Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

South 24 Parganas District Health & Family Welfare Samity – 13 / দক্ষিণ ২৪ পরগনা জেলায় ৯ স্বাস্থ্যকর্মী

Memo. No.CMOH(SPG)/DH&FWS/12255

South 24 Parganas District Health & Family Welfare Samity will engage personnel as mentioned below under National Health Mission for different Programme units purely on contractual  basis.

Post : Dental Assistant, RNTCP Lab Technician / Sputum Microscopist, Senior Treatment Supervisor (STS), Technical Supervisor (Blood Bank)  NHM, Counselor Blood Bank (NHM), Medical Officer (Full Time) for ULBs NUHM, Laboratory Technician for ULBs under NUHM.

Eligibility : (i)Dental Assistant : (A) Essential Qualification : Matriculation from recognized Board / Council / State Authority.(B)EssentialExperience:1 yr. Experience in Dental College / Clinic is essential (Recognized by the Govt. of West Bengal possessing CE icense).(C) Desirable Experience :20 years & above.

(ii)RNTCP Lab Technician / Sputum Microscopist :(A) Essential Qualification : Intermediate (10+2) and Diploma or Certified Course in Medical Laboratory Technology or equivalent from Govt. recognized Institution.(B)Preferential Qualification :One year experience in RNTCP or Sputum smears microscopy. Candidates with Higher qualification (for example Graduates) shall be preferred.

(iii)Senior Treatment Supervisor (STS) :(A)Essential Qualification : Bachelor’s Degree or Recognized Sanitary Inspector’s course from recognized Institution approved by the State of West Bengal. Certificate course in computer operation (minimum 2 months). Permanent two wheeler driving license & should be able to drive two wheeler.(B)Preferential Qualification :Tuberculosis Health  Visitor’s (THV) recognized course approved by the State of West Bengal. Valid Govt. recognized Degree / diploma in Social work or Medical Social work. Successful completion of basic training couse (Govt. recognized) for Multipurpose health workers.

(iv) Technical Supervisor (Blood Bank)  NHM : (A)Essential Qualification : Passed 10+2 with Physics, Chemistry, Mathematics / Biological Science before obtaining Diploma or Degree. Diploma in Medical Laboratory Technology (DMLT) / Diploma in Laboratory Techniques (DLT) from any University / Institution recognized by Central or State Government or Degree in Medical Laboratory Technology (BMLT) from any University / Institution recognized by the Central / State Government or Post Graduate Degree or Diploma in Medical Laboratory Technology (M.Sc in MLT / PGDMLT) from any University / Institution recognized by the Central or State Government. Working Knowledge of Computers.(B)Desirable Qualification :One year post qualification experience in blood component separation unity of candidate having M.Sc in MLT/PGDMLT/BMLT/DMLT/DLT. Six Months post qualification experience in testing of blood and or preparation of Blood Components (in a Licensed Blood Bank) in case of Candidates having M.Sc in MLT/PGDMLT/BMLT. One year post qualification experience in the testing of Blood and or preparation of blood components (in a licensed blood bank) in case of candidates having DMLT/DLT.

(v) Counselor Blood Bank (NHM) :(A)Essential Qualification : Master’s / Post Graduate Degree in Psychology / Social Work / Sociology / Anthropology / Human Development from any institution recognized by the Central or State Government. Working Knowledge of Computer.(B)DesirableQualification :One Year Experience in Blood Banking Counseling in any licensed Blood Bank or other medical counseling after obtaining essential qualification.

(vi)Medical Officer (Full Time) for ULBs NUHM :MBBS from a MCI recognized Institute with 1 year compulsory Internship Must be registered under West Bengal Medical Council. Weight age will be given for higher qualification.

(vii)Laboratory Technician for ULBs under NUHM :High Secondary passed (10+2) from a recognized Board / Institute with Physics, Chemistry and Biology / Mathematics and Diploma in Medical Laboratory Technology Recognized by the West Bengal  State Medical Faculty / AICTE. Knowledge in computer, MS Office, Internet is required.

Age (Age on 30.11.2020) :(i)Dental Assistant :20 years to 40 years.

(ii) RNTCP Lab Technician / Sputum Microscopist :22 year to 62 year.

(iii)Senior Treatment Supervisor (STS) :22 year to 40year.

(iv) Technical Supervisor (Blood Bank)  NHM : Upper age limit up to 40 Years.

(v) Counselor Blood Bank (NHM) :Upper age limit up to 40 Years.

(vi) Medical Officer (Full Time) for ULBs NUHM : Maximum 66 years.

(vii) Laboratory Technician for ULBs under NUHM :Maximum 40 years

Total Vacancy :13

(i)Dental Assistant :1 (U.R)

(ii) RNTCP Lab Technician / Sputum Microscopist :1 (S.C)

(iii)Senior Treatment Supervisor (STS) :1 (S.T)

(iv) Technical Supervisor (Blood Bank)  NHM : 3 (U.R-1, S.C-1. S.T-1).

(v) Counselor Blood Bank (NHM) :2 (U.R-1, S.T-1).

(vi) Medical Officer (Full Time) for ULBs NUHM : 4 (U.R).

(vii) Laboratory Technician for ULBs under NUHM :1 (S.T)

Salary :(i)Dental Assistant : Rs. 8,000/- Per Month.

(ii) RNTCP Lab Technician / Sputum Microscopist :Rs. 17,220/- Per Month.

(iii)Senior Treatment Supervisor (STS) :Rs. 17,720/- Per Month or as per CTD Guideline.

(iv) Technical Supervisor (Blood Bank)  NHM : Rs. 17,720/- Per Month.

(v) Counselor Blood Bank (NHM) :Rs. 13,200/- Per Month Consolidated Pay.

(vi) Medical Officer (Full Time) for ULBs NUHM : Rs. 40,000/- Per Month or as per NUHM Guideline.

(vii) Laboratory Technician for ULBs under NUHM :Rs. 17,720/- Per Month or as per NUHM Guideline.

Online application closing date : 24.12.2020

Website :https://www.wbhealth.gov.in/

……………………………………………………………………………………………………………….

দক্ষিণ ২৪ পরগনা জেলার স্বাস্থ্য দপ্তরে ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট, আরএনটিসিপি ল্যাব টেকনিশিয়ান / স্পুটাম মাইক্রোস্কোপিস্ট, সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজর, টেকনিক্যাল সুপারভাইজর – ব্লাড ব্যাঙ্ক, কাউন্সেলর -ব্লাড ব্যাঙ্ক, ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে ৯ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ দরখাস্ত করতে হবে অনলােিন ২৪ ডিসেম্বর, ২০২০ এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ কোনো ডেন্টাল কলেজ / ক্লিনিকে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ৩০ নভেম্বর, ২০২০ এর হিসেবে ২০ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ৮,০০০ টাকা৷

(২) আরএনটিসিপি ল্যাব টেকনিশিয়ান/ স্পুটাম মাইক্রোস্কোপিস্ট: উচ্চমাধ্যমিক পাশের পর মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে সার্টিফিকেট / ডিপ্লোমা পাশ হতে হবে৷ আরএনটিসিপিতে ১ বছর কাজের অভিজ্ঞতা অগ্রগণ্য৷ বয়স: ৩০ নভেম্বর, ২০২০ এর হিসেবে ২২ থেকে ৬২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (তঃজাঃ)৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৭,২২০ টাকা৷

(৩) সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজর: যেকোনো শাখায় গ্র্যাজুয়েট বা স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স পাশ হতে হবে৷ কম্পিউটার প্রশিক্ষণের ২ মাসের সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে৷ দু’চাকার যান চালাতে জানতে হবে ও তার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে৷ পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত টিউবার কিউলোসিস হেলথ ডিজেটর কোর্স, সোশাল ওয়ার্ক বা সোশাল মিডিয়া ওয়ার্ক বিষয়ে ডিগ্রি / ডিপ্লোমা ও মাল্টিপারপাস হেলথ ওয়াকার্স বিষয়ে বেসিক ট্রেনিং কোর্স করা থাকলে ভালো হয়৷ বয়স: ৩০ নভেম্বর, ২০২০ এর হিসেবে ২২ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (তঃউঃজাঃ)৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৭,৭২০ টাকা৷

(৪) টেকনিক্যাল সুপারভাইজর-ব্লাড ব্যাঙ্ক : কোনো স্বীকৃত বোর্ড থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স / বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি / ল্যাবরেটরি টেকনিকে ডিপ্লোমা পাশ অথবা মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি / ডিপ্লোমা পাশ হতে হবে৷ কমিপউটার জানতে হবে৷ লাইসেন্স প্রাপ্ত কোনো ব্লাড ব্যাঙ্কে ৬ মাস থেকে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ৩০ নভেম্বর, ২০২০ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ১, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৭,২২০ টাকা৷

(৫) কাউন্সেলর-ব্লাড ব্যাঙ্ক : সাইকোলজি / সোশ্যাল ওয়ার্ক / সোশিয়োলজি / অ্যানথ্রোপোলজি / হিউম্যান ডেভেলপমেন্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট পাশ ও কম্পিউচার জানতে হবে৷ লাইসেন্স প্রাপ্ত কোনো ব্লাড ব্যাঙ্কে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ৩০ নভেম্বর, ২০২০ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃউঃজাঃ ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৩,২০০ টাকা৷

(৬) ল্যাবরেটরি টেকনিশিয়ান, এনইউএইচএম প্রোগ্রাম: কোনো স্বীকৃত বোর্ড থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স / বায়োলজি নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা পাশ হতে হবে৷ কম্পিউটার জানতে হবে৷ প্রার্থীদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২০ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (তঃউঃজাঃ)৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৭,২২০ টাকা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.wbhealth.gov.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীদের একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ১০০ টাকা (সংরক্ষিত প্রার্থীদের বেলায় ৫০ টাকা) ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে৷ ডিমান্ড ড্রাফট হবে ‘District Health & Family Welfare Samiti South 24 Parganas (payable at Service Branch, Kolkata)’-এর অনুকূলে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ২ কপি প্রিন্টআউট করে নেবেন৷ ১ কপি নিজের কাছে রেখে দেবেন৷ অপর কপিটির সঙ্গে আনুসঙ্গিক নথিপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি একটি মুখবন্ধ করা খামে ভরে স্পিড পোস্ট / রেজিস্টার্ড / ক্যুরিয়ারের মাধ্যমে ২৯ ডিসেম্বর, ২০২০ বিকেল সাড়ে ৫টার মধ্যে এই ঠিকানায় পাঠাতে হবে– To The Secretary, DH & FW Samity& CMOH, South 24 Parganas, Administrative Building (2nd floor), M.R. Bangur Hospital Complex, 241 DeshapranSashmal Road, Tollygunge, Kolkata – 700033, W.B৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Click Here To Download The Official Notification: Get Details

Share it :