Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

Security Printing and Minting Corporation of India Limited Calcutta branch recruitment of 54 employees / কেন্দ্রীয় প্রিন্টিং প্রেসের কলকাতা শাখায় ৫৪ কর্মী

Advt. No. IGMK/HR (Estt.)/Rect./01/2020

Security Printing and Minting Corporation of India Limited Calcutta branch invites Online applications from eligible and willing Indian citizens.

Post: Supervisor (Tech.Oprs.) (Level–S1) (Post Code-01), Engraver-III (Level–B4) (Post Code-02), Junior Office Assistant (Level–B3) (Post Code-03), Junior Bullion Assistant (Level–B3) ) (Post Code-04), Junior Technician (Electronics) (Level–W1) (Post Code-05).

  

Eligibility: (i) Supervisor (Tech.Oprs.) (Level–S1) (Post Code-01) : 1st Class full time Diploma in Engineering (Mechanical/Civil/Metallurgical). Higher Qualification i.e. B.Tech./B.E./B.Sc.(Engg) in the relevant trade will also be considered.

(ii) Engraver-III (Level–B4) ) (Post Code-02) : Bachelor of Fine Arts (Sculpture/Metal Works/ Painting) with atleast 55% marks.

(iii) Junior Office Assistant (Level–B3) (Post Code-03) : Graduate with at least 55% marks and computer knowledge with typing speed on computer in English @ 40 wpm / in Hindi @ 30 wpm, as per the requirement.

(iv) Junior Bullion Assistant (Level–B3) (Post Code-04) : Graduate with at least 55% marks and computer knowledge with typing speed on computer in English @ 40 wpm / in Hindi @ 30 wpm, as per the requirement.

(v) Junior Technician (Electronics) (Level–W1) (Post Code-05) : Full time ITI Certificate in Electronics Trade along with one year NAC certificate from NCVT.

Age (As on 19.02.2021): (i) Supervisor (Tech.Oprs.) (Level–S1) (Post Code-01) : 18 years to 30 years.

(ii) Engraver-III (Level–B4) ) (Post Code-02) : 18 years to 28 years.

(iii) Junior Office Assistant (Level–B3) (Post Code-03) : 18 years to 28 years.

(iv) Junior Bullion Assistant (Level–B3) (Post Code-04) : 18 years to 28 years.

(v) Junior Technician (Electronics) (Level–W1) (Post Code-05) : 18 years to 25 years.

Total Vacancy: (i) Supervisor (Tech.Oprs.) (Level–S1) (Post Code-01) : 10. Mechanical-8 (U.R-3, S.C-1, ST-1, OBC-2, EWS-1), Civil-1 (U.R) Metallurgical-1 (U.R).

(ii) Engraver-III (Level–B4) (Post Code-02) : 6. Sculpture-2 (U.R-1, OBC-1), Metal Works-2 (U.R-2 including Ex-serviceman-1), Painting-2 (U.R-2 including Ex- serviceman-1).

(iii) Junior Office Assistant (Level–B3) (Post Code-03) : 12. (U.R-6,S.C-2, OBC-3, EWS-1)

(iv) Junior Bullion Assistant (Level–B3) (Post Code-04) : 10. (U.R-6, S.C-1, OBC-2, EWS-1, PWD-1)

 (v) Junior Technician (Electronics) (Level–W1) (Post Code-05) : 16. (U.R-8, S.C-2, S.T-1, OBC-4, EWS-1)  

Salary: (i) Supervisor (Tech.Oprs.) (Level–S1) (Post Code-01) : Rs. 26000-100000.

(ii) Engraver-III (Level–B4) ) (Post Code-02) : Rs. 8500 – 20850.

(iii) Junior Office Assistant (Level–B3) (Post Code-03) : Rs. 8350 – 20470.

(iv) Junior Bullion Assistant (Level–B3) (Post Code-04) : Rs. 8350 – 20470.

 (v) Junior Technician (Electronics) (Level–W1) (Post Code-05) : Rs. 7750 – 19040.

 

Online application closing date: 19 February, 2021.

Website: http://igmkolkata.spmcil.com

…………………………………………………………………….

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের কলকাতা ইউনিট ইন্ডিয়া গভর্নমেন্ট মিন্ট সুপারভাইজার, এনগ্রেভার থ্রি, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র বুলিয়ন অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র টেকনিশিয়ান পদে ৫৪ জন কর্মী নিয়োগ করা হবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১৯ ফেব্রুয়ারি, ২০২১ এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা : (১) সুপারভাইজার, লেভেল এস-১ (পোস্ট কোড-১) : মেকানিক্যাল / সিভিল / মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণির ডিপ্লোমা পাশ হতে হবে৷ বি.ই / বি.টেক / বি.এসসি (ইঞ্জিনিয়ারিং) পাশ ছেলেমেয়েরাও আবেদন করতে পারবেন৷ বয়স: ১৯ ফেব্রুয়ারি, ২০২১ অনুযায়ী ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১০৷ মেকানিক্যাল ৮ (জেনাঃ ৩, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ সিভিল ১ (অসংরক্ষিত)৷ মেটালার্জিক্যাল ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২৬,০০০ টাকা ১,০০,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে৷

(২) এনগ্রেভার থ্রি, লেভেল বি-ফোর (পোস্ট কোড-২): কমপক্ষে ৫৫% নম্বর সহ ব্যাচেলর অফ ফাইন আর্টস (স্কাল্পচার / মেটাল ওয়ার্ক) পাশ হতে হবে৷ বয়স: ১৯ ফেব্রুয়ারি, ২০২১ অনুযায়ী ১৮ থেকে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৬৷ স্কাল্পচার ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷ মেটাল ওয়ার্ক ২ (অসংরক্ষিত)৷ পেন্টিং ২ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৮,৫০০ টাকা ২০,৮৫০ টাকা৷ প্রার্থী বাছাই হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে৷

(৩) জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট, লেভেল বি-থ্রি (পোস্ট কোড-৩) : কমপক্ষে ৫৫% নম্বর সহ গ্র্যাজুয়েট ও কম্পিউটার জানতে হবে৷ কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৪০টি শব্দ বা হিন্দি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩০টি শব্দ তোলার গতি থাকতে হবে৷ বয়স: ১৯ ফেব্রুয়ারি, ২০২১ অনুযায়ী ১৮ থেকে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১২ (জেনাঃ ৬, তঃজাঃ ২, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ৮,৩৫০ টাকা ২০,৪৭০ টাকা৷ প্রার্থী বাছাই হবে অনলাইন পরীক্ষা ও টাইপিং টেস্টের মাধ্যমে৷

(৪) জুনিয়র বুলিয়ন অ্যাসিস্ট্যান্ট, লেভেল বি-থ্রি (পোস্ট কোড-৪) : কমপক্ষে ৫৫% নম্বর সহ গ্র্যাজুয়েট ও কম্পিউটার জানতে হবে৷ কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৪০টি শব্দ বা হিন্দি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩০টি শব্দ তোলার গতি থাকতে হবে৷ বয়স: ১৯ ফেব্রুয়ারি, ২০২১ অনুযায়ী ১৮ থেকে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১০ (জেনাঃ ৬, তঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ৮,৩৫০ টাকা ২০,৪৭০ টাকা৷ প্রার্থী বাছাই হবে অনলাইন পরীক্ষা ও টাইপিং টেস্টের মাধ্যমে৷

(৫) জুনিয়র টেকনিশিয়ান – ইলেক্ট্রনিক্স, লেভেল ডব্লু-১ (পোস্ট কোড-৫) : সংশ্লিষ্ট ট্রেডে পূর্ণ সময়ের আইটিআই পাশ ও এনসিভিটি থেকে ১ বছরের ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট থাকতে হবে৷ বয়স: ১৯ ফেব্রুয়ারি, ২০২১ অনুযায়ী ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১৬ (জেনাঃ ৮, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ৭,৭৫০ টাকা ১৯,০৪০ টাকা৷ প্রার্থী বাছাই হবে অনলাইন পরীক্ষা ও ট্রেড টেস্টের মাধ্যমে৷

উল্লিখিত সব পদের বেলায় ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে http://igmkolkata.spmcil.com ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের ছবি ও সাদা কাগজে কালো কালিতে করা প্রার্থীর সই ২০ থেকে ৫০ কেবি সাইজের মধ্যে জেপিজি / জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ৬০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ২০০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লেখিত ওয়েবসাইট দেখুন৷

Click Here To Download The Official Notification : Get Details

Share it :