HQ Southern Command invites applications for recruitment to the following posts.
Post: Chowkidar, Barber.
Total Vacancy: 55
Eligibility: 10th pass
Age limit: 18 to 25 years as on 20th June, 2022.
Pay scale: Level-1/Level-2 (Post wise different).
Last Date of Receipt of Application: 20th June, 2022
…………………………………………………
কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সাদার্ন কমান্ড চৌকিদার ও বার্বার ৫৫ জন সিভিলিয়ান নিয়োগ করবে৷ বয়স হতে হবে ২০ জুন, ২০২২-এর হিসেবে ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে৷ দরখাস্ত পাঠাতে হবে ২০ জুন, ২০২২-এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) চৌকিদার: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেড বিষয়ক জ্ঞান ও ১ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ৪৩ (জেনাঃ ১৯, তঃজাঃ ৫, ওবিসি ৯, আর্থিকভাবে অনগ্রসর ১০)৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ৫টি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৩টি পদ সংরক্ষিত৷ বেতনক্রম: লেভেল ১৷
(২) বার্বার: মাধ্যমিক বা সমতুল পাশ ও সংশ্লিষ্ট ট্রেডে দক্ষ হতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেডে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ১২ (জেনাঃ ৭, তঃজাঃ ২, ওবিসি ৩)৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ২টি পদ সংরক্ষিত৷ বেতনক্রম: লেভেল ১৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে A4 সাইজের কাগজে নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্ত ফি ১০০ টাকা Commanding Officer, 4012 Field Hospital-এর অনুকূলে পোস্টাল অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে৷ সরকারি নিয়ম অনুযায়ী ফি প্রদানে ছাড় পাওয়া যাবে৷ দরখাস্ত পূরণ করার সময় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট ছবি নির্দিষ্ট জায়গায় সেঁটে দিতে হবে৷ নির্দিষ্ট স্থানে সই করে ও আঙুলের ছাপ দিয়ে নির্দেশ অনুসারে পূরণ করা দরখাস্তের সাথে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়), পোস্টাল অর্ডার এবং জন্ম প্রমাণপত্র / ডোমেস্টিক সার্টিফিকেট / ন্যাশনালিটি সার্টিফিকেট / ইন্ডিয়ান পাসপোর্ট / পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট-এর স্ব-প্রত্যয়িত প্রতিলিপি, অতিরিক্ত ২টি পাসপোর্ট ছবি এবং নিজের নাম ঠিকানা লেখা একটি খাম একত্রে অন্য একটি খামে ভরে তার উপর “Application for the post of……………… Category ……” (বড় হরফে) লিখে স্পিড পোস্ট/ রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় To The Presiding Officer (BOO-I), HQ Southern Command C/o, 4012 Field Hospital, C/o 56 APO, PIN -904012৷ সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা খামের বাঁদিকের উপরের কোণে সংরক্ষিত শ্রেণির নাম উল্লেখ করবেন৷
প্রার্থী বাছাই পদ্ধতি: শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বর, লিখিত পরীক্ষা ও স্কিল টেস্ট / ট্রেড টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷
Proforma: Click Here