Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

SELECTION CENTRE EAST HIRING 19 GROUP-C / প্রতিরক্ষায় ১৯ গ্রুপ-সি

Selection Centre East, Allahabad invites applications for recruitment to the following posts.

Post:  Stenographer Grade II, Room Orderly, Gardener, Watchman, Draughtsman, Messenger, Mess Waiter

Total Vacancy: 19

Eligibility: 10th/12th/ITI/ Typing Proficiency (post wise different).

Age limit: 18 to 25 years as on 5th May, 2022

Pay scale: Stenographer Grade II- Rs. 25,500 – Rs. 81,100. For Other posts- Rs. 18,000 – Rs. 56,900.

Last Date of Receipt of Application: 5th May, 2022

……………………………………………….

কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সিলেকশন সেন্টার ইস্ট, এলাহাবাদ স্টেনোগ্রাফার গ্রেড-II, মেস ওয়েটার, রুম আর্দার্লি, মেসেঞ্জার,  ওয়াচম্যান, গার্ডেনার, হাউজকিপার পদে ১৯ জন গ্রুপ-সি কর্মী নিয়োগ করবে৷ বয়স হতে হবে ৫ মে, ২০২২-এর হিসেবে ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে৷ ওবিসি প্রার্থীরা ৩ বছর,  তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷ দরখাস্ত পাঠাতে হবে ৫ মে, ২০২২-এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা : (১) স্টেনোগ্রাফার গ্রেড-II: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ১০ মিনিট সময়সীমায় প্রতি মিনিটে ৮০টি শব্দ ডিক্টেশন নেওয়ার এবং কম্পিউটারে ইংরিজিতে ৫০ মিনিট ও হিন্দিতে ৬৫ মিনিটের মধ্যে ট্রান্সক্রিপ্ঢ করার সক্ষমতা থাকতে হবে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: ২৫৫০০ টাকা থেকে ৮১১০০ টাকা৷

(২) রুম আর্দার্লি: মাধ্যমিক বা আইটিআই পাশ হতে হবে৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ১, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, আর্থিকভাবে অনগ্রসর ২)৷ বেতনক্রম: ১৮০০০ টাকা থেকে ৫৬৯০০ টাকা৷

(৩) ওয়াচম্যান: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেডে দক্ষতা ও ১ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: ১৮০০০ টাকা থেকে ৫৬৯০০ টাকা৷

(৪) হাউজকিপার: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেডে দক্ষতা ও ১ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ বেতনক্রম: ১৮০০০ টাকা থেকে ৫৬৯০০ টাকা৷

(৫) গার্ডেনার: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেডে দক্ষতা ও ১ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১৮০০০ টাকা থেকে ৫৬৯০০ টাকা৷

(৬) মেস ওয়েটার: মাধ্যমিক পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেডে ১ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷৷ শূন্যপদ: ১ (ওবিসি)৷ বেতনক্রম: ১৮০০০ টাকা থেকে ৫৬৯০০ টাকা৷

(৭) মেসেঞ্জার:  মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেডে দক্ষতা ও ১ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১৮০০০ টাকা থেকে ৫৬৯০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবেA4 সাইজের কাগজে নিম্নে সংযুক্ত নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্তের নির্দিষ্ট স্থানে প্রার্থীর সাম্প্রতিককালে তোলা স্ব-প্রত্যয়িত রঙিন পাসপোর্ট ছবি সেঁটে দিতে হবে৷ পূরণ করা দরখাস্তের সাথে জন্ম প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার নথিপত্র ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র (যদি প্রযোজ্য হয়)-এর স্ব-প্রত্যয়িত প্রতিলিপি ও নিজের নাম ঠিকানা লেখা ১টি খাম (২৫ টাকার পোস্টাল স্ট্যাম্প সহ) একত্রে অন্য একটি খামে ভরে পাঠাতে হবে এই ঠিকানায়-“SELECTION CENTRE EAST, ALLAHABAD”৷

প্রার্থী বাছাই পদ্ধতি: পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷

Proforma: Click Here

Share it :