Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

SOCIAL WELFARE SECTION, HOOGHLY HIRING 5 EMPLOYEES / হুগলী জেলায় বিভিন্ন পদে নিয়োগ

No. 487/SW/-Hug

Online applications are invited from eligible persons for contractual engagement to the following posts in Female Vagrants’ Home, Uttarpara, Hooghly with office at 7, Rajmohan Road, Uttarpara, Hooghly

Post: Clerk cum Compounder, Junior Social Worker, Teacher, Tailoring Instructor, Music Teacher,

Total vacancy: 5

Eligibility:  Madhyamik pass with diploma/certificate in relevant discipline.

Age:  Clerk cum Compounder – 18 to 37 years; Other posts-  18 to 35 years

Salary:  Tailoring Instructor – Rs. 10,000; Other posts-  Rs. 12,000

Last Date of Online Application:  9th August, 2022

…………………………….

হুগলী জেলার সমাজ কল্যাণ বিভাগ ক্লার্ক কাম কম্পাউন্ডার, জুনিয়র সোশ্যাল ওয়ার্কার, টিচার, টেলরিং ইন্সট্রাক্টর, মিউজিক টিচার পদে ৫ জন কর্মী চুক্তির ভিত্তিতে নিয়োগ করবে৷ নিয়োগ করা হবে উত্তরপাড়াতে অবস্থিত ফিমেল ভ্যাগ্রান্টস হোমে (মহিলা ভবঘুরেদের আশ্রয়কেন্দ্র)৷ প্রার্থীদের হুগলী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৯ আগস্ট, ২০২২-এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১)  ক্লার্ক কাম কম্পাউন্ডার: মাধ্যমিক পাশ ও নথিভুক্ত ফার্মাসিস্ট হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷  বয়স: ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷  বেতন: ১২,০০০ টাকা৷

(২)  জুনিয়র সোশ্যাল ওয়ার্কার: মাধ্যমিক পাশ ও সোশ্যাল ওয়ার্কের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ সোশ্যাল ওয়ার্ক / সোশ্যাল ওয়েলফেয়ার বিষয়ে ডিপ্লোমা পাশ হলে অগ্রাধিকার পাওয়া যাবে৷ কেবলমাত্র মহিলারা আবেদন করতে পারবেন৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷  বেতন: ১২,০০০ টাকা৷

(৩)  টিচার: মাধ্যমিক পাশ এবং বেসিক এডুকেশন ও অ্যাডাল্ট এডুকেশনের ট্রেনিংপ্রাপ্ত হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ কেবলমাত্র মহিলারা আবেদন করতে পারবেন৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷  বেতন: ১২,০০০ টাকা৷

(৪) টেলরিং ইন্সট্রাক্টর: মাধ্যমিক পাশ এবং সার্টিফিকেট ইন উইভিং / টেলরিং থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ কেবলমাত্র মহিলারা আবেদন করতে পারবেন৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷  বেতন: ১০,০০০ টাকা৷

(৫) মিউজিক টিচার: মাধ্যমিক এবং ডিপ্লোমা ইন মিউজিক পাশ হতে হবে৷  সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ কেবলমাত্র মহিলারা আবেদন করতে পারবেন৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷  বেতন: ১২,০০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে https://hooghly.nic.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ নির্দেশ অনুযায়ী পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: লিখিত পরীক্ষা, ইন্টারভিউ, কম্পিউটার টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Website: https://hooghly.nic.in  

Official Notification: Click Here

Share it :