No:-P/BSP/Act Apprentice/Notification/2022-23
South East Central Railway (SECR) is going to recruit 465 Trade Apprentices in Bilaspur Division.
Post: Trade Apprentice
Total Vacancy: 465
Carpenter – 13
Copa – 90
Draftsman (Civil) – 02
Electrician – 52
Electronic (Mech) – 06
Fitter – 135
Machinist – 05
Painter – 15
Plumber – 04
Mechanic -15
Sheet Metal Work – 10
Steno (Eng) – 30
Steno (Hindi) – 30
Turner – 05
Welder – 20
Wireman – 25
Gas Cutter – 4
Digital Photographer -4
Eligibility: 10th, ITI in relevant trades
Age Limit: 15 to 24 years as on 1st July, 2021
Training Period: 1 year
Stipend: As per Govt. rules.
Last Date of Online Application: 22nd June, 2022
………………………………………
দক্ষিণ-পূর্ব-মধ্য রেলওয়ের বিলাসপুর ডিভিশনে কার্পেন্টার, কম্পিউটার অপারেটিং অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট (কোপা), ড্রাফটসম্যান (সিভিল), ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক (মেক), ফিটার, মেশিনিস্ট, পেইন্টার, প্লাম্বার, মেকানিক (রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং), শিট মেটাল ওয়ার্ক, স্টেনো (ইংরিজি), স্টেনো (হিন্দি), টার্নার, ওয়েল্ডার, ওয়্যারম্যান, গ্যাস কাটার, ডিজিটাল ফটোগ্রাফার ট্রেডে ৪৬৫ জনকে অ্যাপ্রেন্টিস হিসাবে নিয়োগ করা হবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২২ জুন, ২০২২-এর মধ্যে৷
যোগ্যতা: কমপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ মাধ্যমিক বা সমতুল পাশ এবং সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ বয়স: ১ জুলাই, ২০২২-এর হিসেবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে৷ তপশিলি সম্প্রদায় ৫ বছর, ওবিসি ৩ বছর এবং প্রাক্তন সমরকর্মী ও শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷ স্টাইপেন্ড: ১ বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং পিরিয়ডে ছত্তিশগড় সরকারের নিয়মানুযায়ী স্টাইপেন্ড পওয়া যাবে৷
ট্রেড অনুযায়ী শূন্যপদ: (১) কার্পেন্টার: ১৩ (জেনাঃ ৫, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ (২) কম্পিউটার অপারেটিং অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট (কোপা): ৯০ (জেনাঃ ৩৭, তঃজাঃ ১৩, তঃউঃজাঃ ৭, ওবিসি ২৪, আর্থিকভাবে অনগ্রসর ৯)৷ (৩) ড্রাফটসম্যান (সিভিল): ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷ (৪) ইলেকট্রিশিয়ান: ৫২ (জেনাঃ ২১, তঃজাঃ ৮, তঃউঃজাঃ ৪, ওবিসি ১৪, আর্থিকভাবে অনগ্রসর ৫)৷ (৫) ইলেকট্রনিক মেক: ৬ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ (৬) ফিটার: ১৩৫ (জেনাঃ ৫৪, তঃজাঃ ২০, তঃউঃজাঃ ১০, ওবিসি ৩৭, আর্থিকভাবে অনগ্রসর ১৪)৷ (৭) মেশিনিস্ট: ৫ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি ২)৷ (৮) পেইন্টার: ১৫ (জেনাঃ ৭, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ (৯) প্লাম্বার: ৪ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি ১)৷ (১০) মেকানিক (রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং): ১৫ (জেনাঃ ৭, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ (১১) শিট মেটাল ওয়ার্ক: ১০ (জেনাঃ ৪, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ (১২) স্টেনো (ইংরিজি): ৩০ (জেনাঃ ১২, তঃজাঃ ৮, তঃউঃজাঃ ৩, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর ৫)৷, (১৩) স্টেনো (হিন্দি): ৩০ (জেনাঃ ১২, তঃজাঃ ৮, তঃউঃজাঃ ৩, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর ৫)৷ (১৪) টার্নার: ৫ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি ২)৷ (১৫) ওয়েল্ডার: ২০ (জেনাঃ ৮, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ২, ওবিসি ৫, আর্থিকভাবে অনগ্রসর ২)৷ (১৬) ওয়্যারম্যান: ২৫ (জেনাঃ ১০, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ২, ওবিসি ৭, আর্থিকভাবে অনগ্রসর ২)৷ (১৭) গ্যাস কাটার: ৪ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি ১)৷ (১৮) ডিজিটাল ফটোগ্রাফার: ৪ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি ১)৷ মোট ৪৬৫টি শূন্যপদের মধ্যে ৪৪ টি পদ প্রাক্তন সমরকর্মী ও ১৭টি পদ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সংরক্ষিত৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে https://apprenticeshipindia.org ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা রঙিন পাসপোর্ট ছবি, সই, শিক্ষাগত / টেকনিক্যাল যোগ্যতার যাবতীয় প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়) স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশানুসারে দরখাস্ত পূরণ করার পর তা সাবমিট করে এক কপি প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: মাধ্যমিক ও আইটিআই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন https://secr.indianrailways.gov.in ওয়েবসাইট৷
Official Website: https://secr.indianrailways.gov.in/
Official Notification: Click Here
Apply Online: Click Here