৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.seci.co.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ নির্দেশ অনুযায়ী পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের এক কপি প্রিন্ট আউট নিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: দরখাস্তের ভিত্তিতে বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official Website: www.seci.co.in

Official Notification: Click Here

Apply Online: Click Here

Share it :