Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

SIDBI RECRUTING 76 ASSISTANT MANAGERS  & MANAGERS

Advertisement No. 03/Grade A and B/2025-26

Small Industries Development Bank of India (SIDBI) invites applications for the following posts.

Post: Assistant Manager Grade ‘A’ – General Stream, Manager Grade ‘A’ & B – General and Specialist Stream.

Total Vacancy: 76. Assistant Manager Grade ‘A’ – General Stream: 50, Manager Grade ‘A’ & B – General and Specialist Stream: 26.

Eligibility: post wise different.

Age Limit: post wise different.

Pay Scale: post wise different.

Application Fee: Rs. 1100 (For SC/ST/PWD Rs. 175)

Last Date of Online Application: 11th August, 2025.

………………………………………………………….

সিডবিতে ৭৬ অফিসার

স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড ‘এ’- জেনারেল স্ট্রিম ও ম্যানেজার গ্রেড ‘বি’ জেনারেল অ্যান্ড স্পেশালিস্ট স্ট্রিম পদে ৭৬ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১১ আগস্ট, ২০২৫-এর মধ্যে৷

যোগ্যতা: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ (তপশিলি সম্প্রদায়ের বেলায় ৫৫ শতাংশ) কমার্স / ইকোনমিক্স / ম্যাথমেটিক্স / স্ট্যাটিসটিক্স / বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন / ইঞ্জিনিয়ারিং বিষয়ে ব্যাচেলর ডিগ্রি বা এমবিএ / পিজিডিএম ডিগ্রি বা সিএ/ সিএস/ সিডবলুএ / সিএফএ পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ অথবা কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ (তপশিলি সম্প্রদায়ের বেলায় ৫৫ শতাংশ) যে কোনো বিষয়ে ব্যাচেলর ডিগ্রি অথবা কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর-সহ (তপশিলি সম্প্রদায়ের বেলায় পাস নম্বর) যে কোনো বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ রিজার্ভ ব্যাঙ্ক, সিডবি বা কোনো শেডিউলড ব্যাঙ্কে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ অথবা কমপক্ষে ৫০ শতাংশ নম্বর-সহ (তপশিলি সম্প্রদায়ের বেলায় ৪৫ শতাংশ) আইন বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে এবং বার কাউন্সিল অফ ইন্ডিয়ায় অ্যাডভোকেট হিসেবে নাম নথিভুক্ত থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ অথবা কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ (তপশিলি সম্প্রদায়ের বেলায় ৫৫ শতাংশ) কম্পিউটার সায়েন্স / কম্পিউটার টেকনোলজি / ইনফরমেশন টেকনোলজি / ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকশন বিষয়ে বি.ই / বি.টেক ডিগ্রি পাশ হতে হবে বা এমসিএ পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ (পদ অনুযায়ী বিভিন্ন)।

আবেদন : দরখাস্ত করতে হবে অনলাইনে www.sidbi.in ওয়েবসাইটের মাধ্যমে৷ দরখাস্ত ফি ১১০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী, প্রার্থীদের ১৭৫ টাকা ফি দিতে হবে৷

Official Website: https://www.sidbi.in/en/careers/careerdetails/recruitment_of_officers_in_grade_a_and_grade_b_general_and_specialist_stream_14_07_2025

Official Notification: Click Here

অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (৩০ /৭ /২০২৫)

Share it :

Leave a Reply