Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

SSC CHSL EXAM,2022 NOTICE OUT / স্টাফ সিলেকশন কমিশনের (১০+২) লেভেল পরীক্ষার মাধ্যমে ৪,৫০০ ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট ও ডেটা এন্ট্রি অপারেটর

Staff Selection Commission invites online applications for the following posts through Combined Higher Secondary Level Examination,2022.

Post: Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant, Data Entry Operator (DEO), Data Entry Operator, Grade ‘A’.

Vacancy: 4500

Eligibility: 12th Class

Age limit: 18 to 27 Years (as on 01/01/2022).

Salary:  post wise different.

Application Fee: Rs.100. Women candidates and candidates belonging to Scheduled Castes (SC), Scheduled Tribes (ST), Persons with Benchmark Disabilities (PwBD) and Ex-servicemen (ESM) eligible for reservation are exempted from payment of fee.

Last Date of Online Application: 4/1/2023 till 11 pm.

………………………………………

স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল (১০+২) পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কার্যালয়ে লোয়ার ডিভিশনাল ক্লার্ক/জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট ডেটা এন্ট্রি অপারেটর পদে প্রায় ৪,৫০০ জন কর্মী নিয়োগ করা হবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৪ জানুয়ারি, ২০২৩ রাত ১১ টার মধ্যে৷

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড / বিশ্ববিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ অর্থাৎ জন্মতারিখ হতে হবে ২ জানুয়ারি, ১৯৯৫ থেকে ১ জানুয়ারি, ২০০৪-এর মধ্যে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর, ওবিসি প্রার্থীরা ৩ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর (তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ১৫ বছর, ওবিসি প্রার্থীরা ১৩ বছর) বয়সের ছাড় পাবেন৷ শূন্যপদ: প্রায় ৪৫০০৷ বেতনক্রম: লোয়ার ডিভিশনাল ক্লার্ক/জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদের বেলায় ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা, , ডেটা এন্ট্রি অপারেটর (ডিইও) পদের বেলায় ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০  টাকা ও ডেটা এন্টি অপারেটর গ্রেড ‘এ’ পদের বেলায় ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে https://ssc.nic.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ প্রার্থীর সাম্প্রতিককালে তোলা রঙিন পাসপোর্ট ছবি (৩.৫ সেমি× ৪.৫ সেমি, ২০ কেবি থেকে ৫০ কেবি সাইজের মধ্যে) ও সই (৪ সেমি× ২ সেমি, ১০ কেবি থেকে ২০ কেবি সাইজের মধ্যে) জেপিজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্ত ফি ১০০ টাকা অনলাইনে/অফলাইনে জমা দিতে হবে৷ অনলাইনে দরখাস্ত ফি জমা দিতে হবে ৫ জানুয়ারি, ২০২৩ রাত ১১টার মধ্যে৷ অফলাইনে ৪ জানুয়ারি, ২০২৩ রাত ১১টার মধ্যে চালান জেনারেট করে ৬ জানুয়ারি, ২০২৩-এর মধ্যে দরখাস্ত ফি জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর রেজিস্ট্রেশন নম্বরসহ সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: পরীক্ষা হবে দুইটি ধাপে৷ কম্পিউটার ভিত্তিক টিয়ার-I পরীক্ষায় ১ ঘন্টা সময়সীমায় ২০০ নম্বরের অবজেক্টিভ টাইপ প্রশ্ন হবে এইসব বিষয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ (বেসিক নলেজ) (২৫ প্রশ্ন, ৫০ নম্বর), জেনারেল ইন্টেলিজেন্স (২৫ প্রশ্ন, ৫০ নম্বর), কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড (বেসিক অ্যারিথমেটিক স্কিল) (২৫ প্রশ্ন, ৫০ নম্বর),  জেনারেল অ্যাওয়ারনেস (২৫ প্রশ্ন, ৫০ নম্বর)৷ প্রতিটি ভুল উত্তরের জন্য অতিরিক্ত ০.৫০ নম্বর কাটা হবে৷ পরীক্ষা হবে ফেব্রুয়ারি-মার্চ, ২০২৩ নাগাদ৷ সফল হলে কম্পিউটার ভিত্তিক টিয়ার-II পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে৷ কম্পিউটার ভিত্তিক টিয়ার-II পরীক্ষায় ৩টে সেকশনে প্রশ্ন থাকবে৷ সেকশন-I-এর মডিউল-I-এ থাকবে ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটিস (৩০টি প্রশ্ন, ৯০ নম্বর) ও মডিউল-II-এ থাকবে রিজনিং অ্যান্ড  জেনারেল ইন্টেলিজেন্স (৩০টি প্রশ্ন, ৯০ নম্বর)৷  সেকশন-II-এর মডিউল-I-এ থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন (৪০টি প্রশ্ন, ১২০ নম্বর) ও মডিউল-II-এ থাকবে জেনারেল অ্যাওয়ারনেস (২০টি প্রশ্ন, ৬০ নম্বর)৷  সেকশন-III-এর মডিউল-I-এ থাকবে কম্পিউটার নলেজ (১৫টি প্রশ্ন, ৪৫ নম্বর) ও মডিউল-II-এ থাকবে স্কিল টেস্ট / টাইপিং টেস্ট৷ ডেটা এন্ট্রি অপারেটর পদের স্কিল টেস্ট পরীক্ষায় একটি প্রিন্টেড ইংরাজি ম্যাটারকে ১৫ মিনিট সময়সীমায় কম্পিউটারে তুলতে হবে প্রতি ঘণ্টায় ৮০০০ কি ডিপ্রেশন গতিতে৷ লোয়ার ডিভিশনাল ক্লার্ক/জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদের স্কিল টেস্ট পরীক্ষায় ১৫ মিনিট সময়সীমায় প্রতি মিনিটে ৩৫টি ইংরাজি শব্দ বা ৩০টি হিন্দি শব্দ টাইপ করতে হবে৷ স্কিল টেস্ট/ টাইপিং টেস্টে সফল প্রার্থীদের এরপর নথিপত্র যাচাইয়ের জন্য ডাকা হবে৷ কোডসহ পূর্ব ভারতের পরীক্ষাকেন্দ্রগুলি হল  কলকাতা (৪৪১০), আসানসোল (৪৪১৭), বর্ধমান (৪৪০৪), দুর্গাপুর (৪৪২৬), কল্যাণী (৪৪১৯), শিলিগুড়ি (৪৪১৫), গ্যাংটক (৪০০১), রাঁচি (৪২০৫), বালাসোর (ওড়িশা) (৪৬০১), বেরহামপুর (ওড়িশা) (৪৬০২), পোর্ট ব্লেয়ার (৪৮০২), জামশেদপুর (৪২০৭), ভুবনেশ্বর (৪৬০৪), কটক (৪৬০৫), রৌরকেল্লা (৪৬১০), সম্বলপুর (৪৬০৯), ধানবাদ (৪২০৬)৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official websitehttps://ssc.nic.in/

Official Notification: Click Here

Share it :