Advertisement No: 07/2022
Shipping Corporation of India invites applications for the following posts.
Post: Assistant Manager
Total vacancy: 46
Eligibility: Graduate/ PG in relevant streams
Age-limit: 27 years as on 01.05.2022
Salary: RS. 50,000 – Rs.1,60,000
Application Fee: Rs. 500 (Rs. 100 for SC/ST/PWD/ExSM)
Last Date of Online Application: 16 August, 2022
………………………..
শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে ৪৬ জন নিয়োগ করবে৷ নিয়োগ হবে তিন বছরের চুক্তির ভিত্তিতে৷ বয়স হতে হবে ১ মে, ২০২২ অনুযায়ী ২৭ বছরের মধ্যে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর, ওবিসি (এনসিএল) প্রার্থীরা ৩ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৬ আগস্ট, ২০২২-এর মধ্যে৷
শাখা অনুযায়ী যোগ্যতা : (১) ম্যানেজমেন্ট: কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ (তপশিলি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ) দুই বছরের ফুল টাইম এমবিএ / পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন বিজনেস ম্যানেজমেন্ট / পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ শূন্যপদ : ১৭৷
(২) ফিন্যান্স: চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট / কস্ট অ্যাকাউন্ট্যান্ট পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ শূন্যপদ : ১০৷
(৩) এইচআর: কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ (তপশিলি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ) দুই বছরের ফুল টাইম এমবিএ বা পার্সোনেল ম্যানেজমেন্ট / এইচআরডি / এইচআরএম / ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস / লেবার ওয়েলফেয়ার বিষয়ে স্পেশালাইজেশনসহ এমএমএস পাশ হতে হবে বা দুই বছরের ফুল টাইম পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি / পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন পার্সোনেল ম্যানেজমেন্ট / এইচআরডি / এইচআরএম / ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস / লেবার ওয়েলফেয়ার বিষয়ে পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ শূন্যপদ : ১০৷
(৪) ল: কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ (তপশিলি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ) ল বিষয়ে তিন / পাঁচ বছরের ফুল টাইম ডিগ্রি থাকতে হবে৷ সিএস যোগ্যতা ও সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ শূন্যপদ : ৫৷
(৫) ফয়ার অ্যান্ড সিকিউরিটি : কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ (তপশিলি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ) ফায়ার অ্যান্ড সেফটি ইঞ্জিনিয়ারিং বিষয়ে ফুল টাইম বিই / বিটেক পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ শূন্যপদ : ২৷
(৬) সিভিল ইঞ্জিনিয়ারিং : কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ (তপশিলি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ) সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ফুল টাইম ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ শূন্যপদ : ১৷
(৭) সিএস : কোম্পানি সেক্রেটারি যোগ্যতা থাকতে হবে, সঙ্গে আইসিএসআই অ্যাসোসিয়েট / ফেলো মেম্বারশিপ থাকা আবশ্যক৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ শূন্যপদ : ১৷
উল্লেখিত সব পদের বেলায় বেতনক্রম ৫০,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে www.shipindia.com ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্ত ফি ৫০০ টাকা (তপশিলি, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের বেলায় ১০০ টাকা) অনলাইনে জমা করতে হবে৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর ছবি (২০ থেকে ৫০ কেবি সাইজের মধ্যে) ও সই (১০ থেকে ২০ কেবি সাইজের মধ্যে) জেপিজি /জেপিইজি ফর্ম্যাটে এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, অভিজ্ঞতার প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়), শারীরিক প্রতিবন্ধকতার প্রমাণপত্র, জন্ম প্রমাণপত্র, সচিত্র পরিচয়পত্র (আধার কার্ড/পাসপোর্ট/ভোটার আইডি), সিএ / সিএমএ যোগ্যতার মেম্বারশিপ সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়) জেপিজি ফর্ম্যাটে ৩০০ কেবি সাইজের মধ্যে স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি : অনলাইন লিখিত পরীক্ষা, গ্রুপ ডিসকাশন ও পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অনলাইন লিখিত পরীক্ষার তারিখ ১১ সেপ্টেম্বর, ২০২২৷ গ্রুপ ডিসকাশন ও পার্সোনাল ইন্টারভিউয়ের সম্ভাব্য সময় অক্টোবর ২০২২-এর দ্বিতীয় সপ্তাহ৷ চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে অক্টোবর ২০২২-এর চতুর্থ সপ্তাহে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: www.shipindia.com
Official Notification: Click Here