Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

SIDBI INVITES APPLICATIONS FOR RECRUITMENT OF OFFICERS IN GRADE ‘A’– GENERAL STREAM / সিডবি’তে ১০০ অফিসার

Advt. No. A/2021-22

SMALL INDUSTRIES DEVELOPMENT BANK OF INDIA invites online applications for the following post.

Post: Assistant Manager in Grade ‘A’ in General Stream.

Total vacancy: 100 (UR: 43, SC: 16, ST: 7, OBC: 24, EWS: 10).

Eligibility: Bachelors’ Degree in Law, OR Bachelors’ Degree in Engineering (Preferably Civil / Electrical / Mechanical) OR Master’s Degree in any discipline (Preferably from Commerce/Economics/Management subject) from an institute / University recognized by the University Grant Commission (UGC) / Central Government OR CA / CS / CWA / CFA OR Ph.D. from Institutions recognized by GOI/UGC. The candidate must have scored minimum 60% marks or first class (55% or Second class, in case of SC/ST), in aggregate in any of the above indicated qualifications.

Age: 21 to 28 years old (as on 4th March, 2022).

Pay scale: 28,150/- to 55,600/-.

Last date of online application: 24th March, 2022.

…………………………………………………………………………………….

স্মল ইন্ডাস্ট্রিজ ডেভলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (গ্রেড-এ), জেনারেল স্ট্রিম’ পদে ১০০ জন ছেলেমেয়েনিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২৪ মার্চ, ২০২২ এর মধ্যে৷ শিক্ষাগত যোগ্যতা: এলএলবি পাশ বা ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি পাশ (সিভিল / ইলেকট্রিক্যাল / মেকানিক্যাল শাখা অগ্রগণ্য) বা যে কোনো বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ (কমার্স / ইকোনমিক্স / ম্যানেজমেন্ট অগ্রগণ্য) পাশ হতে হবে অথবা সিএ / সিএস / সিডব্লুএ / সিএফএ পাশ বা পিএইচ.ডি পাশ হতে হবে৷ প্রতি ক্ষেত্রেই কমপক্ষে ৬০ শতাংশ নম্বর (তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীর বেলায় ৫৫ শতাংশ নম্বর) থাকতে হবে৷ বয়স: ৪ মার্চ, ২০২২ এর হিসেবে ২১ থেকে ২৮ বছরের মধ্যে (ওবিসি-এনসিএল প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন)৷ শূন্যপদ: ১০০ (জেনাঃ ৪৩, তঃজাঃ ১৬, তঃউঃজাঃ ৭, ওবিসি ২৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১০)৷ বেতনক্রম: ২৮,১৫০ টাকা থেকে ৫৫,৬০০ টাকা ও অন্যান্য ভাতা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.sidbi.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি (২০ থেকে ৫০ কেবি সাইজ), সাদা কাগজে কালো কালিতে করা প্রার্থীর সই (১০ থেকে ২০ কেবি সাইজ), বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ (২০ থেকে ৫০ কেবি সাইজ) ও নিম্নলিখিত ইংরেজি বয়ানটি নিজের হাতে লিখে (৫০ থেকে ১০০ কেবি সাইজ) জেপিজি / জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোডকরতে হবে -“I, _______ (Name of the candidate), hereby declare that all the information submitted by me in the application form is correct, true and valid. I willpresent the supporting documents as and when required.” ৷ দরখাস্তের ফি ১১০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ১৭৫ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে অনলাইন লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷ লিখিত পরীক্ষা হবে অবজেকটিভ ও ডেসক্রিপটিভ ধরনের৷২ ঘণ্টা সময়সীমার ২০০ নম্বরের অবজেকটিভ পরীক্ষা হবে এইসব বিষয়ের উপর – ইংলিশ ল্যাঙ্গুয়েজ (৩০টি প্রশ্ন, ৩০ নম্বর, ২০ মিনিট সময়), জেনারেল অ্যাওয়ারনেস (৫০টি প্রশ্ন, ৫০ নম্বর, ৩০ মিনিট সময়), রিজনিং অ্যাপ্ঢিটিউড (৪০টি প্রশ্ন, ৬০ নম্বর, ৪০ মিনিট সময়), কোয়ান্টিটেটিভ অ্যাপ্ঢিটিউড (৪০টি প্রশ্ন, ৬০ নম্বর, ৩০ মিনিট সময়)৷ ৩ ঘণ্টা সময়সীমার ২৫০ নম্বরের অনলাইন ডেসক্রিপটিভ পরীক্ষায় ইকোনমিক্স / ফিন্যান্স / ব্যাঙ্কিংয়ের উপর একটি প্রবন্ধ (২০ নম্বর), সোশ্যাল ইস্যু ইন ইন্ডিয়া বিষয়ে একটি প্রবন্ধ (২০ নম্বর) ও ১০ নম্বরের একটি বিজনেজ লেটার লিখতে হবে৷ ইংরেজি ভাষার মাধ্যমে ডেসক্রিপটিভ টেস্ট দিতে হবে৷ পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্র কলকাতা৷ লিখিত পরীক্ষা হবে ১৬ এপ্রিল, ২০২২ তারিখে৷ এতে সফল প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে৷ ইন্টারভিউ হবার সম্ভাব্য সময় চলতি বছরের মে মাস৷ অতিরিক্ত  তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official websitehttps://www.sidbi.in/en/careers

Get detailsClick Here

Apply onlineClick Here

Share it :